টুকরো খবর
উত্তরবঙ্গে মৃদু ভূকম্প, মাধ্যমিক পরীক্ষায় বিঘ্ন
শনিবার দুপুরে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে উত্তরবঙ্গের তিন জেলায়। জলপাইগুড়ি জেলার দক্ষিণে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা এর উৎসস্থল। কেন্দ্রীয় আবহাওয়া দফতরের সিকিমের আধিকারিক গোপীনাথ রাহা বলেন, “রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৮। দুপুর ২-১৬ মিনিটে ওই কম্পন মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হয়।” কোচবিহার জেলার একটি কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষায় বিঘ্ন ঘটে। এ দিন পুরনো পাঠ্যক্রমের পরীক্ষা ছিল। মাথাভাঙা বালিকা উচ্চবিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রের দোতলা ক্লাসঘর থেকে পরীক্ষার্থীরা হুড়মুড় করে নীচে নেমে আসে। দু’জন ছাত্রী মাটিতে পড়ে গিয়ে সামান্য জখম হয়। তারা ফের পরীক্ষা দিতে পেরেছে বলে স্কুল সূত্রে জানা গিয়েছে। আতঙ্ক ছড়িয়ে পড়ায় কিছুক্ষণের জন্য পরীক্ষা বন্ধ হয়ে যায়। বিষয়টি পর্ষদকে জানানো হয়। ভূমিকম্পের আতঙ্কে কিছুক্ষণ পরীক্ষা বন্ধ থাকায় পর্ষদের অনুমতি নিয়ে পরে পরীক্ষার্থীদের অতিরিক্ত ১৫ মিনিট সময় দেওয়া হয়। পরীক্ষার্থীদের আতঙ্ক কাটাতে দোতলার পরিবর্তে একতলার একটি হলঘরে পরীক্ষার ব্যবস্থা করা হয়। পর্ষদের যুগ্ম অধিকর্তা দেবাশিস দত্ত জানান, “ভূমিকম্পের কারণে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। সামান্য সময় পরীক্ষা বন্ধ থাকায় অতিরিক্ত সময় দেওয়া হয়।” মূলত জলপাইগুড়ি, কোচবিহার এবং শিলিগুড়ি সমতল এলাকার বাসিন্দারা এই কম্পন টের পান। বড় মাপের ক্ষয়ক্ষতি না-হলেও ভূমিকম্পে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন বাসিন্দারা। গত বছরের ১৮ সেপ্টেম্বর উত্তরবঙ্গ ও সিকিমের বড় ভূমিকম্পের স্মৃতি মানুষের মন থেকে এখনও মোছেনি।

মারধরের অভিযোগ
টিএমসিপি সদস্যা এক ছাত্রীকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্র পরিষদের ৩ সমর্থকের বিরুদ্ধে। শনিবার দুপুরে ঘটনাটি ঘটে বাগডোগরা কলেজে। ওই ছাত্রী বাণিজ্য বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী। সম্প্রতি টিএমসিপির পক্ষ থেকে ছাত্র সংসদ নির্বাচনে জিতে সাংস্কৃতিক সম্পাদকের দায়িত্বে নিয়েছেন তিনি। ওই ছাত্রী, বরখার অভিযোগ, এ দিন তিনি কলেজের মাঠে বসেছিলেন। সে সময় ছাত্র পরিষদের সদস্য তিন বহিরাগত তাঁকে কটূক্তি করেন। প্রতিবাদ করলে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। কলেজ থেকে বেরনোর পরে রাস্তাতেও তাঁকে গালি দেওয়া হয় বলে অভিযোগ। তিনি বলেন, “আমাকে একজন চড় মেরেছে। ধাক্কা দিয়েছে। বিষয়টি নিয়ে বাগডোগরা থানায় অভিযোগ জানিয়েছি।” ছাত্র পরিষদ অভিযোগ অস্বীকার করেছে। শিলিগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার অমিত জাভালগি বলেন, “অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত হচ্ছে।” ছাত্র পরিষদের দার্জিলিং জেলা সভাপতি অমিত তালুকদার বলেন, “আমাদের কোনও সদস্য ঘটনার সঙ্গে জড়িত নন। টিএমসিপি মিথ্যা অভিযোগ করছে।” টিএমসিপির দার্জিলিং জেলা সভাপতি নির্ণয় রায় বলেন, “ছাত্র সংসদ নির্বাচনে হারার পর থেকে ছাত্র পরিষদ আমাদের কর্মীদের উপর আক্রমণ করছে। এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে। পরিকল্পিত ভাবে ওই ছাত্রীকে মারধর করা হয়।”

