ভারত যুব বিশ্বকাপের দায়িত্ব পেলে অ্যাস্ট্রোটার্ফ থাকলেও ম্যাচ পেতে পারে কলকাতা। অতীতে মেক্সিকো, ইকুয়েডর ও ফিনল্যান্ডে যুব বিশ্বকাপ হয়েছে অ্যাস্ট্রোটার্ফে। এটাই কলকাতার বড় সুবিধে। অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ ভারত পাবে কি না, জানা যাবে ৩১ মার্চ। প্রাথমিক ভাবে ছ’টি শহরকে বেছেছে এ আই এফ এফ। দিল্লি, মুম্বই, কোচি, মারগাও, বেঙ্গালুরুর ও কলকাতা। বিশ্বকাপ করাতে হলে প্রতি শহরে পাঁচটি পাঁচতারা হোটেল দরকার। এ জন্যই এই ছ’টি শহর বাছা হয়েছে। তবে গুয়াহাটির মতো শহরও দাবিদার। বৃহস্পতিবার ফেডারেশন আই এফ এ-র কাছে যুব বিশ্বকাপ হলে ম্যাচ করতে পারবে কি না জানতে চেয়েছে। ক্রীড়ামন্ত্রী মদন মিত্রের সঙ্গে কথা বলে চিঠির উত্তরও দেওয়া হবে বলে শুক্রবার জানান আই এফ এ সচিব উৎপল গঙ্গোপাধ্যায়। মার্চে দিল্লিতে আসছেন ফিফা প্রেসিডেন্ট শ্যেপ ব্লাটার। সে দিনই তিনি যুব বিশ্বকাপ ভারতে করার প্রাথমিক ঘোষণা করতে পারেন। এ দিকে শিল্ড ও প্রিমিয়ার লিগ সকার নিয়ে এখনও ছবি স্পষ্ট হয়নি। শিল্ডের প্রাথমিক সূচি করা হয়েছে মোহনবাগানকে রেখে। তাদের গ্রুপে পুণে। ইস্টবেঙ্গলের গ্রুপে লাজং, ভবানীপুর। তবে মোহনবাগান না খেললে ও সব বদলাতে পারে। স্থগিত হয়ে থাকা প্রিমিয়ার লিগ সকার নিয়েও ক্রীড়ামন্ত্রীকে চিঠি দিচ্ছে আই এফ এ। উৎপলবাবু বললেন, “পি এল এস কী জন্য করা হচ্ছে তার সব কিছু জানিয়ে চিঠি দেব। একটু দেরি হলেও পি এল এস হবেই। ক্রীড়ামন্ত্রী সব কিছু জানলে নিশ্চয়ই সাহায্য করবেন।”
|
পৌলমী ঘটক, মৌমা দাস, অঙ্কিতা দাসের দাপটে এশীয় টেবল টেনিস মিটের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ভারত। তাইল্যান্ডকে ৩-০ হারিয়ে তারা প্রথমবার এই নজির গড়ল। তিন বাঙালি মেয়েই দারুণ খেলে জিতলেন। এ বার তারা চ্যাম্পিয়ন চিনের সামনে। জাতীয় কোচ ভবানী মুখোপাধ্যায় বললেন, “পৌলমী দ্বিতীয় ম্যাচে এত আক্রমণাত্মক খেলেছে যে, অঙ্কিতা বাড়তি আত্মবিশ্বাস পেয়ে শেষ খেলা জিতে যায়।”
|
ঘরের মাঠে আয়াখসের কাছে ১-২ হার! তা সত্ত্বেও ইউরোপা লিগের শেষ ষোলোয় গেল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। সেখানে তাদের প্রতিপক্ষ স্পেনের অ্যাথলেটিক বিলবাও। আগের দিনই ম্যাঞ্চেস্টার সিটি পোর্তোকে ৪-০ হারিয়ে শেষ ষোলোয় গিয়েছে। তাদের বিপক্ষ পর্তুগালের স্পোর্টিং। প্রথম লেগে আমস্টারডামে ২-০ জিতে থাকায় মোট ৩-২ জিতে রুনি-হীন ম্যান ইউ চলে গেল পরের পর্বে। এ দিন হার্নান্ডেজের গোলে ৬ মিনিটে এগিয়ে যায় ম্যান ইউ। বিরতির আগে ১-১ করেন ওজবিলিজ। ম্যাচ শেষের মিনিট চারেক আগে জয়ের গোল অ্যাল্ডারউইরেল্ডের।
|
আই লিগের ছ’টা ম্যাচ বাকি থাকতেই শেষ হয়ে গেল নওবা সিংহের মরসুম। সম্ভবত এই মরসুমে লাল-হলুদ জার্সি পরে আর খেলতে দেখা যাবে না নওবাকে। হাঁটুর চোট। ডাক্তারের অবশ্য পরামশর্, এই মুহূর্তে অস্ত্রোপচারের প্রয়োজন নেই। এখন শুধু দু’বেলা জিম আর হালকা দৌড়াদৌড়ি করতে বলা হয়েছে তাঁকে। চোট আছে গুরবিন্দর সিংহেরও। তবে কলকাতা লিগের ম্যাচে তাঁকে না পাওয়া গেলেও আই লিগে ওপারার পাশে গুরবিন্দরকে পাওয়ার ব্যাপারে আশাবাদী ইস্টবেঙ্গল।
|
কাল, রবিবার ইউরো কাপ আসছে কলকাতায়। দুপুর দশটায় সাউথ সিটি মলে রাখা হবে কাপ। থাকবেন ভাইচুং ভুটিয়া। শহরে ইতিমধ্যেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ফ্যান ক্লাব তৈরি হয়েছে। তারাও সেখানে থাকবে। |