টুকরো খবর |
পাপাই খুনের সিবিআই তদন্তে রাজি মুখ্যমন্ত্রী |
নিজস্ব সংবাদদাতা, আগরতলা |
বিরোধী রাজনৈতিক চাপে শেষ পর্যন্ত পাপাই সাহা হত্যাকাণ্ডের তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিতে রাজি হল ত্রিপুরার বামফ্রন্ট সরকার। আইনগত কোনও সমস্যা না থাকলে ওই হত্যাকাণ্ডের তদন্তভার সিবিআইকে দেওয়ায় রাজ্য সরকারের যে কোনও আপত্তি নেই, গত কালই রাজ্য বিধানসভায় এ কথা জানান মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি বলেন, ‘‘আমরা প্রথম থেকে চাইছি এই হত্যাকাণ্ডে জড়িত প্রকৃত অপরাধী চিহ্নিত হোক। এবং তার শাস্তি হোক।” রাজ্য সিআইডি সম্প্রতি পাপাই সাহা হত্যাকাণ্ডের তদন্ত শেষ করে আদালতে চার্জশিট দাখিল করেছে। সিআইডি তদন্তে বিরোধী দলনেতা রতনলাল নাথ সংশয় প্রকাশ করেছেন। বিধানসভাতেও বিরোধী দলনেতা এই হত্যাকাণ্ডের ভার সিবিআইকে দেওয়ার দাবি করেন। বিরোধীদলের দাবির প্রেক্ষিতেই মুখ্যমন্ত্রী জানান, বিষয়টি বর্তমানে আদালতের বিচারাধীন। তা সত্ত্বেও আইনি জটিলতা না থাকলে সরকার এই হত্যাকাণ্ডের তদন্তভার সিবিআইকে নিতে এবং দ্রুত তদন্ত শেষ করতে অনুরোধ জানাবে। গত ১১ জুলাই পশ্চিম আগরতলা থানার সামনে কংগ্রেস কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের জেরে থানা সংলগ্ন হকার্স কর্নারের ব্যবসায়ী-যুবক পাপাই সাহা গুলিতে প্রাণ হারান। কয়েক জন কংগ্রেস কর্মী ও পথচারীও আহত হন। সরকার ওই ঘটনার দায়িত্ব সিআইডিকে দেয়। তবে কংগ্রেস প্রথম থেকেই এই ঘটনার সিবিআই তদন্ত দাবি করছিল। উল্লেখ্য, কোনও মামলা আদালতে বিচারাধীন থাকলেও তদন্তে সংশয় থাকলে তা পুনরায় সিবিআইকে দিয়ে তদন্ত করানো যায় বলে তিনি দাবি করেন।
|
মোদীর প্রচারে না যাওয়ার সাফাই জেটলির |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
উত্তরপ্রদেশে প্রচারে না যাওয়াকে কেন্দ্র করে নরেন্দ্র মোদীর সঙ্গে বিজেপি নেতৃত্বের একাংশের সম্পর্কে যখন কাঠিন্য এসেছে, তখন বিবাদমান দুই গোষ্ঠীকে এক সূত্রে বাঁধতে উদ্যোগী হলেন অরুণ জেটলি। বিজেপি সভাপতি নিতিন গডকড়ীর সঙ্গে তাল মিলিয়ে উত্তরপ্রদেশে লাগাতার প্রচার করছেন জেটলি। কিন্তু সে রাজ্যে প্রচারের না আসার কারণে মোদীর বিরুদ্ধে যে নেতিবাচক প্রচার চলছে, তা খণ্ডন করতেও এগিয়ে এসেছেন রাজ্যসভার বিরোধী দলনেতা। গোধরা দাঙ্গার দশ বছর পূর্তিতে মোদীর বিরুদ্ধে যে ভাবে নতুন করে আঙুল তোলা হচ্ছে তার বিরুদ্ধেও কলমও ধরেছেন জেটলি। এক নিবন্ধে জেটলি বোঝাতে চেয়েছেন, কোনও দাঙ্গাই সমর্থনযোগ্য নয়। কিন্তু গত দশ বছরে গুজরাতে হিন্দু-মুসলমান সকলেই শান্তিতে রয়েছে। উন্নয়নের বিশ্ব-মানচিত্রে জায়গা করে নিয়েছে গুজরাত। বিজেপি নেতৃত্বই স্বীকার করছেন, সঞ্জয় জোশীকে উত্তরপ্রদেশের দায়িত্ব দেওয়ায় গডকড়ীর উপরে মোদী ক্ষুব্ধ। সে জন্যই তিনি এ বারের নির্বাচনে কোনও রাজ্যে প্রচারে যাননি। জেটলির দাবি, “কিছু বিষয়ে মতান্তর থাকলেও ভিন্ রাজ্যে মোদীর প্রচারে না যাওয়ার সঙ্গে তার