ধর্মঘটের সমর্থনে কেন্দ্রীয় সমাবেশ
আগামী ২৮ ফেব্রুয়ারি শ্রমিক সংগঠনগুলির ডাকা দেশব্যাপী ধমর্ঘটের সমর্থনে শিলিগুড়িতে একটি কেন্দ্রীয় সমাবেশ করবে শ্রমিক সংগঠনগুলি। আগামী ২৭ জানুয়ারি বিকালে বাঘাযতীন পার্কে ওই সমাবেশ হবে। শনিবার শিলিগুড়িতে সিপিএম, সিপিআই, সিপিআই (এমএল) লিবারেশনের নেতারা একযোগে সাংবাদিক সম্মেলন করে ওই ঘোষণা করেছেন। তাঁরা জানিয়েছেন, সারা দেশে ৪৫২টি শ্রমিক সংগঠন এই বন্ধে অংশগ্রহণ করছে। একমাত্র রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন এর বিরোধিতা করছে। এতে অযথা উত্তেজনা বাড়িতে তোলা হচ্ছে। বন্ধে পাশাপাশি সমাবেশে আইএনটিইউসি, আরএসপি এবং ফরওয়ার্ড ব্লকের কর্মী, সমর্থকেরা অংশ নেবেন। তবে রাস্তায় নেমে বন্ধের প্রচার না করলেও বিরোধিতা করা হবে না ঘোষণা করেছে ডুয়ার্সের আদিবাসী বিকাশ পরিষদ। পরিষদের রাজ্য সভাপতি বীরসা তিরকে বলেন, “আমরা বনধ সফল করতে পথে নামব না। তেমনি সমর্থকদের চা বাগানে নির্দিষ্টদিনে কাজ করতেও বলব না।” ধর্মঘটকে পরিষদ একরম নৈতিক সমর্থন করলেও গোর্খা জনমুক্তি মোর্চা অবশ্য রাজ্য সরকারের পাশেই দাঁড়াচ্ছে। মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি বলেন, “চা বাগান-সহ পাহাড়ের সকল শ্রমিকরাই ওইদিন কাজে যোগ দেবেন। আমরা বন্ধে পক্ষে নই।”

বিরোধিতায় গ্রেটার
গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ) এর আওতায় তরাই এবং ডুয়ার্সের অন্তর্ভুক্তির বিরোধিতায় সরব হল দ্য গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন (জিসিপিএ)। শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের ডাকে বৈঠকে যোগ দিতে সংগঠনের সভাপতি শিবাজি সরকার-সহ নেতারা দিল্লি গিয়েছেন। শিবাজিবাবু জানান, কোচবিহার রাজ্যকে দুই টুকরো করে অসম এবং পশ্চিমবঙ্গের সঙ্গে অনৈতিকভাবে জোড়া হয়। আমাদের দাবি কোচবিহার রাজ্য গঠন। সেইসময় অধিকাংশ উত্তরবঙ্গ এ রাজ্যের আওতায় ছিল। মেচ, রাভা, বোরো, রাজবংশী সকলেই ভূমিপুত্র। গোর্খা জনজাতির কিছু লোকজন থাকলেই জিটিএতে তরাই-ডুয়ার্স যেতে পারে না। আমরা দিল্লিতে বিষয়টি জানাব। এদিন সরকার তথা মুখ্যমন্ত্রীর কড়া সমালোচনা করেন জিসিপিএ-র নেতারা। শিবাজিবাবু বলেন, “রাজ্যে বিভিন্ন মনীষীদের জন্ম আর মৃত্যুদিন পালন করছেন মুখ্যমন্ত্রী। খুবই ভাল কথা। কিন্তু চিলা রায়, ঠাকুর পঞ্চানন বর্মা বা ভাওইয়া সম্রাট আব্বাসউদ্দিনের জন্য একটি মালাও জুটছে না। এটা দুর্ভাগ্যজনক।”

