আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে সাজিয়ে তোলার জন্য নানা পরিকল্পনা নিয়েছে আলিপুরদুয়ার পুরসভার। পুরসভার চেয়ারম্যান দীপ্ত চট্টোপাধ্যায় জানান, রাজ্যের পুর ও নগর উন্নয়ন দফতর থেকে কুড়ি লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে। প্যারেড গ্রাউন্ডের সৌন্দর্যকরণের কাজে হাত দেওয়া হয়েছে। সবুজ এই ময়দানের চারপাশ দিয়ে হাঁটার জন্য আলাদা রাস্তা, শৌচাগার ও পথবাতি বসানোর কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এছাড়া মাঠের চারপাশে বসবার বেঞ্চ, পানীয় জলের কল ও ফুল বাগান করার পরিকল্পনা নেওয়া হয়েছে। কয়েক বছর আগে তৎকালীন আলিপুর দুয়ারের সাংসদ জোয়াকিম বাক্সলা প্যারেড গ্রাউন্ডের উন্নয়নের জন্য ৩০ লক্ষ টাকা সাংসদ কোটা থেকে মঞ্জুর করেন। এই বিষয়ে মহকুমা শাসক অমলকান্তি রায় বলেন, “সাংসদের টাকায় এক সংস্থা কাজ করছে। খুবই ধীর গতিতে কাজ হচ্ছে। সংস্থাকে দ্রুত কাজ শেষ করতে বলা হয়েছে।”
|
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ১২ টি আসনে ২৯ ফেব্রুয়ারি নির্বাচন হবে। বৃহস্পতিবার ১ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন। এ দিন ছিল মনোনয়ন পত্র প্রত্যাহারের দিন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, ৭৯ টি আসনের মধ্যে ৬৫ টি আসনে এক জন করে প্রার্থী থাকায় প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না। ২ টি আসনে মনোনয়ন পত্র কোনও পক্ষই দিতে পারেনি। বাকি ১২ টি আসনে নির্বাচন হচ্ছে। তবে ‘ব্যাচেলার অব লাইব্রেরি সায়েন্স’ বিভাগের ছাত্রছাত্রীদের কী ভাবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচন প্রক্রিয়ার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে তা নিয়ে হাই কোর্টে একটি মামলা হয়েছে। মামলাকারী ছাত্র সংসদের নির্বাচন স্থগিত রাখার আবেদন জানিয়েছেন। শুক্রবার ওই মামলার শুনানি হবে। উল্লেখ্য, বুধবার মনোনয়ন পত্র পরীক্ষার পর দেখা যায় ৬৩ টি আসনে প্রতিদ্বন্দ্বী না-থাকায় ছাত্র পরিষদের প্রার্থীরা ছাত্র সংসদ দখল করছে। এ দিন প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করায় আরও একটি আসন পেল তারা। এ দিন বিজয় মিছিলও করে ছাত্র পরিষদ।
|
বৈঠকে গেলেন মোর্চা নেতারা |
গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ) নিয়ে ‘হাইপাওয়ার’ কমিটির ডাকা সর্বদল বৈঠকে যোগ দিতে কলকাতা গেলেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতারা। বুধবার দুপুরে বিমানে মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরির নেতৃত্বে মোর্চা নেতারা কলকাতা যান। মূলত জিটিএ সীমানা নির্ধারণের জটিলতা নিয়েই ওই বৈঠক ডাকা হয়েছে। এদিন কলকাতা যাওয়ার আগে অবশ্য মোর্চা নেতারা তাঁদের পুরানো দাবির কথাই জানিয়ে যান। রোশন গিরি বলেন, “আমরা জিটিএতে শিলিগুড়ি-সহ তরাই এবং ডুয়ার্সের যে সমস্ত মৌজা চেয়েছি, তা পাব আসা করছি। দাবি থেকে সরে আসার কোনও প্রশ্নই নেই। আর গোর্খাল্যান্ডের দাবি তো আমাদের হৃদয়ে আছেই। এমনকি, জিটিএ চুক্তিতেও বিষয়টির উল্লেখ রয়েছে।” উল্লেখ্য, শিলিগুড়ি-সহ তরাই এলাকার ১৯৯টি, ডুয়ার্সের ১৯৬টি এবং