সংস্কৃতি যেখানে যেমন
স্মরণানুষ্ঠান
প্রবাদপ্রতিম উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী ওস্তাদ আমির খাঁ-র জন্মশতবর্ষ উপলক্ষে দু’দিন জুড়ে বিশেষ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন হল বোলপুরে। আকাশবাণী কলকাতা ও শান্তিনিকেতন এই অনুষ্ঠানের উদ্যোক্তা ছিল। বৃহস্পতিবার বোলপুরের গীতাঞ্জলি মঞ্চে শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করেন পণ্ডিত অজয় চক্রবর্তী ও আরশাদ আলি খান। অনুষ্ঠানে সরোদ পরিবেশন করেন পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার। শুক্রবার লঘু ও লোকসঙ্গীতের অনুষ্ঠানে লোকগীতি পরিবেশন করেন শিল্পী ভক্তদাস বাউল এবং কার্তিক দাস বাউল। রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন শিল্পী শিখা বসু, সুনীতা বিশ্বাস ও প্রিয়ম মুখোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায়, বিশ্বভারতীর উপাচার্য সুশান্ত দত্তগুপ্ত, আকাশবাণীর মহানির্দেশক লীলাধর মাণ্ডলোই প্রমুখ।

সঙ্গীত কর্মশালা
শাস্ত্রীয় সঙ্গীতের এক কর্মশালা বৃহস্পতিবার হয়ে গেল বোলপুরের শান্তিদেব সভাকক্ষে। শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি ভীতি কাটানো এবং অল্প সময়ের মধ্যে শাস্ত্রীয় সঙ্গীত রপ্ত করানোর উদ্দেশ্যে হুগলি উত্তরপাড়ার ‘নবধারায় শাস্ত্রীয় সঙ্গীত শিক্ষানিকেতন’ এই কর্মশালার আয়োজন করে। অনুষ্ঠানে কর্ণধার কিরণকুমার মিত্র প্রণীত প্রাথমিক ও উচ্চাঙ্গ সঙ্গীত শিক্ষা পদ্ধতির অভিনব উপস্থাপনা করে খুদে শিক্ষার্থীরা। উপস্থিত ছিলেন কিরণময় মিত্র, দিব্যেন্দু পাত্র, বিশ্বভারতীর শাস্ত্রীয় সঙ্গীত শিক্ষিকা ছায়া মণ্ডল-সহ স্থানীয় ছাত্র-ছাত্রীরা।

নাট্যমেলা
আবার শুরু হচ্ছে শান্তিনিকেতনের নাট্যমেলা। স্থানীয় ‘একপথে’ গোষ্ঠীর উদ্যোগে শান্তিনিকেতনের সীমান্তপল্লীতে আজ শনিবার শুরু হচ্ছে দু’দিনের ওই নাট্যমেলা। বছর তিনেক বন্ধ ছিল। আয়োজকদের পক্ষে অরবিন্দ মুখোপাধ্যায় বলেন, “শান্তিনিকেতন, সিউড়ি ও বগুলার নাট্যদলগুলি যোগ দিয়েছে এই মেলায়। ‘আলো’, ‘লোমহর্ষণ’, ‘ফাল্গুনি’, ‘ভাঙাগড়া’, ‘অবাক জলপান’ ও ‘খ্যাতির বিড়ম্বনা’-- নাটকগুলি পরিবেশিত হবে।” মূলত সামাজিক ও মানবিক মূল্যবোধ গড়ে তোলা-সহ সাংস্কৃতিক বিকাশের লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়ে থাকে।

২৫-এ ‘অলঙ্কার’
সিউড়ির বিশিষ্ট সঙ্গীতশিল্পী শান্তব্রত নন্দনের পরিচালনায় ‘অলঙ্কার’ সঙ্গীত সংস্থা জেলার সঙ্গে-সঙ্গে রাজ্যের বিভিন্ন জায়গায় নিজের স্বাক্ষর রেখেছে। ওই সংস্থার ২৫ বছর পূর্তিতে কয়েকটি উচ্চমানের সঙ্গীত সম্মেলনের পরিকল্পনা করেছেন পণ্ডিত অজয় চক্রবর্তীর ছাত্র শান্তব্রত। গত ১৮ ফেব্রুয়ারি সিউড়ি ডিআরডিসি হলে ওই সংস্থার ৮২ জন ছাত্র-ছাত্রী রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, ভজন ও নানা উচ্চাঙ্গ সঙ্গীত পরিবেশন করেছে। শান্তব্রতর প্রথমদিকের গুরু নলহাটির উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী গৌর দাসের গান অনুষ্ঠানে আলাদা মাত্রা যোগ করে।

সংক্ষেপে
• সিউড়ি থেকে পরেশ দে চৌধুরী সম্পাদিত ‘বর্ণালী’ লিটল ম্যাগাজিন গত ১৯ বছর ধরে প্রকাশিত হচ্ছে। এ বার প্রকাশিত হল ‘রবীন্দ্র জন্মসার্ধশতবর্ষ’ সংখ্যা। এই উপলক্ষে গত ১৮ ফেব্রুয়ারি সিউড়ি বিবেকানন্দ গ্রন্থাগারের শ্রীশ্রী রামকৃষ্ণ সভাগৃহে অনুষ্ঠান।