মহিলা কামরার দাবি
দার্জিলিং মেলে হলদিবাড়ি থেকে সংযুক্ত করা মহিলা কামরা তুলে দেওয়ায় ক্ষোভ দেখা দিয়েছে। রেল সূত্রের খবর, প্রতিদিন হলদিবাড়ি থেকে তিনটি কামরা দার্জিলিং মেলের সঙ্গে জোড়া হয়। এরমধ্যে একটি মহিলা কামরা। মহিলারা দ্বিতীয় শ্রেণীর টিকিট কেটে শিয়ালদহ পর্যন্ত যেতে পারতেন। বহু ছাত্রী হলদিবাড়ি থেকে সরাসরি কলকাতায় যেতে পারতেন। এটিই দাজির্লিং মেলে একমাত্র মহিলাদের কামরা ছিল। ৪ মাস আগে কামরাটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়। চলতি সপ্তাহে একটি শীততাপ নিয়ন্ত্রিত কামরা দেওয়ার পর মহিলাদের কামরাটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। অবিলম্বে ওই কামরাটি ফের চালুর দাবি জানিয়েছে ফরওয়ার্ড ব্লক, কংগ্রেসের মহিলা শাখা সংগঠনের নেত্রীরা। উত্তরপূর্ব সীমান্ত রেলের এনজেপি’র এরিয়া ম্যানেজার পার্থ শীল অবশ্য বলেন, “মহিলাদের জন্য সংরক্ষিত কামরাটিতে পর্যাপ্ত যাত্রী না হওয়ার কারণে সেটি বন্ধ করা হয়েছে। এলাকার বাসিন্দাদের দাবি খতিয়ে দেখা হবে।”

ধর্ষণের নালিশ মালদহে
মালদহের বাসিন্দা এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে প্রতিবেশী এক গৃহবধূকে ফুঁসলে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত পুলিশ কর্মীর বাড়ি মালদহ শহরের ইংরেজবাজার থানার চন্দন পার্কে। তাঁর বাড়ির পিছনেই থাকেন অভিযোগকারিণী ওই মহিলা। তাঁর স্বামী বিএসএনএলের অস্থায়ী কর্মী। ওই মহিলার অভিযোগ, “দুই দফায় ভয় দেখিয়ে ওই পুলিশ কর্মী ধর্ষণ করেন। গত বছরের নভেম্বর মাসে ইংরেজবাজার থানায় ডাকযোগে অভিযোগ জানাই। পুলিশ কোনও ব্যবস্থা না নেওয়ায় গত ৩ ডিসেম্বর আদালতের দ্বারস্থ হই। আদালতের নির্দেশে পুলিশ মামলা করলেও অভিযুক্তকে এখনও গ্রেফতার করেনি।” জেলা পুলিশ সুপার জয়ন্ত পাল বলেন, “মামলা দায়ের করা হয়েছে। তদন্ত চলছে।” বর্তমানে অভিযুক্ত পুলিশ কর্মী কৃষ্ণকমল দাস বাঁকুড়ার সিমলিপাল থানায় কর্মরত। টেলিফোনে তিনি বলেন, “মিথ্যা অভিযোগ করে আমাকে ফাঁসানো হয়েছে।” অভিযুক্ত পুলিশ কর্মীর বাবা অবসরপ্রাপ্ত হোমগার্ড নারায়ণ দাস বলেন, “ওই মহিলার সঙ্গে পারিবারিক সম্পর্ক রয়েছে। আমরা ওই মহিলার বিয়ে দিয়েছি। ছেলে নতুন চাকরি পেয়েছে। ওঁর থেকে টাকা আদায় করতে মিথ্যা মামলা করা হয়েছে।”