সম্পর্ক নেই। গডকড়ীর সঙ্গেও তাঁর বিবাদ নেই। এ বছরের শেষে গুজরাতেও নির্বাচন রয়েছে। মুখ্যমন্ত্রী হিসাবে নিজের রাজ্যেও অনেক দায়িত্ব রয়েছে মোদীর।” দাঙ্গা প্রসঙ্গে জেটলির পাল্টা অভিযোগ, “শিখ দাঙ্গায় ক্ষতিগ্রস্তরা এখনও ন্যায়বিচার পাননি। কিন্তু গুজরাত দাঙ্গা নিয়ে একাধিক তদন্তে মোদীর ভূমিকা প্রমাণিত না হওয়া সত্ত্বেও তাঁকে নিয়ে ‘অপপ্রচার’ চলছে। এ বারে তা বন্ধ হওয়া উচিত।”
|
ফের বিদেশে সনিয়া, ফিরবেন গণনার আগেই |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
চিকিৎসার জন্য ফের আমেরিকায় রওনা হলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী। সর্বভারতীয় কংগ্রেসের প্রধান মুখপাত্র জনার্দন দ্বিবেদী আজ বলেন, “অগস্ট মাসে সনিয়ার অস্ত্রোপচার হয়। ছ’মাস পর চেক-আপ নির্ধারিত ছিল। আশা করা হচ্ছে, চার-পাঁচ দিনের মধ্যেই তিনি দেশে ফিরবেন।” দশ জনপথ সূত্রের খবর, সনিয়া আমেরিকায় রওনা হয়েছেন গত রাতে। পাঁচ রাজ্যে ভোটের নির্ঘণ্ট দেখে তাঁর এই সফরসূচি দু’মাস আগেই ঠিক করা হয়েছিল। যাতে তিনি সব ক’টি রাজ্যে প্রচারে যেতে পারেন, আবার ৬ মার্চ ফল ঘোষণার আগেই নয়াদিল্লিতে ফিরে আসতে পারেন। সেই হিসেবে ২৪ ফেব্রুয়ারি থেকে টানা তিন দিন গোয়া ও উত্তরপ্রদেশে শেষ দফার প্রচার করে গত রাতে তিনি রওনা হয়ে গিয়েছেন। কংগ্রেস সভানেত্রীর শারীরিক অসুস্থতার কারণ ও অস্ত্রোপচারের ধরন ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার স্বার্থে দশ নম্বর জনপথের তরফে কখনওই প্রকাশ করা হয়নি। গত অগস্টের প্রথম সপ্তাহে আমেরিকায় এক হাসপাতালে তাঁর অস্ত্রোপচার হয়। তার প্রায় দেড় মাস পর তিনি দেশে ফেরেন। প্রথম দিকে পুরোপুরি বিশ্রামে ছিলেন সনিয়া। ক্রমে স্বাভাবিক রুটিনে ফেরেন। বিজয়া দশমীর দিন দিল্লির রামলীলা ময়দানে প্রথম প্রকাশ্যে আসেন সনিয়া। কংগ্রেসের এক শীর্ষ নেতার কথায়, সনিয়া যে এখন অনেকটাই সুস্থ, তা তাঁর কাজেই প্রমাণিত। আগের মতো ঠাসা প্রচার কর্মসূচি না থাকলেও খুব কম সভাও তিনি করেননি। উত্তরাখণ্ড ও পঞ্জাবে ৩ দিন করে প্রচারে যান তিনি। উত্তরপ্রদেশে প্রতি দফার ভোটে দু’টি করে সভা করেন। মণিপুর এবং গোয়াতেও ভোট প্রচারে গিয়েছেন। তা ছাড়া রুটিন চেক-আপের জন্য এই সময়ই সব থেকে উপযুক্ত। কারণ, ৬ মার্চ ভোটের ফল ঘোষণা মাত্রই রাজনৈতিক ব্যস্ততা বেড়ে যাবে রাজধানীতে। ৫ তারিখ রাতেই কংগ্রেস সভানেত্রী দিল্লি পৌঁছবেন বলে আশা।
|
সমকামিতা প্রশ্নে কেন্দ্রকে ভর্ৎসনা |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
