মাধ্যমিক পরীক্ষার আগে মাইক বাজানোর বিধি ভাঙার অভিযোগ উঠল রাজারহাট-গোপালপুর পুরসভার চেয়ারম্যান তাপস চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। একই অভিযোগ উঠেছে, ওই পুরসভারই ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমিত রায়ের বিরুদ্ধেও। পুলিশ জানায়, ওই পুরসভার সর্দারপাড়ায় ২১ তারিখ সন্ধ্যায় ভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠান চলছিল। স্থানীয়দের একাংশের অভিযোগ, অনুষ্ঠানে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তারস্বরে মাইক বাজানো হচ্ছিল। ফলে মাধ্যমিক পরীক্ষার্থীদের পড়াশোনায় অসুবিধা হয়। আরও অভিযোগ, মাইক বন্ধ করার অনুরোধ করা হলেও তা বন্ধ হয়নি। ওই অনুষ্ঠানে ছিলেন রাজারহাট-গোপালপুর পুরসভার চেয়ারম্যান তাপস চট্টোপাধ্যায়-সহ বেশ কয়েক জন স্থানীয় নেতা। স্থানীয়েরাই এর পরে তাপসবাবু এবং ওই ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় অভিযোগ দায়ের করেন। তাপসবাবু বলেন, “প্রতি বারই ভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠান করি। এ বারও করছিলাম। ভেবেছিলাম মাধ্যমিক পরীক্ষার জন্য মাইক বাজানোর বিধি ২২ তারিখ থেকে প্রযোজ্য। তারিখটা ঠিক ভাবে না জানায় এই ভুল। ভাষা দিবস উপলক্ষে সে দিন অনেক জায়গাতেই মাইক বেজেছে। ২২ তারিখ কিন্তু আমাদের সব অনুষ্ঠান বাতিল হয়।”
|
মেঘালয়ে দুষণের কারণে নীল হয়ে যাওয়া পাহাড়ি নদী লুনার-লুখার মরা মাছ খেতে বারণ করলেন বিজ্ঞানী ও বিশেষজ্ঞরা। প্রশাসনের তরফে নদীর জল ও মরা মাছ রাজ্য পরীক্ষণাগার ও কেন্দ্রীয় পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ বোর্ডে পাঠানো হয়েছিল। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ বোর্ড আজ জানিয়েছে, বৈজ্ঞানিকরা জল ও মাছ পরীক্ষা করে দেখেছেন, কোনও অবস্থাতেই ওই জল ব্যবহার করা উচিত নয়। মাছ খাওয়াও ঠিক নয়। ওই জলে সালফারের ঘনত্ব মাত্রাধিক। এ বারের রিপোর্টে কয়লাখনি ও সিমেন্ট কারখানা থেকেই দুষণ ঘটছে বলে জানানো হয়েছে। বলা হয়েছে, পরিত্যক্ত কয়লা খনির গহ্বর দিয়ে জল প্রবাহিত হওয়ার ফলেই রং বদলের ঘটনা ঘটেছে। কেবল মানব শরীর নয়, জলজ প্রাণী ও উদ্ভিদের উপরেও এই দুষণের মারাত্মক প্রভাব পড়ছে। বিতর্কিত সিমেন্ট কারখানা ঘেঁষা উমটিরনগাই নদীর জলেও মারাত্মক পরিমাণে ক্যালসিয়াম রয়েছে।
|
১২ মার্চ থেকে তিনদিন গন্ডার সুমারি চলবে গরুমারা জাতীয় উদ্যানে। শুক্রবার এ বিষয়ে বৈঠক হয়। ২০১০-এর গন্ডার সুমারি অনুযায়ী গরুমারায় য় গন্ডার ছিল ৩৫। ১৮ টি পুরুষ এবং ১২টি স্ত্রী। ৫টি’র লিঙ্গ নির্ধারণ করা যায়নি। ৩টি গন্ডার বিবাগী হয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছে। একটি চাপড়ামারির সংরক্ষিত অরণ্যে, অপর দুটির একটি বৈকন্ঠপুরের জঙ্গলে এবং অন্যটি মহানন্দা জাতীয় উদ্যানে রয়েছে। জলপাইগুড়ি বন্যপ্রাণ-২ বিভাগের ভারপ্রাপ্ত ডিএফও কল্যাণ দাস জানান, ৩ সদস্যের মোট ১০৫টি দলে গণনা করা হবে।
|
গত কয়েক দিন ধরে জখম এক বুনো দাঁতাল হাতিকে দলের সঙ্গে বক্সা ব্যাঘ্র প্রকল্পের ছিপরা জঙ্গল লাগোয়া এলাকায় ঘোরাফেরা করতে দেখে উদ্বিগ্ন বনকর্মীরা। সাউথ রায়ডাক রেঞ্জের বনকর্মীরা দাঁতালটির উপর নজরদারি করছেন। বন দফতর সূত্রে জানা গিয়েছে, স্থানীয় বাসীন্দারা প্রথমে দাঁতালটিকে দেখতে পান। হাতিটির সামনের ডান পায়ে গভীর ক্ষত লক্ষ করেন তাঁরা। হাতিটি খুঁড়িয়ে হাঁটছিল। বৃহস্পতিবার কলাপাতায় মুড়ে বনকর্মীরা ওষুধ ছুড়ে দিলে তা খেয়েছে দাঁতালটি। পশু চিকিৎসক নিজেও হাতিটিকে পর্যবেক্ষণ করছেন। তবে দলের মধ্যে থাকবার জন্য সমস্যা হচ্ছে নজরদারি করতে। রেঞ্জ অফিসার উপল দত্ত বলেন, “আশা করছি শীঘ্র সুস্থ হয়ে উঠবে দাঁতালটি। বন কর্মীরা দাঁতালটির উপর নজর রেখেছেন।”
|
চোরাশিকারি দেখে বনকর্মীরা তাড়া করলে দুই পক্ষের মধ্যে গুলির লড়াই হল। বৃহস্পতিবার বক্সা ব্যাঘ্র প্রকল্পের (পূর্ব) সাউথ ভল্কা জঙ্গলে এসবি ৩ কম্পার্টমেন্টে ঘটনাটি ঘটেছে। চোরা শিকারিদের কাউকে ধরা সম্ভব হয়নি। কেউ জখমও হননি। |