ধৃত ৭ আধিকারিক
কোচবিহারের কলাবাগানে গোলমালের অভিযোগে ৩ সরকারি আধিকারিক-সহ ৭জনকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে। শনিবার ধৃতেরা জামিন পান। কোচবিহারের পুলিশ সুপার প্রণব দাস জানান, ধৃত রাজীব তরফদার কোচবিহার-১ ব্লকের এবং প্রভাত মির্ধা জলপাইগুড়ি সদরের পঞ্চায়েত দফতরে ডেভলপমেন্ট অফিসার পদে কর্মরত। সুশান্ত বর্মন পাবলিক সার্ভিস কমিশনের অফিসার। বাকিরা ওই তিন অফিসারের বন্ধু। রাতে সাতজন নেশাগ্রস্ত কলাবাগান এলাকায় গোলমাল করছিলেন বলে অভিযোগ। কোচবিহারের জেলাশাসক মোহন গাঁধী বলেন, “বিষয়টি দেখা হচ্ছে।”

অধ্যক্ষ ঘেরাও
কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ তুলে আন্দোলনে নামল ছাত্র পরিষদ। শনিবার দুপুরে ঘটনাটি ঘটে রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজে। প্রায় একঘন্টা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। স্মারকলিপিও জমা দেওয়া হয়। পরে কলেজ কর্তৃপক্ষের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। ভারপ্রাপ্ত অধ্যক্ষ শত্রুঘ্ন সিংহ বলেন, “পড়ুয়াদের অভিযোগ ও দাবি খতিয়ে দেখে কলেজ কর্তৃপক্ষ উপযুক্ত ব্যবস্থা নিচ্ছেন। ছাত্র পরিষদ নেতাদের আচরণে অপমানিত বোধ করেছি।” ছাত্র পরিষদ নেতা নব্যেন্দু ঘোষ বলেন, “ভারপ্রাপ্ত অধ্যক্ষ কলেজ পরিচালনা করতে ব্যর্থ হয়েছেন। তাই আমাদের বিরুদ্ধে তিনি মিথ্যা অভিযোগ তুলছেন। আমরা পড়ুয়াদের নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতেই আন্দোলন করেছি।”

আগুন থেকে রক্ষা
স্থানীয় বাসিন্দা ও দফতরের কর্মীদের তৎপরতায় বড় অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল বালুরঘাটের মাহিনগর এলাকার বিদ্যুতের ১৩২ কেভি সাব স্টেশন। শুক্রবার বেলা ১১ টা নাগাদ বিদ্যুৎ সরবরাহের একটি কাঠের খুঁটিতে আগুন লাগে। আগুনের ফুলকি নিচে পড়ে আগাছা ও শুকনো পাতায় ধরে যায়। স্টেশনের লোকজন ও বাসিন্দারা আগুন প্রায় নিভিয়ে ফেলে। দমকল গিয়ে আগুন পুরোপুরি আয়ত্বে আনে।