সমকামিতা সম্পর্কে দু’বার দু’রকমের মন্তব্য করায় কেন্দ্রকে তীব্র ভর্ৎসনা করল শীর্ষ আদালত। গত ২৩ ফেব্রুয়ারির শুনানিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল পি পি মলহোত্র অপরাধের তালিকা থেকে সমকামিতাকে বাদ দেওয়া নিয়ে দিল্লি হাইকোর্টের রায়ের বিরোধিতা করেন। তিনি বলেন, “কেন্দ্র সমকামিতাকে অনৈতিক মনে করে।” তা প্রকাশ্যে আসার পরেই স্বরাষ্ট্র মন্ত্রক মলহোত্রর বক্তব্যের বিরোধিতা করে জানায় এ ব্যাপারে কেন্দ্রীয় মন্ত্রিসভা যা সিদ্ধান্ত নেবে তাই মেনে নেওয়া হবে। আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল মোহন জৈন সুপ্রিম কোর্টে জানান, সমকামিতাকে অপরাধের তালিকা থেকে বাদ দিতে কেন্দ্রের কোনও আপত্তি নেই। এর পরেই বিচারপতি জি এস সিঙ্ঘভি এবং এস জে মুখোপাধ্যায়ের বেঞ্চ কেন্দ্রকে ভর্ৎসনা করে জানায়, কেন্দ্রের পরস্পরবিরোধী এই আচরণ বিচার ব্যবস্থাকে হাসির খোরাক করে তুলেছে।
|
সময়ে খাবার না পেয়ে বিক্ষোভ দুরন্ত এক্সপ্রেসে |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
সময়মতো খাবার না পেয়ে বিক্ষোভ দেখালেন দিল্লিগামী দুরন্ত এক্সপ্রেসের যাত্রীরা। পরিস্থিতি সামাল দিতে আসরে নামতে হল খোদ রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদীকে।গত কাল শিয়ালদহ থেকে নয়াদিল্লির উদ্দেশে রওনা হয়েছিল ১২২৫৯ দুরন্ত এক্সপ্রেস। যাত্রীদের অভিযোগ, তাঁদের সময়মতো খাবার দেওয়া হয়নি। ট্রেনে পর্যাপ্ত খাবারও ছিল না। গত কাল রাতেই এ বিষয়ে যাত্রীদের পক্ষ থেকে রেলমন্ত্রীর কাছে অভিযোগ জানানো হয়। তিনি রেলের আধিকারিকদের গোটা বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন। রাতে সাময়িক ভাবে সমস্যা মিটলেও আজ সকালে ফের সমস্যা শুরু হয়। সকালে চা-জলখাবার না পেয়ে যাত্রীরা ক্ষোভে ফেটে পড়েন। কানপুরের কাছে তাঁরা চেন টেনে ট্রেন দাঁড় করিয়ে দেন। রেল পুলিশকে গিয়ে পরিস্থিতি সামাল দিতে হয়। রেল কর্তৃপক্ষের বক্তব্য, যাত্রীদের জন্য খাবারের বন্দোবস্ত করার দায়িত্ব আইআরসিটিসি-র। শিয়ালদহ-দিল্লি দুরন্ত এক্সপ্রেস এখন সপ্তাহে আগের থেকে বেশি দিন চলছে। তাই ওই ট্রেনে নতুন কর্মী নিয়োগ করা হয়েছে। নতুন প্যান্ট্রি ম্যানেজার পরিস্থিতি ঠিকমতো সামলে উঠতে পারেননি। ফলে রাতের খাবার পরিবেশনে অনেক দেরি হয়ে যায়। বি-৫ নম্বর কোচে রাতের খাবার পৌঁছয় গভীর রাতে। সেই জন্যই বাধে গোলমাল। |
ষষ্ঠ পর্যায়ে ভোট ৬০%-এর বেশি |
সংবাদসংস্থা • লখনউ |
উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের ষষ্ঠ পর্যায়ে৬০ শতাংশেরও বেশি ভোট পড়ল। এ কথা জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার উমেশ সিংহ। গত মে মাসে জমি অধিগ্রহণের বিরুদ্ধে আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠেছিল ভাট্টা-পারসল। জেওয়ার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ওই এলাকায় ভোট হয়েছে মঙ্গলবার। জেওয়ার কেন্দ্রে প্রার্থীদের মধ্যে রয়েছেন অধিগ্রহণ-বিরোধী আন্দোলনের নেতা মনবীর সিংহ টেভাটিয়া। ভোটার তালিকায় নাম না থাকায় মঙ্গলবার ভোট দিতে পারেননি অণ্ণা হজারের অনুগামী অরবিন্দ কেজরিওয়াল। নির্বাচনী প্রচারের জন্য গোয়ায় যাচ্ছিলেন তিনি। কিন্তু তাঁর ভোট না দিয়ে চলে যাওয়ায় প্রতিবাদ করেন কেউ কেউ। ফলে গাজিয়াবাদের ইন্দিরাপুরমে ফিরে আসেন কেজরিওয়াল। কিন্তু, বুথে গিয়ে তিনি জানতে পারেন ভোটার তালিকায় তাঁর নামই নেই। কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহের দাবি, ভোটার তালিকায় নাম আছে কি না তাও দেখার প্রয়োজন বোধ করেন না অণ্ণা অনুগামীরা। তাঁদের গণতন্ত্রে বিশ্বাস নিয়েও কটাক্ষ করেছেন দিগ্বিজয়।
