টুকরো খবর
অবৈধ পোস্তচাষ রুখতে অভিযান
অবৈধ পোস্তচাষ রুখতে রামপুরহাট থানার তারাচুঁয়া এলাকায় অভিযান চালাল জেলা পুলিশ-প্রশাসন। রবিবার ওই এলাকায় যান রামপুরহাট থানার আইসি, এসডিপিও, ভারপ্রাপ্ত মহকুমাশাসক। মহকুমাশাসক মহম্মদ ইব্রাহিম বলেন, “খবর ছিল ওই এলাকায় বেশ কিছু জমিতে পোস্ত চাষ হয়েছে। এলাকায় গিয়ে দেখি, সামান্য জমিতে চাষ হয়েছিল। কিন্তু পরিচর্যার অভাবে সেখানে ভাল চাষ হয়নি।” রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক অভদেশ পাঠক জানান, জিজ্ঞাসাবাদের জন্য শালবাদরা-মাহাপাড়া এলাকার এক বাসিন্দাকে নিয়ে আসা হয়েছে। গাছগুলি নষ্ট করার পাশাপাশি আবগারি দফতরে খবর দেওয়া হয়েছে। আবগারি দফতরের রামপুরহাট শাখার সাব ইনস্পেক্টর গৌরকুমার হেমব্রম বলেন, “খবর পেয়ে এলাকায় আচমকা অভিযান চালানো হয়েছিল। কিন্তু কোনও কিছু পাওয়া যায়নি।” সংশ্লিষ্ট মাসড়া পঞ্চায়েতের প্রধান সিপিএমের মঙ্গল বাস্কি বলেন, “পঞ্চায়েতের সেনবাঁধা এলাকায় কয়েক জন চাষ করার জন্য চেষ্টা করছিলেন। আমাদের বাধায় ওখানে পোস্ত চাষ হয়নি। তবে তারাচুঁয়া মৌজায় লুকিয়ে চাষ করার কথা জানা ছিল না।”

সিউড়িতে আদিবাসীকে ‘গণধর্ষণ’
এ বার পুরুষ সহকর্মীর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে এক আদিবাসী মহিলাকে গণধর্ষণ করার অভিযোগ উঠল সিউড়িতে। রবিবার রাত সওয়া ৯টা নাগাদ সিউড়ি-বোলপুর রাস্তার সলখানা মোড়ে ঘটনাটি ঘটে। অভিযোগ পেয়ে বীরভূমের ডিএসপি (ডি অ্যান্ড টি) প্রশান্তকুমার চৌধুরী ওই মহিলাকে নিয়ে রাতেই তদন্তে যান ঘটনাস্থলে। জেলার পুলিশ সুপার হৃষিকেশ মিনা বলেন, “তদন্ত শুরু হয়েছে। কেউ গ্রেফতার বা আটক হয়নি।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিউড়ি থানা এলাকার বাসিন্দা ওই মহিলা রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করেন। সিউড়ি শহরে কাজ সেরে রবিবার রাতে এক সহকর্মীর সঙ্গে তিনি বাড়ি ফিরছিলেন। ওই মহিলার অভিযোগ, সলখানা মোড়ে তিন সশস্ত্র দুষ্কৃতী তাঁদের পথ আটকায়। তাঁদের কাছে থাকা টাকা, মোবাইল, সোনার গয়না কেড়ে নেয়। এর পরে সহকর্মীর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ওই মহিলাকে পাশের ঝোপে তুলে নিয়ে পরপর ধর্ষণ করে তিন দুষ্কৃতী বলে অভিযোগ। পরে দুষ্কৃতীরা পালালে ওই মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে যান তাঁর সহকর্মী।

বই বিতরণ
এলাকার দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের বই বিতরণ করল রামপুরহাট থানার শালবাদরা স্টোন ও মাইন ক্রাশার ওনার অ্যাসোসিয়েশন। শনিবার মাসড়া হাইস্কুল ও শালবাদরা হাইস্কুলের মোট ২০০ জন পড়ুয়াকে বই দেওয়া হয়। উপস্থিত ছিলেন জেলা আদিবাসী গাঁওতার আহ্বায়ক সুনীল সোরেন, জেলা সম্পাদক রবীন সোরেন। তাঁরা শালবাদরা পাথর ব্যবসায়ী মালিক সমিতির এই উদ্যোগককে সাধুবাদ জানিয়েছেন। মালিক সমিতির পক্ষে মৈনুদ্দিন হোসেন, শেখ সিরাজ জানান, মাসড়া ও শালবাদরা হাইস্কুলের পড়ুয়াদের মধ্যে অনেকে দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রী আছে। তাদের মধ্যে বেশিরভাগ আদিবাসী সম্প্রদায়ের। তাদেরকে চিহ্নিত করে বই, খাতা দেওয়া হয়েছে।

যুবক আটক
পরীক্ষার্থীদের টুকলি দেওয়ার চেষ্টা করার অভিযোগে পরীক্ষাকেন্দ্র থেকে চার জনকে আটক করল পুলিশ। শনিবার রামপুরহাটের হাজি মৌলা বক্স হাই মাদ্রাসা বোর্ডের ইংরেজি পরীক্ষা চলাকালীন এই ঘটনা ঘটে। পরে পুলিশ ওই চার যুবককে ছেড়ে দেয়। স্কুলের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া বলেন, “কয়েকজন বহিরাগত পরীক্ষার্থীদের সাহায্য করার জন্য স্কুলের ছাদে ওঠার চেষ্টা করছিল। পুলিশকে খবর দেওয়া হয়।”

ভস্মীভূত বাড়ি
ভস্মীভূত হয়ে গেল দু’টি বসতবাড়ি ও দু’টি গোয়ালঘর। শনিবার দুপুরে নলহাটি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে পাহাড়ি গ্রামে একটি বসতবাড়ি ও একটি গোয়ালঘর পুড়ে যায়। রবিবার সকালে ১৫ নম্বর ওয়ার্ডে একটি বসতবাড়ি ও একটি গোয়ালঘরে আগুন লাগে।

দুর্ঘটনায় জখম ৫
ট্রাকের ধাক্কায় জখম হলেন পাঁচ জন অটো যাত্রী। রবিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে রানিগঞ্জ-মোড়গ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে, রামপুরহাট থানার মনসুবা মোড়ের কাছে। ঘটনাস্থলে পৌঁছে দমকলকর্মীরা আহত যাত্রীদের রামপুরহাট মহকুমা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তারাপীঠ থেকে রামপুরহাটের দিকে যাচ্ছিল ওই অটো। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি ট্রাক অটোতে ধাক্কা মারে।

গার্ডওয়ালের দাবি
রাস্তার দুই দিকে দু’টি পুকুর। কিন্তু শিবগ্রাম-ষাটপলশা সড়কের ময়ূরেশ্বরের গিধিলা গ্রামের কাছে পুকুর দু’টির পাশে গার্ডওয়াল নেই। এর ফলে রাস্তা খয়ে গিয়ে সঙ্কীর্ণ হয়ে পড়েছে। শুধু তাই নয়, দু’টি গাড়ি পাশাপাশি গেলে দুর্ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসীর আশঙ্কা। ময়ূরেশ্বর ২ ব্লকের বিডিও বাবুলাল মাহাতো বলেন, “বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে গার্ডওয়াল নির্মাণের ব্যাপারে জেলা পূর্ত (সড়ক) দফতরের দৃষ্টি আকর্ষণ করা হবে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.