|
|
|
|
|
|
|
ইসকুলে মুশকিল |
উত্তর দিচ্ছেন পুষ্পা মিশ্র |
|
আমি অঙ্ক করতে ভালবাসি। কিন্তু আমি যখন অঙ্ক করতে বসি, তখন আমার মা আমায় ইংরেজি পড়ান। কী করব?
সৌমিলি ঘোষ। পঞ্চম শ্রেণি, রায়গঞ্জ করোনেশান উচ্চ বিদ্যালয়
সৌমিলি, এমন হতে পারে কি যে তুমি অঙ্ক করতে ভালবাস বলে ইংরেজি একেবারে পড়ো না? তাই তোমার মা তোমায় ইংরেজি পড়ান? অঙ্ক ভালবাসা তো খুব ভাল ব্যাপার। খুব কম ছেলেমেয়েই অঙ্ক করতে ভালবাসে। কিন্তু তোমায় অঙ্ক আর ইংরেজি দুটোই শিখতে হবে। তাই দুটো বিষয় পড়ার জন্য যদি দুটো সময় নির্দিষ্ট করে নাও, তা হলে কেমন হয়?
|
|
আমি একটি ইংরেজি মাধ্যম স্কুলে পড়ি, বাংলা নেই। ফলে বাংলা ভুলে যাচ্ছি এবং বাংলা হাতের লেখাও খারাপ। কী করলে বাংলার প্রতি আকর্ষণ বাড়বে? আর একটি প্রশ্ন, ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না, এর জন্য কী করব?
ইন্দ্রাণী মণ্ডল। পঞ্চম শ্রেণি, কেন্দ্রীয় বিদ্যালয় বীরভূম, সিউড়ি
|
|
ইন্দ্রাণী, চর্চা না থাকলে যে কোনও ভাষাই মানুষ ভুলে যায়। বাংলায় দক্ষ হওয়ার জন্য তোমায় বাংলার চর্চা করতে হবে। স্কুলে যখন সেটা হয় না, তখন বাড়িতে চর্চা করো। ছোটদের জন্য লেখা বাংলা গল্পের বই পড়ো। বাংলায় আত্মীয়স্বজনকে চিঠি লেখো, বাংলায় ডায়েরি লেখো, তা হলে বাংলা হাতের লেখা ভাল হবে।
ঘুম থেকে উঠতে, বিশেষ করে শীতকালে কারওরই ভাল লাগে না। তবে এক বার যদি জোর করে উঠে পড়ো, আর একটু প্রাতর্ভ্রমণের জন্য বেরিয়ে যাও, তখন দেখবে খুব ভাল লাগছে। তখন রোজ ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে ইচ্ছে করবে।
|
সকালে আমার ঘুম থেকে উঠতে খুব দেরি হয়। বাবা-মা এর জন্য বকাবকি করেন। আমিও চেষ্টা করি তাড়াতাড়ি উঠতে, আমি যখন পড়তে বসি তখন বাবু হয়ে বসি। কখনও কখনও অন্যমনস্ক হয়ে হাত ও পায়ের নখ কেটে ফেলি। যথারীতি মা’র কাছ থেকে বকুনি খাই। কী করব?
সুতন্বী মোদক। চতুর্থ শ্রেণি, কমলা বালিকা বিদ্যালয় |
|
|
সুতন্বী, হাতের-পায়ের নখ কেটে ফেলা বা খেয়ে ফেলা অনেক বাচ্চার অভ্যেস। এখন তো একটু একটু শীত আছে। তুমি পায়ে মজা পরে পড়তে বসো, তা হলে আর নখ কাটতে পারবে না। মোজা কিন্তু খুলতে পারবে না। কয়েক দিন অস্বস্তি হবে ঠিকই, কিন্তু অভ্যেসটা চলে যাবে, আশা করি। |
|
খামে ভরো মুশকিল
পড়াশোনা, শিক্ষক বা বন্ধুদের নিয়ে তোমার যা মুশকিল, জানাও আমাদের।
চিঠির উত্তর দেবেন সাইকো-অ্যানালিস্ট পুষ্পা মিশ্র, বেথুন কলেজের প্রাক্তন অধ্যক্ষ।
চিঠিতে তোমার নাম আর ক্লাস জানাতে ভুলো না। খামের উপরে লেখো:
ইসকুলে মুশকিল, রবিবারের আনন্দমেলা,
আনন্দবাজার পত্রিকা,
৬ প্রফুল্ল সরকার স্ট্রিট,
কলকাতা ৭০০ ০০১ |
|
|
|
|
|
|
|