রাজগঞ্জের ৩টি মৌজাকে প্রস্তাবিত জিটিএতে অন্তর্ভুক্তির দাবি তুলেছেন মোর্চা নেতারা। রোশন গিরি ছাড়াও হাই পাওয়ার কমিটির বৈঠকে মোর্চার বিধায়ক এবং প্রথম সারির নেতারা উপস্থিত থাকবেন। মোর্চা সূত্রের খবর, আজ, শুক্রবার দিল্লি যাওয়ার কথা রয়েছে মোর্চা সভাপতি বিমল গুরুঙ্গের। কলকাতার বৈঠকের পর রোশনের নেতৃত্বে বাকি মোর্চা নেতারাও দিল্লি যাবেন। সেখানে তাঁরা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রীদের পাশাপাশি আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন।
|
আর্থিক দুর্নীতির অভিযোগে ভারত সঞ্চার নিগম লিমিটেডের শিলিগুড়ি দফতরে তল্লাশি শুরু করেছে সিবিআই। বৃহস্পতিবার সিবিআই-র কলকাতা দুর্নীতি দমন শাখার অফিসারেরা শিলিগুড়ি এসে অভিযানে নামেন। বেশি রাতেই তল্লাশি অভিযান চলছে। সিবিআই সূত্রের খবর, বিভিন্ন যন্ত্রাংশের ক্রয়বিক্রয়, আর্থিক লেনদেনে গরমিলের পাশাপাশি দুর্নীতির অভিযোগ উঠেছে। এতে শিলিগুড়ি-সহ বিভিন্ন এলাকার বিএসএনএলের একাধিক অফিসার, কর্মীর নামও জড়িয়ে পড়েছে। বিএসএনএলের শিলিগুড়ি স্টোরে প্রথম তল্লাশি শুরু হয়। সিবিআই অফিসারেরা কাগজপত্র পরীক্ষার কাজও শুরু করেছেন। কয়েকদিনের মধ্যে কলকাতা থেকে আরও সিবিআই অফিসারের আসার কথা। অফিসারেরা অবশ্য অভিযান নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। শিলিগুড়ি টেলিকম ডিস্ট্রিক্টের উচ্চ পদস্থ কোনও আধিকারিকও এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।
|
এক মহিলার সোনার হার ছিনতাইয়ের চেষ্টা করে বিফল হয়ে পালাল দুই দুষ্কৃতী। বৃহস্পতিবার প্রধাননগরের পটেল রোডে ঘটনাটি ঘটে। ওই মহিলা হেঁটে যাচ্ছিলেন। মুখ ঢাকা হেলমেট পরে দুই দুষ্কৃতী মোটর বাইকে এসে তাঁর হার ছিনতাইয়ের চেষ্টা করেন। ওড়না-সহ হারটি ছিঁড়ে যাওয়ায় দুষ্কৃতীরা নিতে পারেনি। লোকজন আসার আগেই দুই দুষ্কৃতী বাইক নিয়ে পালায়।
|
বক্সাফিডার রোড এবং আলিপুরদুয়ার কুমারগ্রাম রোডে অটো স্ট্যান্ডের দাবি তুললেন ডুয়ার্স অটোরিকশা ওনার্স অ্যাসোসিয়েশন সদস্যরা। সংগঠনের সম্পাদক বাবলু বিশ্বাস জানান, পুরসভা ও মহকুমা প্রশাসনকে বহুবার জানানো হয়েছে। শহরে প্রতিদিন কয়েকশ অটো যাতায়াত করে। অটোগুলির নিদিষ্ট স্ট্যান্ড না থাকায় রাস্তার মধ্যে সেগুলি দাঁড়িয়ে থাকে।
|
সরকারের বিভিন্ন দফতরে অবসরপ্রাপ্ত কর্মীদের পুনর্নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার জেলাশাসককে স্মারকলিপি দিল জলপাইগুড়ি টাউন ব্লক কংগ্রেস। রাজ্য জুড়ে এই সিদ্ধান্ত রদের দাবিতে প্রদেশ সভাপতিকেও ফ্যাক্স বার্তা পাঠানো হয়েছে। টাউন ব্লক কংগ্রেস সভাপতি পিনাকী সেনগুপ্ত বলেন, “বেকারদের স্বার্থের কথা ভেবেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানানো হয়েছে।”
|
অজ্ঞাত পরিচয় এক যুবকের দেহ উদ্ধার হল শিলিগুড়িতে। বৃহস্পতিবার সকালে প্রধাননগরের কেন্দ্রীয় বাস টার্মিনাস লাগোয়া এলাকায় ঘটনাটি ঘটেছে। আঘাতের চিহ্ন মেলেনি। কেবলমাত্র নাক দিয়ে রক্ত ঝরা অবস্থায় দেহটি পড়েছিল। সকালে দেহটি পড়ে থাকতে দেখে এলাকার লোকজন পুলিশে খবর দেন। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে তদন্ত শুরু করেছে। |