অল্প বয়সের বিয়ে রুখে প্রায় রোল মডেল হয়ে ওঠা পুরুলিয়ার ৫ কন্যার প্রত্যেককে ৫০০০ টাকার চেক দিয়ে পুরস্কৃত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে অসংগঠিত শ্রমিকদের এক সমাবেশের মঞ্চে। বীণা কালিন্দী, সুনীতা মাহাতো, মুক্তি মাঝি, আফসানা খাতুন ও সঙ্গীতা বাউড়ি নামে ওই ৫ কন্যাকে সম্প্রতি দিল্লিতে পুরস্কৃত করেন রাষ্ট্রপতি প্রতিভা পাটিলও। পুরুলিয়ায় শ্রম দফতরের কয়েকটি প্রশিক্ষণ কেন্দ্রের সঙ্গে এঁরা যুক্ত।
|
টাকা চেয়ে হুমকি-ফোন পেলেন এক ব্যবসায়ী। ভবানীপুর এলাকার একটি ডায়াগনস্টিক সেন্টারের মালিক বিজয় কেজরিওয়াল শুক্রবার রাতে পুলিশের কাছে অভিযোগ করেছেন যে, তাঁর কাছে টাকা চেয়ে একটি ফোন এসেছে। পুলিশ সূত্রের খবর, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই ব্যবসায়ী মাস কয়েক আগে এক ব্যক্তির কাছে কয়েক লক্ষ টাকা ধার করেছিলেন। মনে করা হচ্ছে, সেই টাকা ফেরত নেওয়ার জন্যই এই ধরনের হুমকি।
|
কড়েয়া থানা এলাকায় শুক্রবার রাতে বাড়ির দরজা ভেঙে নগদ টাকা-সহ কয়েক লক্ষ টাকার গয়না চুরি হয়েছে। পুলিশ জানায়, স্থানীয় নিজাম ওস্তাগর লেনের বাসিন্দা আখতার আলির পরিবার বাড়ি ফাঁকা রেখে ঘুরতে গিয়েছিলেন। রাতে ফিরে দেখেন দরজা ভাঙা। আখতার পুলিশকে জানিয়েছেন, প্রায় ১ লক্ষ ৭৫ হাজার টাকার গয়না চুরি গিয়েছে।
|
এক যুবকের দেহ উদ্ধার হল বাগবাজারের ধোনিয়া ঘাট থেকে, শনিবার বিকেলে। পুলিশ জানায়, মৃতের নাম অর্ণব বসু (২৫)। বাড়ি কোন্নগরের চড়কতলায়। হো চি মিন সরণির একটি নিরাপত্তা সংস্থার কর্মী অর্ণব ১২ ফেব্রুয়ারি অফিস থেকে সুভাষ সরোবরে পিকনিকে যান। দলে ছিলেন ৩২ জন। রাতে বন্ধুকে ফোনও করেন। তার পর তাঁর আর খোঁজ পাওয়া যায়নি। রাতেই উত্তরপাড়া থানায় যায় অর্ণবের পরিবার। এ দিন বিকেলে নর্থ পোর্ট থানা থেকে ফোন পেয়ে অর্ণবের দাদা ও বন্ধুরা মৃতদেহ শনাক্ত করেন। |