টুকরো খবর |
নির্দেশের বিরোধিতা |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
যেদিন মাদ্রাসা বোর্ডের পরীক্ষা নেই সেদিন শিক্ষকেরা কেউই স্কুলে আসতে চান না। শিক্ষকদের এমন দাবি মানতে অস্বীকার করে বিপাকে পড়েছেন শিলিগুড়ির অদূরে ফুলবাড়ি হাই স্কুলের প্রধান শিক্ষক জিতেশ সাহা। কেননা, প্রধান শিক্ষক তাঁদের ওই দাবি মানতে অস্বীকার করায় আগামী ২৯ ফেব্রুয়ারির মাদ্রাসা বোর্ডের পরীক্ষার দিন স্কুলে কর্মবিরতির হুমকি দিয়েছেন স্কুলের সমস্ত শিক্ষক। চিঠি দিয়ে প্রধান শিক্ষককে তাঁরা ওই মনোভাবের কথা জানিয়েছেন। ওই হুমকির জেরে ওই দিন স্কুলের পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে। মাদ্রাসা বোর্ড থেকে এ বার সাফ জানিয়ে দেওয়া হয়েছে, যেদিন স্কুলে পরীক্ষা নেই, সেদিনও শিক্ষকদের স্কুলে যেতে হবে। কোনও ভাবেই স্কুল বন্ধ রাখা যাবে না। তার পরেও স্কুলের শিক্ষকেরা এমন দাবি জানানোয় উদ্বিগ্ন প্রধান শিক্ষক জিতেশ সাহা। তিনি জেলা স্কুল পরিদর্শকের দফতর-সহ বিভিন্ন মহলে অভিযোগ জানিয়ে হস্তক্ষেপ দাবি করেছেন। প্রধান শিক্ষক বলেন, “প্রধান শিক্ষকের চেয়ারে বসে সরকারি নির্দেশের বাইরে কী করে যাব? শিক্ষকেরা সেটা বুঝতে চাইছেন না। পরীক্ষার দিন কর্মবিরতির হুমকি দিচ্ছেন। উর্ধ্বতন কর্তাদের হস্তক্ষেপ চেয়েছি।” স্কুলের টিচার্স কাউন্সিলের সম্পাদক তুষার সরকার অবশ্য দাবি করেছেন, ছুটির ব্যাপারে প্রধান শিক্ষককে চাপ দেওয়ার জন্যই তাঁরা ওই চিঠি দিয়েছেন। তবে পরীক্ষার দিন কর্মবিরতির প্রশ্ন নেই। তিনি বলেন, “মাদ্রাসা বোর্ডের পরীক্ষা চলাকালীন স্কুলে সাধারণ পঠনপাঠন বন্ধ থাকবে। যেদিন পরীক্ষা নেই সেদিনও ধূপগুড়ি, বার্ণিস থেকে শিক্ষকেরা বাসে করে স্কুলে এসে কী করবেন? ১৩ বছর ধরে এ সব দিনে ছুটি পাই। সেটাই প্রধান শিক্ষককে বলা হয়েছিল। পরীক্ষার্থীদের সমস্যা হয় এমন পদক্ষেপ করা হবে না।”
|
জল মেলেনি |
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহের আশ্বাস দিলেও তা বাস্তবায়িত হয়নি। এ নিয়ে বাসিন্দাদের মধ্যে অসন্তোষ রয়েছে। পুরসভার চেয়ারম্যান দীপ্ত চট্টোপাধ্যায় জানান, কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ৬ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। প্রকল্পটি অনুমোদিত হলে শহরের বাড়ি বাড়ি জল সরবরাহের কাজ শুরু করা হবে। বাসিন্দারা জানান, ২, ৪, ৮, ৯, ৬, ১৭, ১৮, ২০ নম্বর ওয়ার্ড সহ কয়েকটি ওয়ার্ড বর্ষাকালে জলমগ্ন হলে জল নিতে অসুবিধা হয়। অভিভাবক মঞ্চের সম্পাদক ল্যারি বসুর অভিযোগ, “বিষয়টি আলিপুরদুয়ার পুরসভা গুরুত্ব দিয়ে দেখছে না। সমস্ত বাসিন্দাদের পক্ষে টিউবওয়েল বসানোও সম্ভব নয়।”
|
সমস্যায় যাত্রী |
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
আলিপুরদুয়ার পুরসভার তরফে রিকশা ভাড়ার তালিকা না টাঙিয়ে দেওয়ায় সমস্যায় যাত্রীরা। চেয়ারম্যান দীপ্ত চট্টোপাধ্যায় জানান, পুরসভার তরফে চালকদের ভাড়ার তালিকা দেওয়া হলেও সমস্যা হচ্ছে। আশেপাশের গ্রাম থেকে প্রতিদিন কিছু রিকশা ঢুকছে। দ্রুত তালিকা টাঙিয়ে দেওয়া হবে। জাতীয়তাবাদী রিকশা মজদুর ইউনিয়নের মহকুমার সভাপতি বুলু বসু জানান, ভাড়ার তালিকা পুরানো। ভাড়া বাড়াতে হবে।
