শনিবার এক দিনেই বর্ধমান জেলায় কৃষকদের ৪৮৩২টি কিষাণ ক্রেডিট কার্ড দেওয়া হয়েছে বলে জানাল রাজ্য সরকার। শনিবার রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র এবং পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এ কথা জানান। তাঁদের দাবি, রাজ্যে ইতিমধ্যেই ৫ লক্ষ কার্ড বিলি করা হয়েছে। এই কার্ডের সাহায্যে প্রথম দফায় ঋণ নিয়ে তা শোধ করলে কৃষকেরা দ্বিতীয় দফার যে ঋণ পাবেন, তার সুদ হবে আরও কম। সুব্রতবাবু বলেন, “কার্ডের সাহায্যে কৃষকেরা মহাজনদের থেকে বাঁচতে পারবেন। সরাসরি ঋণ পাবেন ব্যাঙ্ক থেকে।” অমিতবাবু জানান, ইউকো ব্যাঙ্কের সহায়তায় পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্ক থেকে পাওয়া যাবে এই ঋণ। হাওড়া, হুগলি, বর্ধমান এবং বীরভূমে মোট ২১৬টি শাখা খোলা হয়েছে। সারা রাজ্যে এমন আরও শাখা খোলা হবে।
|
একা বাড়িতে বৃদ্ধকে ভোজালি দিয়ে কুপিয়ে খুন করে পালাল দুষ্কৃতীরা। পুলিশ জানায়, মৃতের নাম দিলীপকুমার বসু (৮০)। তিনি আসানসোলের মহিলা থানার ওসি শম্পা বসুর বাবা। তিনি দুর্গাপুর সিটি সেন্টারের কাছে উদয়বীথিতে থাকতেন। পুলিশ সূত্রে খবর, শনিবার রাত ৮টা নাগাদ তাঁর ছোট মেয়ে সোনালিদেবী বাড়িতে এসে বাবাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। ডিএসপির হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে ‘মৃত’ ঘোষণা করেন। ঘটনাস্থলে এসেছিলেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনার অজয় নন্দ। পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে।
|
অঙ্কে ভুল করায় তৃতীয় শ্রেণির এক ছাত্রের মাথায় ডাস্টার ছুঁড়ে মারার অভিযোগ উঠল বর্ধমানের কেন্দ্রীয় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ২২ ফেব্রুয়ারি রবিশঙ্কর হরিজন নামে ওই বালকের ডান চোখের ভুরুতে আঘাত লাগে। তার বাবা উমাশঙ্কর হরিজন বর্ধমান থানায় শনিবার অভিযোগ করেন, আঘাতের জন্য তাঁর ছেলে ডানচোখে ভাল দেখতে পাচ্ছে না। প্রধান শিক্ষক আর কে ভারতী বলেন, “ওকে কেউ মারেনি। ছুটতে গিয়ে দেওয়ালে ধাক্কা লেগে ওর চোট লেগেছে।” পুলিশ জানিয়েছে ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। |