• বীরভূম-মুর্শিদাবাদ সীমান্তে কলেশ্বর শিব মন্দিরে শিবরাত্রি উপলক্ষে মেলা বসে। হয় নানা অনুষ্ঠানও। নেতাজি সংস্কৃতি মঞ্চের উদ্যোগে এলাকার মঞ্চে ও কলেশ্বর মন্দির প্রাঙ্গণে ২০-২৪ ফেব্রুয়ারি লোকসংস্কৃতির মিলন মেলার ১৪ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠান হয়।

কালমৃগয়া নাটকের একটি দৃশ্য।
• রামপুরহাটের ‘নৃত্য মন্দির’ সংস্থার ২৮ বছর পূর্তিতে গত ১৮ ফেব্রুয়ারি স্থানীয় ‘রক্তকরবী মঞ্চে’ নাটক ও নৃত্যনাট্যের আয়োজন করা হয়। নাটক পরিবেশন করে সিউড়ির প্রাচীন ‘আনন’ গোষ্ঠী। অনুষ্ঠানে ‘কালমৃগয়া’ এবং ‘ম্যান অ্যান্ড ট্রি’ নৃত্যনাট্য পরিবেশিত হয়।

• সিউড়ির প্রাচীন নাট্যসংস্থা ‘এখনই’ গত ২২ ফেব্রুয়ারি বিবেকানন্দ গ্রন্থাগারের শ্রীশ্রী রামকৃষ্ণ সভাগৃহে রজ সাহার নির্দেশনায় মঞ্চস্থ করল মনোজ মিত্রের নাটক ‘ভগীরথের মূর্তি’।

• গত ১৮ ফেব্রুয়ারি গীতিআলেখ্য-সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হল সাঁইথিয়ার রবীন্দ্রভবনে। আয়োজক ‘অচলা সঙ্গীতায়তন’ ও ‘সুচারু সঙ্গীত পরিষদ’।

পুরুলিয়ায় বিবেক চেতনা রথ
• পাড়ার তপোবন শ্রীরামকৃষ্ণ আশ্রমের (নানৃতম) উদ্যোগে গত ১৮ ফেব্রুয়ারি জেলাশাসক অবনীন্দ্র সিংহের উপস্থিতিতে একটি ‘বিবেক চেতনা রথ’ পুরুলিয়া জেলা পরিক্রমা শুরু করে। আজ শনিবার পুরুলিয়া নিস্তারিণী মহিলা মহাবিদ্যালয়ে সেই যাত্রা শেষ হবে। উদ্যোক্তাদের পক্ষে স্বামী ভাস্করানন্দ জানিয়েছেন, স্বামী বিবেকানন্দের জন্মসার্ধ শতবর্ষ উপলক্ষে তাঁর আদর্শকে জেলার মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে এই ‘বিবেক চেতনা রথ’-এর আয়োজন করা হয়।

• স্বামী বিবেকানন্দের জন্ম সার্ধশত উপলক্ষে রাজ্য যুব কল্যাণ বিভাগের উদ্যোগে ও বড়জোড়া ‘আশার আলো’ প্রতিবন্ধী শিক্ষা প্রতিষ্ঠানের সহযোগিতায় গত সোম ও মঙ্গলবার বড়জোড়া কমিউনিটি হলে বিবেক মেলার আয়োজন করা হয়। উদ্বোধন করেন রামহরিপুর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী নিরন্তরানন্দ। বসেআঁকো, বিতর্ক সভা, ক্যুইজ প্রভৃতি প্রতিযোগিতা হয়। ইঁদপুর ব্লকের ‘বিবেক মেলা’ হল শালডিহা কলেজে। দু’দিন ব্যাপী এই মেলা শুরু হয়েছিল বৃহস্পতিবার। নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতার মধ্য দিয়ে এই মেলা শুক্রবার শেষ হয়।

বিষ্ণুপুরে অনন্ত স্মৃতি ব্যায়ামাগারের বার্ষিক অনুষ্ঠানের শোভাযাত্রা।
• ওন্দার সিস্টার নিবেদিতা মডেল স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুল পরিচালন সমিতির সভাপতি শিবশঙ্কর সরকার বলেন, “স্কুলের প্রায় ১৩০ জন ছাত্র-ছাত্রী সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেয়।”

পুরুলিয়ায় ভাষাদিবসের অনুষ্ঠান।
• ভাষাদিবস উপলক্ষে বাংলা ইঁদপুরের ‘প্রাচেতস’ গোষ্ঠী একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। বাংলা মাঠে এই অনুষ্ঠান হয়। উদ্যোক্তা গোষ্ঠীর সভাপতি শান্তনু পাত্র বলেন, “ভাষা-শহিদদের স্মরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করা হয়েছে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.