হামলার অভিযোগ
বাঁধের রাস্তায় বিয়ের গাড়ি আটকে পড়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল তপন থানার বজ্রাপুকুরের পূর্বপাড়ায়। শুক্রবার রাত দেড়টা নাগাদ ঘটনাটি ঘটে। একটি বিয়ের গাড়ি বজ্রাপুকুরের উত্তরপাড়ায় যাচ্ছিল। পূর্বপাড়ার বাঁধে গাড়ির চাকা আটকে গেলে উত্তেজনা তৈরি হয়। পরিকল্পনা করে গাড়ি যাতায়াতের পথে বাধার সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ তোলে উত্তরপাড়ার বাসিন্দারা। একাংশ বাসিন্দা পূর্বপাড়ায় সশস্ত্র হামলা করে বাড়ি ভাঙচূর করে বলে অভিযোগ। আরএসপির অভিযোগ, হামলার ঘটনায় তৃণমূল সমর্থকরা জড়িত। তৃণমূলের দাবি, আরএসপির অভিযোগ মিথ্যে। পুলিশ জানায়, দুই এলাকার বাসিন্দাদের মধ্যে গণ্ডগোল হয়েছে। হামলা ও ভাঙচুরের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পথ অবরোধ
এক শিক্ষকের বদলির নির্দেশ প্রত্যাহারের দাবিতে শনিবার মানিকচক রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল মালদহ পলিটেকনিক কলেজের ছাত্রছাত্রীরা। প্রায় দু’ঘণ্টা অবরোধের পর আলোচনার আশ্বাস পেয়ে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন। ওই দাবিতে গত শুক্রবার থেকে ক্লাশ বয়কট শুরু করেছে কলেজের ছাত্রছাত্রীরা। অধ্যক্ষ দীপঙ্কর চক্রবর্তী বলেন, “ছাত্রছাত্রীদের ক্ষোভের কথা উচ্চ পর্যায়ে জানিয়েছি।”

স্মারকলিপি পেশ
আইনশৃঙ্খলার অবনতি হওয়ার অভিযোগে রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজিকে স্মারকলিপি দিলেন বামফ্রন্টের ১৭ কাউন্সিলর। শনিবার তাঁরা আইজি’র অফিসে যান। তাঁদের অভিযোগ, ১০ জানুয়ারি ভক্তিনগর থেকে শিলিগুড়ির ব্যবসায়ী বিজয় কিল্লা নিখোঁজ হন। এখনও তাঁর খোঁজ মেলেনি। এ ছাড়াও শহর ও সংলগ্ন এলাকায় ডাকাতি ও চুরির ঘটনাও ঘটছে বলে অভিযোগ। বিষয়গুলি নিয়ে আইজিকে ব্যবস্থা নেওয়ার আর্জি জানান তাঁরা।

পর্যটন নিয়ে বৈঠক
আজ, রবিবার দার্জিলিঙে আসছেন পর্যটন বিষয়ক সংসদীয় কমিটির সদস্যরা। প্রশাসনিক সূত্রের খবর, এদিন দিল্লি থেকে সকাল ৯টায় কমিটির সদস্যরা বাগডোগরা বিমানবন্দরে আসবেন। তার পরে তাঁরা সোজা দার্জিলিঙে যাবেন। সেখানে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। দার্জিলিং পাহাড়-সহ এই অঞ্চলের পর্যটনের অবস্থা, বিভিন্ন পর্যটন প্রকল্পটি সম্পর্কে তাঁরা খোঁজখবর নেবেন। ওই কমিটির চেয়ারম্যান সিপিএমের রাজ্যসভার সাংসদ সীতারাম ইয়েচুরি।

স্মারকলিপি
দলের কর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদ জানাল চাকুলিয়ার কংগ্রেস নেতা কর্মীরা। শনিবার চাকুলিয়া থানায় স্মারকলিপি দেওয়া হয়। কংগ্রেসের অভিযোগ, সম্প্রতি চাকুলিয়ার ফরওয়ার্ড ব্লক বিধায়ক আলি ইমরান রমজের গাড়িতে হামলা হয়। এতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে। কংগ্রেসের চাকুলিয়া অঞ্চল সভাপতি মহম্মদ মুস্তাফা বলেন, “মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে আন্দোলনে নামব।” ইসলামপুরের মহকুমা পুলিশ আধিকারিক নীলকান্ত সুধীর কুমার বলেন, “ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।”

অধ্যক্ষ ঘেরাও
কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ তুলে আন্দোলনে নামল ছাত্র পরিষদ। শনিবার দুপুরে ঘটনাটি ঘটে রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজে। প্রায় একঘন্টা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। স্মারকলিপিও জমা দেওয়া হয়। পরে কলেজ কর্তৃপক্ষের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.