টুকরো খবর
ইনফোসিস-রাজ্য বৈঠক আজ
ইনফোসিস জট খুলতে তৎপর কেন্দ্র এবং রাজ্য সরকার। বিষয়টি নিয়ে জট ছাড়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আগামিকাল শিল্প তথা তথ্যপ্রযুক্তি মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন ইনফোসিস কর্তারা। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকও চাইছে রাজ্যের আপত্তির বিষয়টি মাথায় রেখেই বিষয়টির সুষ্ঠু সমাধান করা হোক। ইনফোসিস যাতে রাজ্য ছেড়ে না যায়, সে জন্য কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক প্রস্তাব দিয়েছিল, আগের বামফ্রন্ট সরকারের করা সুপারিশের ভিত্তিতে পশ্চিমবঙ্গকে সব ধরনের সাহায্য করা হবে। মন্ত্রকের পরামর্শ ছিল, বাম আমলের সুপারিশ করা কোনও পুরনো চিঠি থাকলে তা কেন্দ্রের কাছে পেশ করুক রাজ্য সরকার। সূত্রের খবর, হিডকোর পক্ষ থেকে একটি চিঠি ইনফোসিসকে দেওয়া হয়েছিল। কিন্তু এই ধরনের কোনও চিঠি এখন পর্যন্ত খুঁজে পায়নি রাজ্য। বিশেষ আর্থিক অঞ্চল (এসইজেড)-এর তকমাকে কেন্দ্র করে যে বিতর্কের সূত্রপাত, তার সমাধান করতে গত সপ্তাহে দিল্লি এসেছিলেন রাজ্যের তথ্যপ্রযুক্তি তথা শিল্প সচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়। গত ২৩ ফেব্রুয়ারি তিনি কেন্দ্রীয় বাণিজ্যসচিব রাহুল খুল্লরের সঙ্গে একটি বৈঠকও করেন। ওই বৈঠকে বাসুদেববাবু এসইজেড নিয়ে তৃণমূল সরকারের অবস্থান কেন্দ্রের কাছে বিস্তারিত ভাবে তুলে ধরেন। সচিব পর্যায়ের ওই বৈঠকেই কেন্দ্র রাজ্যকে সমস্ত ধরনের সাহায্য করার প্রতিশ্রুতি দেয়।

ওএনজিসি-র ৫% শেয়ার নিলাম ১ মার্চ
রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ওএনজিসি-র ৫% শেয়ার নিলামের মাধ্যমেই বিক্রি করা হবে বলে জানাল কেন্দ্র। তাদের হাতে থাকা ওই শেয়ার নিলাম হবে আগামী ১ মার্চ। অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের নেতৃত্বে সংশ্লিষ্ট মন্ত্রিগোষ্ঠীর বৈঠকের পর এ কথা জানান তেল মন্ত্রী জয়পাল রেড্ডি। এ ক্ষেত্রে প্রতিটি শেয়ারের ন্যূনতম মূল্য ধার্য করা হয়েছে ২৯০ টাকা। এই শেয়ার বিক্রির মাধ্যমে প্রায় ১২ থেকে ১৩ হাজার কোটি টাকা রাজকোষে ঢুকবে বলে আশা করছে কেন্দ্র।

বাড়ল সেনসেক্স
টানা চার দিনে প্রায় ১,০০০ পয়েন্ট পড়ার পর মঙ্গলবার এক লাফে সেনসেক্স উঠল ২৮৫.৩৭ পয়েন্ট। পড়তি বাজারে শেয়ার কেনাই এর কারণ বলে দাবি বিশেষজ্ঞদের। এই দিন বিদেশি লগ্নিকারী সংস্থাগুলিকেও ক্রেতার ভূমিকায় দেখা গিয়েছে। বাজার বন্ধের সময় সূচক দাঁড়ায় ১৭,৭৩১.১২ অঙ্কে।

নতুন পরিষেবা
মোবাইলের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে টাকা মেটানোর সুবিধা আনল এইচ ডি এফ সি ব্যাঙ্ক। এ জন্য তারা চুক্তি করেছে মোবাইল পেমেন্ট সংস্থা মোভিডার সঙ্গে। এর মাধ্যমে বিল মেটানো, প্রিপেড সংযোগে টাকা ভরানো বা টিকিট কাটা যাবে। এই প্রথম কোনও ভারতীয় ব্যাঙ্ক মোভিডার সঙ্গে মিলে এই পরিষেবা দেবে। এ দিকে, রাজ্যে এক মাসে ১৫টি নতুন শাখা খুলল এইচডিএফসি ব্যাঙ্ক।

চিকিৎসায় কৃতিত্ব
জটিল টিউমার চিকিৎসায় সাফল্য দাবি করলেন উডল্যান্ডস মিউনিসিপ্যালিটি হাসপাতাল কর্তৃপক্ষ। তাঁদের দাবি, সেখানে ১০০ বছর বয়স্ক এক মহিলার স্তনে ম্যালিগন্যান্ট টিউমার অস্ত্রোপচার করা হয়েছে। তিনি বয়সের কারণে বহু দিন অস্ত্রোপচার করাননি। শেষে অস্ত্রোপচার হয় অঙ্কোলজিস্ট সুভাশিস সরকারের তত্ত্বাবধানে। চিকিৎসকদের দাবি, তিনি এখন সম্পূর্ণ সুস্থ।

ভারতে শাখা
ভারতে প্রথম শাখা খুলল ন্যাশনাল অস্ট্রেলিয়া ব্যাঙ্ক। মুম্বইয়ে এর মাধ্যমে ব্যাঙ্কিং পরিষেবার পাশাপাশি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে শিক্ষা, বিদ্যুৎ, কৃষি ইত্যাদি ক্ষেত্রে লগ্নির জন্য ঋণও দেবে তারা।

নতুন নিয়োগ
• সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় ও সুবীর চক্রবর্তী যথাক্রমে বাটা মজদুর ইউনিয়নের সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ২০১২-১৩ সালের জন্য নির্বাচিত হলেন তাঁরা।
• রাজন জৈন জেরক্স ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর নিযুক্ত হয়েছেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.