এক ঝলকে...
পৃথিবী
কাবুল ক্যানবেরা বার্লিন লন্ডন ওয়াশিংটন
• আফগানিস্তানে কোরান-কাণ্ডের জের চলছে এখনও। কাবুলের উত্তরে নেটো-র তাঁবুতে বহুসংখ্যক কোরান পুড়িয়ে ফেলার অভিঘাতে গোটা দেশ জুড়ে প্রবল বিক্ষোভ, প্রতিশোধের হুমকি। হুমকি ও মিছিল পাকিস্তানের নানা শহরে। (ছবিতে কাবুলে মার্কিন পতাকা পোড়ানোর উৎসব)। এমনকী মালয়েশিয়া, বাংলাদেশের মতো দূর দেশেও। কাবুলের প্রতিবাদ আন্দোলন এমন হিংসাত্মক হয়ে ওঠে যে গুলিচালনা হয়, ছয় জন নিহত হন। নেটো-কর্তারা ও মার্কিন সরকার উভয়েই ক্ষমা চেয়েছে, জানিয়েছে এই কাণ্ডের যথাযোগ্য তদন্ত তাঁরা করবেন।

• জার্মানির নতুন প্রেসিডেন্ট হতে চলেছেন পূর্ব জার্মানির মানবাধিকার আন্দোলনের অন্যতম নেতা জোয়াচিম গক, জাানালেন চ্যান্সেলার অ্যাঞ্জেলা মার্কেল। প্রাক্তন প্রেসিডেন্ট ক্রিশ্চিয়ান উলফ্ পদত্যাগ করেছেন তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায়।

• সোমালিয়ার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক বৈঠক বসল লন্ডনে। ইউরোপ ও আমেরিকার সঙ্গে যোগ দিল আফ্রিকান ইউনিয়নের দেশগুলিও। সন্ত্রাস, জলদস্যু হানা ও রাজনৈতিক অস্থিরতার দ্রুত সমাধান চাইছেন নেতারা।

• মার্কিন প্রেসিডেন্ট গান গাইলেন। হোয়াইট হাউসেই ব্লু’জ-এর আসরে প্রবাদপ্রতিম গায়ক মিক জ্যাগার এবং ব্লু’জ গায়ক বি বি কিং তাঁকে আহ্বান জানাতে প্রেসিডেন্ট গেয়ে উঠলেন ‘সুইট হোম শিকাগো’। শিকাগো যে সত্যিই তাঁর ‘সুইট হোম’, অন্তত ‘সেকেন্ড হোম’!

