টুকরো খবর
বাম আমলের ‘খাদ্য-দুর্নীতি’ নিয়েও তদন্ত
বাম আমলে রেশনে পচা চাল-গম সরবরাহের পিছনে কোনও আর্থিক দুর্নীতি ছিল কি না, রাজ্য সরকার তা তদন্ত করে দেখবে। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক শুক্রবার জানান, খাদ্য কমিশনারের নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গড়া হয়েছে। দীর্ঘ বাম শাসনে কখন কখন রেশনে পচা চাল-গম সরবরাহ করা হয়েছে, খাদ্য দফতরে তখন কে মন্ত্রী এবং কে সচিব ছিলেন, সেখানে কোনও আর্থিক দুর্নীতি হয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে। ৯০ দিনের মধ্যে রিপোর্ট দেবে কমিটি। তদন্তে সেই সময়ের অফিসারদেরও ডেকে পাঠানো হতে পারে। দোষী প্রমাণিত হলে অবসরপ্রাপ্ত অফিসারদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। খাদ্যমন্ত্রী জানান, কিছু দিন আগে এ রাজ্যে রেশনের মাধ্যমে বণ্টনের জন্য ছত্তীসগঢ়ের ৬০ হাজার মেট্রিক টন চাল পাঠিয়ে ছিল এফসিআই। সেই চাল ছিল খাওয়ার অযোগ্য। পচা। মন্ত্রী বলেন, “আমরা রেশনের মাধ্যমে সেই চাল বিলি করিনি। আমাদের দাবি মেনে এফসিআই এখন সেই চাল ফিরিয়ে নিচ্ছে।

স্কুল কমিশনের পরীক্ষা ৩ জুন
প্রায় ৫৫ হাজার পদে শিক্ষক নিয়োগের জন্য ৩ জুন পরীক্ষা নেবে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি। আবেদনকারীর সংখ্যা ৭ লক্ষ ২০ হাজার। কমিশনের চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল শুক্রবার জানান, ওই দিন বেলা ১১টা থেকে ২টো পর্যন্ত পরীক্ষা চলবে। শিক্ষাগত যোগ্যতার জন্য সর্বোচ্চ ৩০ নম্বর দেওয়া হবে। পাঁচ নম্বর পার্সোনালিটি টেস্টের জন্য। পড়ানোর অভিজ্ঞতার জন্য বছর-পিছু ০.৫ নম্বরের হিসেবে সর্বাধিক পাঁচ নম্বর দেওয়া হবে। প্রথম পত্রে (প্রার্থীর সংশ্লিষ্ট বিষয়) লিখিত পরীক্ষা হবে ৬০ নম্বরের। দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে ৯০ নম্বরের। ওই পত্রে শিশু মনস্তত্ত্ব, ভাষা ইত্যাদি থাকবে। এতে ন্যূনতম ৫৪ পেলে তবেই দেখা হবে প্রথম পত্রের খাতা।

মন্ত্রিসভায় ফের রদবদল
ন’মাসে চার বার রদবদল রাজ্য মন্ত্রিসভায়। শুক্রবার মহাকরণ সূত্রে খবর, যুব কল্যাণ প্রতিমন্ত্রী অরূপ বিশ্বাসকে আবাসন দফতরের স্বাধীন দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এত দিন ওই দফতরের প্রতিমন্ত্রী ছিলেন। পূর্ণমন্ত্রী ছিলেন শ্যামাপদ মুখোপাধ্যায়। শিশু, নারী ও সমাজকল্যাণ দফতর থেকে শিশু কল্যাণকে (আইসিডিএস) আলাদা করে শ্যামাপদবাবুকে ওই দফতরের পূর্ণমন্ত্রী করা হচ্ছে। ফলে ওই দফতরের মন্ত্রী সাবিত্রী মিত্রের হাতে থাকল নারী ও সমাজকল্যাণ। রাতে এই ব্যাপারে সাবিত্রীদেবী বলেন, “বিকেলে মুখ্যমন্ত্রীর ঘরেও গিয়েছিলাম। আমাকে কেউ কিছু বলেননি। তবে আইসিডিএস চলে গেলে আমার দফতরের কী থাকল!”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.