টুকরো খবর
স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর
চিকিৎসায় গাফিলতিতে এক শিশু মৃত্যুর অভিযোগে ভাঙচুর চালানো হল পুরুলিয়ার বান্দোয়ান ব্লক স্বাস্থ্যকেন্দ্রে। শনিবার সন্ধ্যার ঘটনা। বান্দোয়ানের চিলা গ্রামের ডায়েরিয়ায় আক্রান্ত একটি এক বছরের ছেলেকে এ দিন দুপুরে ভর্তি করা হয়। বিকেলে সেখানেই তার মৃত্যু হয়। বিনা চিকিৎসায় তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলে শিশুটির পরিবার ও পড়শিরা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর চালান বলে অভিযোগ। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। বান্দোয়ানের ব্লক স্বাস্থ্য আধিকারিক অবিনাশ বেসরার অভিযোগ, “সঙ্কটজনক অবস্থায় শিশুটিকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়েছিল। সাধ্যমতো চিকিৎসা করা হয়। তার পরিজনেরা ইট-পাটকেল ছুঁড়ে স্বাস্থ্যকেন্দ্রের জানলার কাচ ও দরজা ভাঙচুর করে।” শিশুটির বাবা নির্মল দে থানায় চিকিৎসায় গাফিলতির অভিযোগ দায়ের করেন।

হাসপাতাল পরিদর্শন
চিকিৎসকদের সময়মতো বহির্বিভাগে উপস্থিত হওয়ার ব্যাপারে রায়গঞ্জ হাসপাতাল কর্তৃপক্ষকে সতর্ক করলেন উত্তর দিনাজপুরের ভারপ্রাপ্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক গৌরাঙ্গ জানা। শনিবার সকালে বহির্বিভাগে সওয়া ১০টা পর্যন্ত অপেক্ষা করেও অস্থি, শল্য, স্ত্রীরোগ ও চোখ বিভাগে চিকিৎসকদের দেখা পাননি। গৌরাঙ্গবাবু বলেন, “চিকিৎসকেরা যাতে সরকারি নির্দেশমতো আউটডোরে হাজির হন ও হাজিরা খাতায় সই করেন সেই ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে।” ভারপ্রাপ্ত সুপার সোমনাথ চট্যোপাধ্যায় জানান “এদিন ওই চিকিৎসকরা কেন দেরি করে বহির্বিভাগে হাজির হয়েছিলেন তাও খতিয়ে দেখা হচ্ছে।”

পোলিওর তালিকা থেকে বাদ ভারত
পোলিওর উৎস বলে চিহ্নিত দেশগুলির তালিকা থেকে বাদ পড়ল ভারতে নাম। এক বছরেরও বেশি ভারতের একটি শিশুও পোলিওয় আক্রান্ত না হওয়ায় এই সিদ্ধান্ত নিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। আজ পোলিও সংক্রান্ত সম্মেলনে এ কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী গুলাম নবি আজাদ। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহও। এখন তালিকায় পরে রইল ৩টি নাম। পাকিস্তান, নাইজিরিয়া ও আফগানিস্তান। হু-র ভারতীয় প্রতিনিধি নাতেলা মেনাবদে জানান, আগামী দু’বছর একটি শিশুও পোলিও আক্রান্ত না হলে পোলিও-মুক্ত দেশের সম্মান হাসিল করবে ভারত।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.