যান নিয়ন্ত্রণে টিএমসিপি কর্মীরা |
মাধ্যমিক পরীক্ষার্থীর দিনগুলিতে জেলার বিভিন্ন শহরের রাস্তায় যানজট নিয়ন্ত্রণে পথে নামলেন টিএমসিপি-র সদস্যেরা। শুক্রবার মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে বোলপুর শহরের স্টেশন মোড়, চিনা মোড়, লজ মোড়-সহ ব্যাস্ত এলাকাগুলিতে টিএমসিপি কর্মীদের রাস্তায় যান নিয়ন্ত্রণ করতে দেখা যায়। তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, “মাধ্যমিক পরীক্ষার্থী ও তাদের অভিভাবকেরা পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে যাতে সমস্যায় না পড়েন, সে জন্য আমাদের ছাত্র সংগঠনের সদস্যদের জেলার সর্বত্র রাস্তায় যান নিয়ন্ত্রণ করতে নিদের্শ দেওয়া হয়েছে।” টিএমসিপি-র বোলপুর শহরের সভাপতি চন্দন মণ্ডল বলেন, “মাধ্যমিক পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত বোলপুর শহরে পুলিশ কর্মীদের পাশাপাশি আমরা যান নিয়ন্ত্রণ করব।”
|
নাবালিকাকে ধর্ষণ করার দায়ে পড়শি এক যুবককে সাত বছর কারাদণ্ডের নির্দেশ দিল বোলপুর ফাস্ট ট্র্যাক আদালত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০০৫ সালের ১৪ এপ্রিল নানুরের বনগ্রামে ওই ঘটনা ঘটেছিল। ওই দিন নাবালিকা তার কাকার বাড়িতে রান্না করছিল। বেলা ১১টা নাগাদ পড়শি যুবক যাদব ঘোষ ওই ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। ঘটনাটি জানাজানি হওয়ায় যাদব প্রথমে ওই নাবালিকাকে বিয়ে করতে রাজি হয়। পরে সে বেঁকে বসে। এর পরে ওই বছর ৫ মে ওই নাবালিকার দাদা যাদবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সরকারি আইনজীবী উদয়কুমার গড়াই জানান, শুক্রবার যাদবকে দোষী সাব্যস্ত করে বিচারক সাত বছর সশ্রম কারাদণ্ড ও দু’হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও ছ’মাস কারাদণ্ডের নির্দেশ দেন। বাড়িতে অনধিকার প্রবেশের জন্য এক বছর সশ্রম কারাদণ্ড, ১ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাস কারাদণ্ড হয়। সব সাজা এক সঙ্গে চলবে। বিচারকের নির্দেশে ক্ষতিপূরণ হিসেবে ওই নাবালিকাকে জরিমানার ২ হাজার টাকা দেওয়া হবে।
|
ডাউন সাহেবগঞ্জ-বর্ধমান প্যাসেঞ্জার ট্রেনের একটি কামরার নীচ থেকে শুক্রবার সকালে ধোঁওয়া বেরতে দেখা যায়। এর ফলে আতঙ্কের সৃষ্টি হয় রামপুরহাট স্টেশনে। খবর পেয়ে স্টেশনে পোঁছয় দমকলের দু’টি ইঞ্জিন। দমকল সূত্রে জানা গিয়েছে, বর্ধমানগামী ওই ট্রেন রামপুরহাট স্টেশনে পৌঁছনোর আগে ব্রেকিং সিস্টেমে যান্ত্রিক ত্রুটির জন্য ধোঁওয়া সৃষ্টি হয়। রেলকর্মীরা সেই ত্রুটি মেরামত করে দেন। |
বিস্ফোরণে জখম ২
নিজস্ব সংবাদদাতা • পাড়ুই |
বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে জখম হলেন দু’জন। শনিবার বিকেলে বীরভূমের পাড়ুই থানার খিরুলি গ্রামের ঘটনা। একটি পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণ ঘটে। জখম হন সিউড়ি থানার কেন্দুয়া গ্রামের শেখ মহিবুল্লা ও ওই থানার অবিনাশপুরের শেখ শরিফ। হাত ও মুখে গুরুতর চোট লেগেছে। জেলা পুলিশ সুপার হৃষিকেশ মিনার দাবি, “তারা বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে জখম হন।” মিলেছে বোমার মশলা। |