টুকরো খবর
ডব্লিউবিসিএস সংগঠনের ভোটেও জয়ী ‘পরিবর্তন’
রাজ্যের ডব্লিউবিসিএস অফিসারদের (এগ্জিকিউটিভ) সংগঠনের নির্বাচনে বিপুল ভোটে জয়ী হল ‘পরিবর্তনপন্থী’ প্যানেল। রবিবারের নির্বাচনে পরিবর্তনপন্থী প্যানেল জিতেছে ৫৭১-১৯৮ ভোটে। সংগঠনের সভাপতি নির্বাচিত হয়েছেন মন্ত্রিসভা সচিবালয়ের যুগ্মসচিব দেবাশিস মাইতি এবং এবং সাধারণ সম্পাদক হয়েছেন স্বনিযুক্তি প্রকল্প দফতরের মন্ত্রীর পিএস সৌরভ চাকী। সংগঠন সূত্রের খবর, তাদের সমিতিতে কার্যত এই প্রথম নির্বাচন হল। বাম আমলে যাঁরা সমিতির মাথায় ছিলেন, তাঁরা তদানীন্তন মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ থাকায় দিনের পর দিন সংগঠনের শীর্ষ পদে থেকে গিয়েছিলেন বলে অভিযোগ। এ বার সর্বসম্মতিক্রমে কোনও প্যানেল বাছাই করা যায়নি বলেই ভোটাভুটি হয়। দু’পক্ষ মিলিয়ে প্রার্থী হন ১৩ জন মন্ত্রীর পিএস বা ব্যক্তিগত সহকারী। রাজ্যে সরকার পরিবর্তনের পরে ডব্লিউবিসিএস-দের এই সংগঠনের নির্বাচন ‘ওরা-আমরা’ বিভাজন তো বটেই, আরও কিছু প্রসঙ্গ নিয়ে জল্পনা শুরু হয়েছিল। যদিও দু’তরফেই সাফ জানিয়ে দেওয়া হয়েছিল, এর মধ্যে কোনও রাজনীতি নেই। তা সত্ত্বেও জল্পনা তুঙ্গে ওঠে রাজ্য প্রশাসন একটি প্যানেলের সাধারণ সম্পাদক-পদের প্রার্থীকে সম্প্রতি ‘কম্পালসারি ওয়েটিং’-এ পাঠিয়ে দেওয়ায়। সেই প্রার্থী এবং তাঁদের প্যানেল অবশ্য আজকের নির্বাচনে মাত্র ১৯৮টি ভোট পেয়ে পরাজিত হয়েছেন। জেতার পরে সৌরভ চাকী এ দিন বলেন, “আমাদের সংগঠনে এত দিনে গণতন্ত্র প্রতিষ্ঠিত হল। সংগঠনের অরাজনৈতিক চরিত্র ধরে রাখতে হবে। নিরপেক্ষ হতে গেলে এই সংগঠনকেও নিরপেক্ষ হতে হবে।”

যুব সংসদে সেরা শান্তময়ী
ছবি: সুজিত মাহাতো।
যুব সংসদ পরিচালনা প্রতিযোগিতায় প্রথম হয়েছে পুরুলিয়ার শান্তময়ী গার্লস হাইস্কুল। রাজ্যের স্কুলস্তরের ওই প্রতিযোগিতায় জেলাগুলি থেকে মোট ২০টি দল যোগ দেয়। সংসদীয় ব্যবস্থায় বিধানসভা পরিচালিত পদ্ধতি অনুযায়ী নকল বিধানসভা সাফল্যের সঙ্গে উপস্থাপিত করে দেখায় এই স্কুলের ১৫ জন ছাত্রী। পুরুলিয়ার অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) হৃষিকেশ মুদি জানান, গত বছর রাজ্যর মধ্যে দ্বিতীয় স্থান দখল করেছিল এই জেলার ঝালদা গার্লস হাই স্কুল। এ বার শান্তময়ী গার্লস রাজ্যের মধ্যে প্রথম হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.