পরীক্ষায় জালিয়াতি, ধৃত
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
রাজ্য পুলিশের কনষ্টেবল নিয়োগের পরীক্ষায় নাম ভাঁড়িয়ে অন্যকে দিয়ে লিখিত পরীক্ষা দেওয়ানোর অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। শনিবার মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার পুলিশ ওই যুবককে গ্রেফতার করে। ধৃত যুবকের নাম তপন ঘোষ। বাড়ি সুতি থানার আহিরণ ঘোষপাড়ায়। শনিবার জঙ্গিপুর মহকুমা আদালতে তাকে হাজির করা হয়। বিচারক তাকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। পুলিশ জানিয়েছে, ধৃত তপন ঘোষ রাজ্য পুলিশের কনষ্টেবল পদে নিয়োগের জন্য আবেদন করেন। গত ১৮ ডিসেম্বর জঙ্গিপুর হাইস্কুলে লিখিত পরীক্ষায় তপনবাবু নিজে হাজির ছিলেন না। তাঁর হয়ে পরীক্ষায় বসেছিলেন পাশের গ্রামের এক যুবক। সেই যুবক পরীক্ষাও দেন। জালিয়াতি সম্পর্কে আহিরণ গ্রামেরই এক যুবক পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন। রাজ্য পুলিশের নিয়োগ পর্ষদ তদন্ত শুরু করে। দেখা যায়, আবেদনপত্রের হাতের লেখার সঙ্গে উত্তরপত্রের হাতের লেখার কোন মিলই নেই। এরপরেই পুলিশ সুপারের নির্দেশে রঘুনাথগঞ্জ থানায় আবেদনকারী হিসাবে তপন ঘোষের বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার জন্য এফআইআর করে পুলিশ। শনিবার ভোরে আহিরণের বাড়ি থেকে গ্রেফতার করা হয় তাঁকে। ধৃত তপন ঘোষের নাম ভাঁড়িয়ে যিনি পরীক্ষা দেন তাঁকেও চিহ্নিত করেছে পুলিশ। তাঁর বাড়ি সুতি থানার বাঙাবাড়ি গ্রামে। |
কংগ্রেস কর্মী খুন মুর্শিদাবাদে
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
দিনে দুপুরে দাদার সামনে ভাইকে খুন করে পালিয়ে গেল দুষ্কৃতীরা। শনিবার মুর্শিদাবাদের বড়ঞা থানার শ্রীরামপুর গ্রামের ঘটনা। মৃতের নাম সানোয়ার শেখ (৪৭)। তাঁর দাদা হানিফ শেখ বলেন, “দুপুর তিনটে নাগাদ আমি ও ভাই সাইকেলে কুরুননুরুন গ্রামে রেশনের জিনিস আনতে যাচ্ছিলাম। মাঠের মধ্যে তিন জন ঘিরে ধরে ভাইকে প্রথমে বোমা মারে। মাটিতে পড়ে গেলে ভাইয়ের পেটে গুলি চালায়। তার পরে ধারাল অস্ত্র দিয়ে ভাইকে কোপায়। খুনিদের চিনতে পেরেছি। কিন্তু তাদের নাম পুলিশকে জানালে আমাকেও খুন করবে বলে তারা শাসিয়েছে।”
সানোয়ার কংগ্রেস কর্মী বলে পরিচিত। বছর দুয়েক আগে স্থানীয় চৈতপুর গ্রামে সিপিএম কর্মী হামিদ শেখ খুন হন। হামিদ খুনের ঘটনায় সানোয়ার অভিযুক্ত ।হানিফের অভিযোগ, “ভাইকে যারা খুন করল তারা সবাই হামিদের নিকট আত্মীয়।” মুর্শিদাবাদের পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “প্রাথমিক তদন্তে অনুমান, হামিদ শেখ খুনের বদলা নিতেই সানোয়ারকে খুন করা হয়েছে। এ দিনের খুনের ঘটনায় জড়িত তিন জনকে চিহ্নিত করা গিয়েছে। তাদের খোঁজ করা হচ্ছে।” কংগ্রেসের বড়ঞা ব্লক সভাপতি কৃষ্ণেন্দু রায়ের অভিযোগ, “সানোয়ার আমাদের দলের ভাল সংগঠক ছিলেন। কংগ্রেসকে দুর্বল করতে সিপিএমের দুষ্কৃতীরা সানোয়ারকে পরিকল্পিত ভাবে খুন করল।” সিপিএমের বড়ঞা জোনাল কমিটির সম্পাদক আনন্দ ঘোষের দাবি, “ওই খুনের ঘটনার সঙ্গে রাজনীতির এবং সিপিএমের কোনও সর্ম্পক নেই। মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে।” |
শ্লীলতাহানি নিয়ে গোলমাল স্কুলে
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
এক ছাত্রীর শ্লীলতাহানিতে অভিযুক্ত প্রধান শিক্ষককে স্কুলে ঢুকতে দিলেন না গ্রামবাসীরা। শনিবার মুর্শিদাবাদের বড়ঞা থানার মালিয়ান্দি জুনিয়র হাইস্কুলের ঘটনা। অভিযুক্ত ওই প্রধান শিক্ষককে লক্ষ্য করে পুলিশের সামনেই বাসিন্দারা ইট-পাটকেল ছোড়েন। ইটের আঘাতে প্রধান শিক্ষিক ও এক গ্রামবাসী সামান্য চোট পান। স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। কান্দির এসডিপিও অনমিত্র দাস বলেন, “গত মঙ্গলবার স্কুলের মধ্যেই প্রধান শিক্ষক অষ্টম শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। শুক্রবার কান্দি আদালতে তিনি জামিন পান। শনিবার ওই প্রধান শিক্ষক স্কুলে গেলে বাসিন্দারা তাঁকে স্কুলে ঢুকতে দেয়নি।” |