|
স্মারকলিপি দান |
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
একইদিনে তিন দফায় কলেজের বার্ষিক পরীক্ষার নির্দেশ নিয়ে আপত্তি জানিয়ে স্মারকলিপি দিল এসএফআই। শুক্রবার আলিপুরদুয়ার কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ কিশোর মুন্সি জানান, প্রতিদিন তিনটি করে পরীক্ষার কথা বলা হচ্ছে। আপত্তি জানিয়ে আলিপুরদুয়ার কলেজের অধ্যক্ষের কাছে স্মারকলিপি দিয়েছি। এতে কুমারগ্রাম, শালকুমারহাট, জয়ন্তীর মত বিভিন্ন এলাকা থেকে আসা ছাত্রছাত্রীদের সমস্যায় পড়তে হবে। আলিপুরদুয়ার কলেজের অধ্যক্ষ সুব্রত পঞ্চানন জানান, অসুবিধার কথা বিশ্ববিদ্যালয়কে জানিয়েছিলাম। আবার জানাব।
|
জেল হাজত |
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
খুনের মামলার অভিযুক্তকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিলেন আলিপুরদুয়ার অতিরিক্ত মু্খ্য বিচার বিভাগীয় আদালতের বিচারক। শুক্রবার আদালতের সরকারী আইনজীবী মহম্মদ রফি জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় কালচিনি ব্লকের ডিমা চাবাগনে গনেশ মাহালিকে (৫৫) খুনের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার হওয়া অজিত মিঞ্জকে বিচারক ওই নির্দেশ দিয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জমির বিবাদকে কেন্দ্র করে ওই খুনের ঘটনা ঘটে।
|
আলোচনা সভা |
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
শুক্রবার জলপাইগুড়ির প্রসন্নদেব মহিলা (পিডি) কলেজে রবীন্দ্রনাথ ও বিশ্বমানব শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। ইউজিসির সাহায্যে পিডি কলেজ কর্তৃপক্ষ আলোচনা সভার আয়োজন করেন। বিশ্বভারতীর শিক্ষক অমিত্রসূদন ভট্টাচার্য, অঙ্কুশ ভট্ট সহ বিভিন্ন বক্তা ছিলেন। কলেজের অধ্যক্ষ শান্তি ছেত্রী বলেন, “রবীন্দ্রনাথের চিন্তা ভাবনা ও দর্শনকে আরও বেশি করে ব্যবহারিক প্রয়োগের জন্যই এই উদ্যোগ।”
|
দুর্ঘটনা |
প্রহরীবিহীন রেলগেটে চলন্ত ট্রেনের সঙ্গে একটি ট্রাক্টরের ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার শিলিগুড়ি- হলদিবাড়ি প্যাসেঞ্জার ট্রেন জলপাইগুড়ি স্টেশন ছেড়ে কাদোবাড়িতে প্রহরীবিহীন রেলগেটে যাওয়ার সময় একটি ট্রাক্টর লাইনে উঠে পড়ে। ট্রেনের ধাক্কায় ট্রাক্টরটির ইঞ্জিন তিন টুকরো হয়ে যায়।
|
আশঙ্কা |
মালবাজার এলাকায় জাল শংসাপত্র চক্র সক্রিয় হয়ে উঠেছে বলে আশঙ্কা করছে পুর কর্তৃপক্ষ। সম্প্রতি পুরসভা সোনগাছির নবীন সুব্বা নামের চা বাগানের এক শ্রমিকের মৃত্যুর জাল শংসাপত্র আটক করে। পুরপ্রধান সুপ্রতিম সরকার বলেন, “সিরিয়াল নম্বর দেখে বোঝা যাচ্ছে জাল শংসাপত্র আরও পড়েছে।” মালবাজারের মহকুমা পুলিশ আধিকারিক অরিন্দম সরকার জানান, বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। মহকুমাশাসক দেবযানী ভট্টাচার্য জানান, প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। |
|