|
|
|
|
পরিত্যক্ত বাড়িতে তালা দিলেন বাসিন্দারা |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
পুরসভার তৈরি অব্যবহৃত বাড়িতে অসামাজিক কার্যকলাপের অভিযোগ উঠছিল বেশ কয়েকদিন ধরেই। রবিবার এলাকার ক্ষুব্ধ বাসিন্দারা অব্যবহৃত বাড়িটিতে তালা দিয়ে দেন। সেই সঙ্গে পুরপ্রধানের কাছে বাড়িটিতে চিকিৎসালয় বা গ্রন্থাগার করার দাবিও জানিয়েছেন তাঁরা। রবিবার মেদিনীপুর শহরের ২৩ নম্বর ওয়ার্ডের বিধাননগর এলাকার ঘটনা। পুরপ্রধান প্রণব বসু অবশ্য বলেন, “স্থানীয় কাউন্সিলর কোনও উন্নয়নমূলক কাজের জন্য বাড়িটি তৈরি করেছিলেন। ওই বাড়ি অন্য কোনও কাজের জন্য দেওয়া যায় কি না তা খতিয়ে দেখা হবে।” |
 |
পুরসভা সূত্রে জানা গিয়েছে, ওয়ার্ডে একটি দাতব্য চিকিৎসালয় খোলার জন্য ওই বাড়িটি তৈরি করেছিলেন ২৩ নম্বর ওয়ার্ডের সিপিএম কাউন্সিলর প্রফুল্ল শাসমল। কয়েকমাস আগেই তিনি প্রয়াত হয়েছেন। বাড়িটির দরজা খোলাই থাকত। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এর ফলে প্রতিদিন সন্ধে হলেই বেশ কয়েকজন যুবক ওই ঘরে গিয়ে হাজির হত। মাদক সেবন, জুয়া খেলা-সহ নানা ধরনের অসামাজিক কাজ হত। এ দিকে বাড়িটির সামনেই রয়েছে একটি প্রাথমিক স্কুল। অনেক সময় স্কুলের সামনেও মদের বোতল পড়ে থাকত বলে অভিযোগ বাসিন্দাদের। শনিবার সন্ধের পর বাড়িটিতে ফের কয়েক জন যুবক জড়ো হলে স্থানীয় বাসিন্দাদের একাংশ প্রতিবাদ করেন। তাতে যুবকেরা ভয়ে পালিয়ে যায়। রবিবার সকালে তৃণমূল নেত্রী মৌ রায়ের নেতৃত্বে পাড়ার অনেকেই ওই বাড়ির সামনে হাজির হন। তালাবন্ধ করে দেওয়া হয় বাড়িটি। বিষয়টি পুলিশ ও পুরপ্রধানকে জানানো হয়েছে। মৌ রায় বলেন, “পুরসভা অনুমতি দিলে ওই বাড়িতে আমরা দাতব্য চিকিৎসালয় বা গ্রন্থাগার করতে পারি। পুরসভার কাছে সেই আবেদন জানিয়েছি। অনুমতি পাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে।” তিনি জানান, তালা ভেঙে ফের বাড়িটি যাতে অসামাজিক কাজের আখড়া না হয় সে জন্য নজরদারি চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। |
|
|
 |
|
|