টুকরো খবর
দুই অভিযুক্তের ভারতে বিচারের শর্তে নারাজ ইতালি
দুই ভারতীয় মৎস্যজীবী হত্যার ঘটনাটিকে ‘দুর্ভাগ্যজনক’ আখ্যা দিলেন ইতালির বিদেশমন্ত্রী গুইলিও তেরজি দি সান্ত আগাতা। তবে মৎস্যজীবী হত্যাকাণ্ডে দুই অভিযুক্তের ভারতেই বিচারের শর্ত মানতে নারাজ ইতালি, এ কথা মঙ্গলবার বিদেশমন্ত্রী এস এম কৃষ্ণের সঙ্গে বৈঠকে স্পষ্ট ভাবে জানিয়ে দেন তিনি। নিহতদের পরিবারের প্রতি গোটা ইতালির সমবেদনা জানানোর পাশাপাশি দুই দেশের সরকারের এই মতানৈক্য ‘বন্ধুত্বপূর্ণ আচরণ, বোঝাপড়া এবং পারস্পরিক সহযোগিতা’র মাধ্যমে মিটিয়ে ফেলা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি, এ দিন নিহত মৎস্যজীবীদের পরিবারকে ক্ষতিপূরণের দাবি নিয়ে আদালতের বাইরে মীমাংসা করার পরামর্শ দিল কেরল হাইকোর্ট।

বধূনিগ্রহে শাস্তি ৩ প্রবাসী ভারতীয়ের
স্ত্রীকে যৌন হেনস্থা এবং শারীরিক নির্যাতন করার অভিযোগে তাঁর স্বামী, বিশাল জাগোটা নামে এক প্রবাসী ভারতীয়কে কারাদণ্ড দিল নিউ ইয়র্কের এক আদালত। একই অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন ওই যুবতীর শাশুড়ি এবং ননদ। সরকারি আইনজীবী জানিয়েছেন, ২৫ বছরের ওই নির্যাতিতা যুবতী আদতে ভারতীয়। পাঁচ বছর আগে বিশালের সঙ্গে বিয়ের পর মার্কিন যুক্তরাষ্ট্রে আসেন তিনি। তার পর থেকেই স্বামী, শাশুড়ি, এবং ননদ তাঁর উপর অকথ্য নির্যাতন শুরু করেন। এমনকী, তাঁকে দিয়ে জোর করে ঘরের সমস্ত কাজ করানো হত বলেও জানা গিয়েছে। নিউ ইয়র্কের আদালত ওই যুবতীর শাশুড়ি পরভিন জাগোটা এবং ননদ রজনী জাগোটাকে সাত বছর এবং স্বামীকে এক বছরের কারাদণ্ড দিয়েছে।

পাকিস্তানে ১৮ বাসযাত্রী নিহত
বাস থেকে নামিয়ে সারিবদ্ধ ভাবে দাঁড় করিয়ে ১৮ যাত্রীকে গুলি করে হত্যা করল অজ্ঞাতপরিচয় আততায়ীরা। এখান থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে খাইবার-পাখতুনখোয়া প্রদেশের কোহিস্তান জেলার হারবান গ্রামের কাছে এই ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানা গিয়েছে। এই হত্যাকাণ্ডের দায়িত্ব এখনও কোনও গোষ্ঠী স্বীকার করেনি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.