দিনহাটা মহকুমা হাসপাতালে রোগীদের নানা অজুহাতে রেফারের ভয় দেখিয়ে নার্সিংহোমে ভর্তি করাতে একটি দালাল চক্র সক্রিয় বলে অভিযোগ উঠল। বৃহস্পতিবার দিনহাটা মহকুমা হাসপাতালে গিয়ে স্থানীয় বিধায়ক ফরওয়ার্ড ব্লকের কোচবিহার জেলা সম্পাদক উদয়ন গুহ ওই অভিযোগ জানান। তাঁর অভিযোগ, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর একাংশ হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের নানা অজুহাতে জেলা হাসপাতালে রেফার করছেন। পরে দালালেরা আত্মীয়দের বাইরে যাওয়ার হ্যাপা এড়ানোর পরামর্শ দিয়ে দিনহাটারই বিভিন্ন নার্সিংহোমে ভর্তি হতে বাধ্য করছেন তাঁরা। বিধায়ক নার্সিংহোম কর্তাদেরও হুঁশিয়ারি দিয়েছেন। তাঁর কথায়, “দিনহাটা হাসপাতালের রেফার রোগীদের ভর্তি নেওয়া বন্ধ না-হলে নার্সিংহোমগুলো জনরোষের শিকার হতে পারে। তার দায়ও নার্সিংহোম কর্তৃপক্ষকে নিতে হবে।” রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা দিনহাটার মহকুমা শাসক অগাস্টিন লেপচা বলেন, “বৈঠক ডেকে ব্যবস্থা নেওয়া হবে।” কোচবিহারের মুখ্য স্বাস্থ্য আধিকারিক মানিকলাল দাস বলেন, “মাসে গড়ে যেখানে ১০ শতাংশের কম রোগীকে রেফার করার কথা দিনহাটার ক্ষেত্রে তা ১৭ শতাংশে দাঁড়িয়েছে। এ প্রবণতা বন্ধে সুপারকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।”
|
খাদ্যাভ্যাস-সহ স্বাস্থ্য সচেতনতা নিয়ে বিশ্বভারতীর ছাত্র-ছাত্রী, কর্মী, অধ্যাপকদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে বৃহস্পতিবার লিপিকা অডিটোরিয়ামে হয়ে গেল বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা-সহ আলোচনা শিবির। উদ্যোক্তা বিশ্বভারতীর পিয়ারসন মেমোরিয়াল হাসপাতাল। বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ চিকিৎসকেরা স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি শরীরচর্চার উপরে গুরুত্ব দেন। অনুষ্ঠানে ছিলেন বিশ্বভারতীর উপাচার্য সুশান্ত দত্তগুপ্ত, হাসপাতালের মুখ্য চিকিৎসা আধিকারিক শশাঙ্ক দেবনাথ, চিকিৎসক অনির্বাণ দাশগুপ্ত প্রমুখ।
|
বুধবার খড়্গপুর গোলবাজারে রক্তদান শিবিরের আয়োজন করেছিল ভারত স্কাউটস্ অ্যান্ড গাইড-এর খড়্গপুর শাখা। উপস্থিত ছিলেন পি ভি এস শান্তারাম, পার্থ নন্দী, সুজিত কানুনগো প্রমুখ। |