নয়া যৌথ উদ্যোগ সেসা স্টারলাইট |
সব ব্যবসা এক ছাদের তলায় আনছে বেদান্ত |
ভারত ও বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা সমস্ত ব্যবসা এক ছাদের তলায় নিয়ে আসার প্রস্তাব দিল বেদান্ত রিসোর্সেস। কার্যত যা দাঁড়াবে স্টারলাইট ইন্ডাস্ট্রিজ ও সেসা গোয়া-র মিলন।
নয়া যৌথ উদ্যোগ সংস্থার নাম হবে ‘সেসা স্টারলাইট’। ২,০০০ কোটি ডলার (প্রায় ৯০ হাজার কোটি টাকা)-এর এই যৌথ উদ্যোগ বিশ্বের প্রথম ৭টি খনি সংস্থার মধ্যে জায়গা করে নেবে। সংস্থায় বেদান্ত গোষ্ঠীর অংশীদারি হবে ৫৮.৩%। বেদান্তর হাতে থাকা কেয়ার্ন ইন্ডিয়ার ৩৮.৮% শেয়ারও সেসা গোয়াকে হস্তান্তর করা হবে। স্টারলাইট-সেসা গোয়ার শেয়ার বিনিময়ের হার ৫:৩।
বেদান্ত গোষ্ঠীর বিভিন্ন শাখার পারস্পরিক শেয়ার মালিকানা সংক্রান্ত জটিলতার সমাধান করতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে তারা। গোষ্ঠীর চেয়ারম্যান অনিল অগ্রবাল জানান, ২০১২-র শেষেই এই সংযুক্তি সম্পূর্ণ হবে। এটি কার্যকর হলে খনন ও তেল নিষ্কাশন খাতে খরচ বছরে ১,০০০ কোটি টাকা বাঁচবে বলেও আশা প্রকাশ করেন তিনি। বিষয়টি আপাতত শেয়ারহোল্ডার এবং নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষ।
প্রসঙ্গত, স্টারলাইট লোহা ছাড়া অন্যান্য ধাতু উৎপাদক। সেসা গোয়া আকরিক লোহা খনন সংস্থা। বেদান্ত অ্যালুমিনিয়াম, মাদ্রাজ অ্যালুমিনিয়াম সেসা স্টারলাইটে মিশে যাবে। আর সেসা স্টারলাইটের শাখা সংস্থা হিসেবে থাকবে কেয়ার্ন ইন্ডিয়া, হিন্দুস্তান জিঙ্ক, ভারত অ্যালুমিনিয়াম, স্করপিয়ন অ্যান্ড লিশেন, তলবন্দি সাবো পাওয়ার, ভ্যাল পাওয়ার, ম্যালকো পাওয়ার, ওয়েস্টার্ন ক্লাস্টার এবং অস্ট্রেলিয়ান কপার মাইনস। তবে আফ্রিকার তামা খনি সরাসরি বেদান্ত রিসোর্সেস-এর শাখা সংস্থা হিসেবে কাজ করবে। |
উত্তরসূরি নিয়ে ইঙ্গিত বাফে-র
সংবাদসংস্থা • নিউ ইয়র্ক |
উত্তরসূরি বাছাই হয়ে গিয়েছে, ইঙ্গিত কোটিপতি লগ্নিকারী ওয়ারেন বাফের। শনিবার শেয়ারহোল্ডারদের পাঠানো বার্ষিক চিঠিতে আশির কোঠায় পা দেওয়া বাফে জানান, তাঁর সংস্থা বার্কশায়ার হ্যাথাওয়ে উত্তরাধিকারী স্থির করেছে। তবে তাঁর নাম জানাননি তিনি। কিন্তু এই চিঠিতে সংস্থার বিমা বিভাগের প্রধান ভারতীয় বংশোদ্ভূত অজিত জৈনের প্রশংসায় মুখর বাফে। সংশ্লিষ্ট মহলের ধারণা, পরবর্তী কাণ্ডারী হতে পারেন জৈন, যিনি ১৯৮৫ থেকে ওই বিভাগের হাল ধরেছেন। তবে উঠে এসেছে আরও দু’জন পদস্থ ইনভেস্টমেন্ট ম্যানেজার টেড ওয়েশলার ও টড কম্বসের নাম। |