দুই শিশু দেশে ফিরতে পারে কাকার সঙ্গে |
নরওয়ের প্রবাসী দম্পতির সন্তান অভিজ্ঞান ও ঐশ্বর্যাকে তাদের কাকা অরুণাভাসের হাতে তুলে দেওয়া হবে বলে আজ বিবৃতি দিয়ে জানাল নরওয়ের শিশু কল্যাণ বিভাগ (সিডব্লিউএস)। এ বিষয়ে আজ এক প্রেস বিবৃতিতে সিডব্লিউএস জানায়, “অরুণাভাসের সঙ্গে সব কথাবার্তা হয়ে গিয়েছে। এবং সিডব্লিউএস মনে করে শিশুদের তাদের কাকার হাতে তুলে দেওয়া উচিত। তিনি ওদের ভারতে ফিরিয়ে নিয়ে যেতে পারেন।”
শিশুদের ফিরিয়ে দেওয়ার বিষয়টি এখন স্ট্যাভেঞ্জার জেলা আদালতে বিচারাধীন। শিশুদের ফেরানোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আদালতই। যার পরবর্তী শুনানি ২৩ মার্চ। ওই দিন সিডব্লিউএস তাদের আজকের এই অবস্থানের কথা আদালতে জানাবে। নীতিগত ভাবে শিশু দু’টিকে অরুণাভাসের হাতে তুলে দিতে আগেই রাজি হয়েছিল সিডব্লিউএস। তবে ভারতের কূটনৈতিক চাপের মুখেই আজ তারা বিবৃতি দিয়ে এ কথা জানাল বলে মনে করা হচ্ছে।
নয়াদিল্লিতে ধর্নায় বসা অভিজ্ঞান-ঐশ্বর্যার পরিবার অবশ্য ২৩ মার্চের শুনানি পর্যন্ত অপেক্ষা করতে নারাজ। তাদের বক্তব্য, ৮ মার্চ ভিসার মেয়াদ ফুরোনোর পরই দেশে ফিরিয়ে দেওয়া হোক শিশুদু’টিকে। এ বিষয়ে আলোচনা করতে আজ বিদেশমন্ত্রী এস এম কৃষ্ণর সঙ্গে দেখা করেন তাঁরা। সঙ্গে ছিলেন সিপিএম নেত্রী বৃন্দা কারাটও। বৈঠকের পর অভিজ্ঞান-ঐশ্বর্যার দাদু মনোতোষ চক্রবর্তী সাংবাদিকদের জানান, কৃষ্ণর সঙ্গে কথা বলে তাঁরা সন্তুষ্ট। |