ধর্মঘটের সকালে মেট্রোর লাইনে ‘ঝাঁপ’ দিয়ে মৃত্যু হল এক মহিলার। মঙ্গলবার দমদম স্টেশনে ওই ঘটনার জেরে কিছুক্ষণ বিঘ্নিত হয় পরিষেবা। এর বাইরে অবশ্য সকাল থেকেই নিয়মিত চলাচল করেছে মেট্রো। তবে আর পাঁচটা দিনের তুলনায় যাত্রী ছিল অনেক কম। মেট্রো সূত্রে খবর, সন্ধ্যা ৬টা পর্যন্ত এ দিন যাত্রীসংখ্যা ছিল এক লক্ষ ২০ হাজার। অন্য দিন যা থাকে প্রায় সাড়ে ৫ লক্ষের উপর। এ দিন মেট্রোর ২৩৬টি ট্রেনের মধ্যে ২২৮টি ট্রেনকেই লাইনে নামানো হয়। সকাল সাড়ে ৯টা নাগাদ লাইনে ‘ঝাঁপ’-এর জেরে বাতিল হয় ৮টি আপ ও ৮টি ডাউন ট্রেন। |
অফিস টাইমের মেট্রো। রোজকার ভিড় নেই। মঙ্গলবার। ছবি: সুদীপ আচার্য |
বাকি সব ট্রেনই চালানো হয়েছে বলে মেট্রোর দাবি।এ দিন সকাল সাড়ে ন’টা নাগাদ দমদম স্টেশনে লাইনে ‘ঝাঁপ দেন গৌরী সাহা (৫০) নামে ওই মহিলা। ট্রেনের চাকায় পিষে সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় দমদমের বীরপাড়ার বাসিন্দা গৌরীদেবীর। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক প্রত্যুষ ঘোষ জানান, ওই মহিলা ডাউন প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলেন। কারশেড থেকে টালিগঞ্জগামী একটি ট্রেন প্ল্যাটফর্মে ঢোকার সময়ে চলন্ত ট্রেনের সামনে ‘ঝাঁপ’ দেন তিনি। মেট্রো রেল সূত্রে খবর, এর জেরে ২১ মিনিট দমদম থেকে ডাউন লাইনে ট্রেন বন্ধ রাখা হয়। ৯টা ৫২ মিনিটে আপ প্ল্যাটফর্ম থেকে টালিগঞ্জগামী ট্রেন চলে। ট্রেন চলাচল ফের স্বাভাবিক হয় ১০টা ৬ মিনিট থেকে। প্রত্যুষবাবু জানান, এ দিন যাত্রীদের সুবিধার্থে দমদম, মহানায়ক উত্তমকুমার, এসপ্ল্যানেড ও কবি সুভাষ স্টেশনে মেডিক্যাল ক্যাম্পও খোলা হয়েছিল।
|
ট্রামের ওভারহেড তার ছিঁড়ে গুরুতর জখম হলেন দুই যুবক। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে মল্লিকবাজারের কাছে নোনাপুকুরে। আহত যুবকেরা সহোদর ভাই। তাঁরা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। কলকাতা ট্রাম কোম্পানি এবং লালবাজার সূত্রের খবর, এ দিন বিকেল তিনটে নাগাদ ২৫ নম্বর রুটের একটি ট্রাম ধর্মতলা থেকে ছাড়ে। সেটি যাচ্ছিল এজেসি বসু রোড ধরে গড়িয়াহাটের দিকে। বিকেল পৌনে চারটে নাগাদ নোনাপুকুরের বিজলি রোডের সামনে ওভারহেড তারে থাকা লোহার ‘ট্রলি হুইল’ খুলে রাস্তায় পড়ে যায়। সে সময়ে রাস্তা পার হচ্ছিলেন অজিত সাহু এবং তাঁর ভাই বিজয়। লোহার ট্রলি হুইল অজিতের দু’টি উরুতে গেঁথে যায়। ট্রলি হুইলের সঙ্গে থাকা তারটি ছিটকে লাগে বিজয়ের পায়ে। স্থানীয় লোকজনই তাঁদের হাসপাতালে ভর্তি করান।স্থানীয় বাসিন্দারা জানান, নোনাপুকুরে রাস্তার ধারে ভাতের হোটেল রয়েছে অজিত এবং বিজয়ের। তাঁদের বাড়ি পার্ক সার্কাসের কাছে লোহাপুলে। এ দিন হোটেল থেকে বেরিয়ে তাঁরা বাড়ির দিকে যাচ্ছিলেন। পুলিশ জানায়, ধর্মঘটের দিন রাস্তা ফাঁকা থাকায় যানজট না হলেও, ওই ঘটনার পরে ওই রুটে ট্রাম চলাচল বেশ কিছুক্ষণ বন্ধ থাকে। বিকেল সাড়ে চারটে নাগাদ ওভারহেড তার জোড়া লাগালে ফের ট্রাম চলাচল শুরু হয়।
|
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে ভিআইপি রোডে। মৃতের নাম সঞ্জীব অগ্রবাল। পুলিশ জানায়, কলকাতামুখী একটি গাড়ি শ্রীভূমি বাসস্টপের কাছে রাস্তার মাঝখানে চলে আসা এক শিশুকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে। ওই গাড়িতে পাঁচ জন যাত্রী ছিলেন। গুরুতর জখম সঞ্জীবকে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পরে সেখানেই তাঁর মৃত্যু হয়। গাড়ির অন্য যাত্রীদের মধ্যে এক জনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। বাকিরা এখনও হাসপাতালে ভর্তি।
|
জঙ্গি গোষ্ঠীর নাম করে ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রীর কাছে হুমকি-বার্তা পাঠানোর ঘটনায় সৌরদীপ সিংহ নামে কলকাতার কাছে এক ইঞ্জিনিয়রিং কলেজের ছাত্রকে গ্রেফতার করল পুলিশ। |