খেলা
সুদিনের আশায়
বাংলায় হকির সুদিন আজ নেই। ভারতের অবস্থাও ভাল নয়। বেজিং অলিম্পিকে ভারত যোগ্যতা অর্জনেই ব্যর্থ হয়। কিন্তু উন্মাদনার অভাব নেই। প্রমাণ মিলল শিবপুরের পুলিশ লাইনের মাঠে আট দলের হকি প্রতিযোগিতায়। উৎসাহ দিতে স্টিক হাতে নামলেন প্রাক্তনরাও।
তিন দিনের এই প্রতিযোগিতার সূচনা করেন বেঙ্গল হকি অ্যাসোসিয়েশনের সচিব গুরুবক্স সিংহ। ওয়েস্ট বেঙ্গল হকি লাভার্স অ্যাসোসিয়েশন এবং হাওড়া সিটি পুলিশের সহযোগিতায় অলিম্পিয়ান যোগিন্দর সিংহ এবং ওহিদুল্লা মেমোরিয়াল হাওড়া হকি ফিয়েস্তা-র আয়োজন করে হাওড়া ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন, লিলুয়া সাইনিং ক্লাব এবং হাওড়া হকি ট্রেনিং সেন্টার। প্রতিযোগিতা হয় লিগ কাম নক আউট প্রথায়। অংশ নেয় ওয়েস্ট বেঙ্গল পুলিশ, হাওড়া ইউনিয়ন, সিএসসি স্পোর্টস ক্লাব, কলকাতা পোর্ট, এজি বেঙ্গল, কলকাতা পুলিশ, আই ট্রেনিং সেন্টার এবং হাওড়া একাদশ। প্রথম সেমিফাইনালে ৩-২ গোলে সিএসসি-কে হারিয়ে ফাইনালে ওঠে এ জি বেঙ্গল। দ্বিতীয় সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই করে দুই পুলিশ দল ১-১ গোলে খেলা শেষ করে। পরে সাডেন ডেথে ৫-৩ গোলে ম্যাচ জিতে ফাইনালে চলে যায় কলকাতা পুলিশ।
ফাইনাল ম্যাচটিও যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে ওঠে। প্রথমার্ধে এ জি বেঙ্গল বেশি আক্রমণ করলেও দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়াতে থাকে পুলিশ দল। শেষ পর্যন্ত ৩-১ গোলে চ্যাম্পিয়ন হয় কলকাতা পুলিশ। চ্যাম্পিয়ন দল পায় অলিম্পিয়ান যোগিন্দর সিংহের নামাঙ্কিত ট্রফি। রানার্স এ জি দল পায় ওহিদুল্লা মেমোরিয়াল ট্রফি। ফাইনালে সেরা খেলোয়াড়ের পুরস্কার পান চ্যাম্পিয়ন দলের মনোজ কিরো। সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পান এ জি বেঙ্গলের সুন্দর সিংহ। সেরা প্রতিশ্রুতিমান খেলোয়াড়ের পুরস্কার তুলে দেওয়া হয় হাওড়ার অভয় এক্কার হাতে। কে কে সিংহবাবু অনূর্ধ্ব ১৪ হকিতে এ বার বাংলার অধিনায়ক ছিল অভয়।
ফাইনালের আগে প্রাক্তনদের প্রদর্শনী ম্যাচে অংশ নিলেন বাংলার এক ঝাঁক বর্ষীয়ান খেলোয়াড়। নিলু বিতাই, জয়ন্তকুমার দেব, এম এস যাদব, রঞ্জন চন্দ্র, অনিল মাইতি, অমিত দাশগুপ্তরা মাঠে নামেন। ৭১ বছরের জয়ন্তকুমার দেব ইস্টার্ন রেল এবং বাংলা দলের হয়ে হকি খেলেছেন। গোলকিপার ছিলেন। তাঁর কথায়: “অ্যাস্ট্রোটার্ফ চালু হওয়ার পরে হকিতে আমরা পিছিয়ে পড়েছি। এখানে অ্যাস্ট্রোটার্ফে খেলার সুযোগ কম। কলকাতায় শুধু সাই কমপ্লেক্সে আছে। এ ভাবে উন্নতি সম্ভব নয়।”
ফাইনালে এসে রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী অরূপ রায় বলেন, “প্রস্তাবিত ডুমুরজলার স্পোর্টস কমপ্লেক্সে হকি খেলার পরিকাঠামো থাকবে’’। উপস্থিত ছিলেন রাজ্যের যুবকল্যাণ ও আবাসন দফতরের প্রতিমন্ত্রী অরূপ বিশ্বাস, হাওড়ার সিটি পুলিশ কমিশনার অজেয় রানাডে, কলকাতা পুলিশের স্পেশাল কমিশনার শিবাজী ঘোষ, আই জি (সি আই ডি) অধীর শর্মা, বেঙ্গল হকি অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি এবং কলকাতা পুরসভার চেয়ারম্যান সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায় প্রমুখ। হাওড়া ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি এবং এই প্রতিযোগিতা কমিটির চেয়ারম্যান দেবাশিস বন্দ্যোপাধ্যায় বললেন, “হকির প্রসারে এই প্রথম হাওড়ায় বড় প্রতিযোগিতার আয়োজন করা হল। আগামী বছর আরও বেশি দলকে নিয়ে প্রতিযোগিতার আয়োজন করতে চাই।”

ছবি: শুভাশিস ভট্টাচার্য




অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.