• আবারও পিছু হটতে হল তাঁকে। অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী কেভিন রাড পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড-এর সঙ্গে মনান্তরের ফলে। ২০১০-এ এই গিলার্ডই তৎকালীন প্রধানমন্ত্রী রাডকে সরিয়ে নিজে ক্ষমতায় আসেন। সুতরাং গিলার্ড-এর কাছে রাড-এর এটা দুই নম্বর পরাজয়। তবে লেবার পার্টির নেতৃত্ব নিয়ে ভোটাভুটি সোমবার, সে দিন নেতৃত্বের জন্য সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি ও গিলার্ড।
দামাস্কাস ও টিউনিস
সিরিয়ায় রাষ্ট্রীয় দমনের প্রাবল্যে প্রাণ হারালেন দুই পশ্চিমী সাংবাদিক। এক জন মার্কিন রিপোর্টার মারি কলভিন, অন্য জন ফরাসি চিত্রসাংবাদিক রেমি অচলিক। তাঁরা যেখানে থাকতেন সেই বাড়িটিতে বোমা-বর্ষণের ফলে মৃত্যু ঘটেছে তাঁদের। ঘটনাটি ইচ্ছাকৃত কি না, সে প্রশ্নও উঠছে। ফ্রান্স, ব্রিটেন ও আমেরিকায় তীব্র প্রতিক্রিয়া, ফরাসি প্রেসিডেন্ট সারকোজি বলেছেন, ‘দ্যাট’স এনাফ, দ্য রেজিম মাস্ট গো।’ প্রেসিডেন্ট আব্বাসকে আবারও চরম ভাষায় সরে যাওয়ার বার্তা জানানো হল টিউনিস-এর আন্তর্জাতিক বৈঠক থেকে। সেখানে আমেরিকা, ইউরোপীয় দেশগুলির সঙ্গে মিলিত হয়েছিল বহু আরব দেশও। সিরিয়ার সরকারি টিভি চ্যানেল বলছে, যাঁরা বৈঠকে বসেছিলেন, তাঁরা সব ‘হিস্টরিক এনিমিজ অব দি আরবস।’
নিউ ইয়র্ক
নিউ ইয়র্ক পুলিস ডিপার্টমেন্ট নেওয়ার্ক, নিউ জার্সি অঞ্চলের একটি জনগোষ্ঠীর ওপর নিয়মিত নজর রেখে চলেছে। হ্যাঁ, মুসলিমদের ওপর। বিশেষত মুসলিম তরুণ-সমাজের উপর। তাঁদের বিস্তারিত খোঁজ রাখা হচ্ছে। ঘটনাটি প্রকাশ্যে এল ইয়েল আর কলম্বিয়া ইউনিভার্সিটির প্রশাসনের দৌলতে। তাঁদের ক্যাম্পাসে মুসলিম ছাত্রদের ওপর পুলিশের নজরদারির প্রতিবাদ করেন এই দুই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্তারা (ছবিতে ইয়েল বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট রিচার্ড লেভিন), কোনও মতেই এই অগণতান্ত্রিক কাজ তারা মানতে নারাজ। পুলিশ বলে, ক্যাম্পাসে উগ্র মৌলবাদের প্রসার রুখতেই এই ব্যবস্থা। সে যুক্তি ধোপে টেকেনি। নেওয়ার্কের মেয়র বলেছেন, ঘটনাটি লজ্জাকর। তদন্ত হবে।
তেহরান ও ভিয়েনা
আরও একটি ব্যর্থতা। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি অ্যাসোসিয়েশন-এর তরফে হারম্যান নাকার্টস (ছবি) গেলেন ইরানে, তাদের পরমাণু-গবেষণাকেন্দ্র দেখার প্রস্তাব নিয়ে। যাওয়ার আগে আশাময় বার্তা দিয়ে গেলেন যে এ বার ইরানের সঙ্গে একটা অর্থপূর্ণ আলোচনায় আসা সম্ভব হবে। কিন্তু আশাই সার। তেহরানের কর্তারা মোটেই নাকার্টসকে অনুমতি দিলেন না পরমাণুকেন্দ্র পরিদর্শনের। সর্বময় ধর্মীয় নেতা খামেনেই জানিয়ে দিলেন, পরমাণু শক্তি উৎপাদনের প্রশ্ন ইরানের সার্বভৌমতার প্রশ্ন, আন্তর্জাতিক তদারকি গ্রাহ্য করা হবে না। বিফলমনোরথ হয়ে ভিয়েনায় ফিরে এলেন নাকার্টস। ওয়াশিংটনও হতাশ এই সংবাদে।
প্যারিস
ফ্রান্সে অনেক দিন ধরেই সরকারি কাজে ‘মাদমোয়াজেল’ বিসর্জনের দাবি উঠে আসছে। সম্বোধনটি কুমারী মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য। বিবাহিতদের বলা হয় মাদাম। সমস্ত সরকারি নথিতে এই বিভাজন বাধ্যতামূলক ছিল। কিন্তু ছেলেদের যদি বৈবাহিক অবস্থার কথা ঘোষণা না করতে হয়, তবে মেয়েদেরই বা করতে হবে কেন? সরকার দাবিটি মেনে নিল। প্রধানমন্ত্রী ফ্রাসোয়াঁ ফিলঁ জানালেন, সবাই ‘মাদাম’ হলেন।
শেষ পাত
খুচরো পয়সা নেই। রোমানিয়ায়। কিন্তু তাতে অসুবিধে কোথায়? পয়সা তো নেহাতই একটা প্রতীকী বস্তু। প্রতীকটাকে পাল্টে নিলেই কেল্লা ফতে। তাই রোমানিয়ায় দোকানে কেনাকাটার পর অল্প কিছু টাকা ফেরত পাওয়ার থাকলে সেটা আর দেওয়া হয় না। বদলে, সমান দামের চুইংগাম হাতে ধরিয়ে দেওয়া হয়। তার মানে, সে দেশে চুইংগাম এখন মুদ্রার সমান। কিন্তু, তা বলে তো টাঁকশালে চুইংগাম তৈরি হচ্ছে না। ইংল্যান্ডের সুপারমার্কেট থেকে চুইংগাম চুরির ধুম পড়ে গিয়েছে। চোরাই মাল রোমানিয়ায় গেলেই ছিল রুমাল, হয়ে গেল বেড়াল চুইংগাম মুহূর্তে টাকা হয়ে যাচ্ছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.