টুকরো খবর
বিদ্যুৎহীন থাকল এসএনসিইউ বিভাগ
সদ্যোজাত অসুস্থ শিশুদের চিকিৎসার জন্য রামপুরহাট মহকুমা হাসপাতালে চালু হওয়া এসএনসিইউ বিভাগ পৌনে এক ঘণ্টা বিদ্যুৎহীন থাকল। রবিবার সকালের ঘটনা। এ জন্য ওই বিভাগে ভর্তি থাকা অসুস্থ শিশুদের চিকিৎসা পরিষেবা ব্যাহত হয় বলে অভিযোগ। তবে হাসপাতালের সুপার সুদীপ্ত মণ্ডলের দাবি, “শিশুদের অসুবিধা হয়নি। লোডশেডিংয়ের জন্য পাইপ লাইনে অক্সিজেন সরবরাহ বন্ধ থাকায় সিলিন্ডার নিয়ে গিয়ে শিশুদের অক্সিজেন দেওয়া হয়।” হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এ দিন ওই বিভাগে সাতটি শিশু ভর্তি ছিল। তার মধ্যে চার জনের অক্সিজেন চলছিল। সকাল প্রায় সাড়ে দশটা নাগাদ হাসপাতালে লোডশেডিং হয়। এসএনসিইউ বিভাগের জন্য ভাড়া করা জেনারেটর চালাতে গিয়ে কর্মীরা দেখেন, যান্ত্রিক গোলযোগের জন্য তা চালানো যায়নি। কর্মীরা হাসপাতালের অন্য ওয়ার্ড থেকে সিলিন্ডার নিয়ে এসে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করেন। হাসপাতাল সুপার জানান, শীঘ্রই ওই বিভাগের জন্য একটি জেনারেটর কেনা হবে। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক আশিসকুমার মল্লিক বলেন, “ওই বিভাগের জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ প্রয়োজন। তবে, এ দিন কিছু ক্ষণ বিদ্যুৎ সংযোগ না থাকায় ওঅ বিভাগের কোনও শিশুর অবস্থার অবনতি হয়নি।”

ওষুধের কাঁচা মাল কারখানা অসমে
ওষুধের কাঁচা মাল তৈরির কারখানা হচ্ছে অসমে। রাজ্য সরকার ও কলকাতার হাইজিয়া বায়োজেনিক্সের উদ্যোগে এটি তৈরি হবে। পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে প্রথম বারের জন্য ‘অ্যাকটিভ ফার্মা ইনগ্রিডিয়্যান্টস প্ল্যান্ট’ তৈরি হতে চলেছে বলে রাজ্য সরকারি সূত্রের দাবি। সাধারণ ভাবে এ ক্ষেত্রে দক্ষিণ ও পশ্চিম ভারতেরই আধিপত্য রয়েছে। অসমে কারখানা তৈরি হলে উত্তর-পূর্বের ওষধি গাছগুলি থেকে কাঁচা মাল সংগ্রহ করা যাবে। হাইজিয়া ও অসম সরকার যৌথ ভাবে একটি মেডিক্যাল কলেজও গড়বে।

ডায়মন্ড হারবারে বিশেষ শিশু ইউনিট
সদ্যোজাত অসুস্থ শিশুদের জন্য বিশেষ একটি ইউনিট (সিক নিওনেটাল কেয়ার ইউনিট) চালু হল দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতালে। রবিবার দুপুরে এই ইউনিটের উদ্বোধন করেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শিখা অধিকারী। তিনি বলেন, “১৫ শয্যা-বিশিষ্ট এই ইউনিটে অসুস্থ শিশুদের বিশেষ ভাবে রাখার এবং চিকিৎসার ব্যবস্থা থাকছে।” এর জন্য অতিরিক্ত চিকিৎসক ও নার্সও নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

হাসপাতালের জন্য জমি দান
স্বামীর স্মৃতির উদ্দেশ্যে হাসপাতাল তৈরির জন্য আড়াই কাঠা জমি দান করলেন শিবানীময়ী ঘোষ নামে এক মহিলা। নদিয়ার ধানতলার আড়ংঘাটা পূর্ব পাড়ার বাসিন্দা তিনি। শিবানী দেবী বলেন, “বিয়ের পর থেকেই স্বামীকে দেখেছি মানুষের সেবা করতে। আজ তিনি নেই। আমিও এমন কিছু করে যেতে চাই যাতে মানুষ উপকৃত হবেন।”

চিকিৎসা শিবির
একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কুলটি শাখার উদ্যোগে বিনা খরচে ৫৩ জন দুঃস্থ ও পেনশন প্রাপকদের চিকিৎসা করানো হল রবিবার।

রিমসে আগুন
আগুন লাগল রাঁচির রাজেন্দ্র ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সসেসে। আজ সকালে ওই হাসপাতালের একতলায় যক্ষ্মা বর্হিবিভাগের পাশের একটি ঘর থেকে গল গল করে ধোঁয়া বার হতে থাকে। হাসপাতালে আগুন লাগার খবর মুহূর্তে ছড়িয়ে পড়ে। রোগীদের পাশাপাশি আতঙ্কে ছোটাছোটি শুরু করে দেন হাসপাতালের কর্মীরাও। চারটি ইঞ্জিন দমকলের কর্মীরা ঘণ্টা দুয়েক লড়াই করে আগুন আয়ত্তে আনেন। আগুনে হতাহতের ঘটনা নেই। হাসপাতাল সুপার এস কে চৌধুরী জানান, আগুন লেগেছিল টিবি ওপিডি-র পাশের ঘরে। ওই ঘরে হাসপাতাল সাফাইয়ের যাবতীয় সরঞ্জাম ছিল। তিনি জানান, শর্ট সার্কিট থেকে আগুন লাগে।

স্বাস্থ্যশিবির
একটি সংগঠনের উদ্যোগে রবিবার ওন্দার পুনিশোলের একটি স্কুলে স্বাস্থ্যশিবির হয়েছে। উদ্যোক্তাদের তরফে আনোয়ার আলি খান জানান, প্রায় ৫০০ জন মানুষ এই শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করান।

চক্ষু শিবির
রবিবার রঘুনাথপুরের চোরপাহাড়ি গ্রামে চক্ষু শিবির হয়েছে। স্থানীয় অরুনোদয় সঙ্ঘ ও পাড়ার স্বামী লোকেশ্বরানন্দ আই ফাউন্ডেশন এই শিবিরের আয়োজন করে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.