|
আগুনে পুড়ে মৃত্যু দোকান মালিকের |
নিজস্ব সংবাদদাতা • শিলচর |
অগ্নিদগ্ধ হয়ে মারা গেলেন এক মুদি দোকানের মালিক। মৃতের নাম চুনিলাল রবিদাস(৩৬)। ঘটনাটি ঘটেছে শিলচর থানার গঙ্গাপুরে। পুলিশ সূত্রের খবর, প্রতিদিনের মতো কালও দোকানেই ঘুমোচ্ছিলেন চুনিলাল। রাত এগারোটা নাগাদ আগুন লাগে দোকানে। প্রতিবেশীরা গিয়ে দেখেন জ্বলন্ত অবস্থায় বেরিয়ে আসছেন তিনি। প্রতিবেশীরা জানান, ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। গ্রামবাসীদের ধারণা ইচ্ছাকৃতভাবে কেউ আগুন ধরিয়ে দেয় তাঁর দোকানে। যদিও তাঁর স্ত্রীর বক্তব্য, তাঁর স্বামীর এমন কোনও শত্রু ছিল না। পুলিশও এটাকে দুর্ঘটনা বলেই মনে করছে।
|
জামশেদপুরে আগুন, পুড়ল কাঠগোলা |
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
জামশেদপুরের সীতারামডেরা থানা এলাকায় আজ সকালে বিধ্বংসী আগুনে পুড়ল কাঠগোলা-সহ চারটি দোকান। তিনটি ইঞ্জিন নিয়ে দমকলকর্মীরা প্রায় ঘণ্টা চারেকের চেষ্টায় আগুন নেভান। হতাহতের ঘটনা না-ঘটলেও দোকান চারটির প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। পুলিশ এবং দমকল জানিয়েছে, আগুনের ঘটনা ঘটেছে সীতারামডেরা থানার ভুইয়াডি এলাকায়। লোহার আসবাব তৈরির একটি সংস্থার গ্যাস পাইপ ফুটো হয়ে আগুন লাগে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পাশের একটি কাঠগোলায়। পরে কাঠগোলা থেকে আরও তিনটি দোকানে আগুন ছড়ায়।
|
দিল্লির কিশোরীকে ধর্ষণ ‘বন্ধুদের’ |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
হৃষীকেশ নিয়ে গিয়ে ষোলো বছরের এক কিশেরীকে ধর্ষণ করল তারই সহপাঠীরা। পুলিশ সূত্রে খবর, মেয়েটি ও তার ‘বন্ধুরা’ সকলেই দিল্লির বাসিন্দা। পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা সকলেই অপ্রাপ্তবয়স্ক। মেয়েটিকে জোর করে হৃষীকেশ নিয়ে যাওয়া হয়েছিল কি না তা খতিয়ে দেখছে পুলিশ। গত শনিবার নয়ডায় এক ‘বন্ধুর’ জন্মদিনে গিয়ে সেই বন্ধু-সহ পাঁচ জনের দ্বারা গণধর্ষিত হয় এক কিশোরী।
|
স্কুলবাস খালে পড়ে মৃত্যু চার শিশুর
|
সংবাদসংস্থা • রাজামুন্দ্রি |
নিয়ন্ত্রণ হারিয়ে একটি স্কুলবাস গোদাবরী নদীর একটি খালে পড়ে যাওয়ায় ৪ শিশুর মৃত্যু হয়েছে। নিখোঁজ ১১ জন। তাদের সন্ধানে তল্লাশি চলছে। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। পুলিশ সূত্রের খবর, রাজামুন্দ্রি থেকে ৬৫ কিলোমিটার দূরে একটি গ্রামের কাছে গোদাবরী নদীর ওই খালটিতে বাসটি পড়ে যায়। বাসটিতে ৪৫ জন পড়ুয়া ছিল। এরা সকলেই স্থানীয় একটি স্কুলের প্রাথমিক স্তরের ছাত্র। গ্রামবাসীদের তৎপরতায় ৩০ জন পড়ুয়াকে উদ্ধার করা হয়েছে। কী কারণে এই দুর্ঘটনা, তা এখনও জানা যায়নি। |
|