পলিটেকনিকে বদলি রুখতে পথ অবরোধ |
এত দিন রাজ্যের পলিটেকনিক কলেজগুলিতে বদলির কোনও রেওয়াজ ছিল না। ‘মৌরসি পাট্টা’ ভাঙতেই নতুন সরকার পলিটেকনিক কলেজগুলির শিক্ষক-শিক্ষিকাদের বদলি করার সিদ্ধান্ত নিয়েছে। তার প্রতিবাদে বৃহস্পতিবার কলকাতার বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ করেন পলিটেকনিকের ছাত্রছাত্রীরা। তাঁদের অবরোধের জেরে বি টি রোড, গড়িয়াহাট রোড (দক্ষিণ), প্রিন্স আনোয়ার শাহ রোড, গড়িয়াহাট রোডে যান চলাচল ব্যাহত হয়। পুলিশ জানায়, রাজনৈতিক কারণে ওই শিক্ষক-শিক্ষিকাদের বদলি করা হচ্ছে বলে পলিটেকনিক পড়ুয়াদের অভিযোগ। তাঁদের আরও অভিযোগ, বদলির ফলে পঠনপাঠনের কাজ ব্যাহত হবে। এ দিন সকালে প্রথম অবরোধ হয় বি টি রোডে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সামনে। উত্তর কলকাতা পলিটেকনিক কলেজের শ’তিনেক পড়ুয়া প্রায় ৩০ মিনিট বি টি রোড অবরোধ করে রাখায় ওই রাস্তায় যানজট হয়। বেলা ২টো নাগাদ আচার্য প্রফুল্লচন্দ্র রায় পলিটেকনিকের শ’চারেক পড়ুয়ারা কলেজের মেন গেটের সামনে রাস্তা অবরোধ করেন। সেখানে অবরোধ চলে আধ ঘণ্টা। এর পরে বেলা সাড়ে ৩টে থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত এক ঘণ্টা অবরোধ হয় যাদবপুর থানার সামনে প্রিন্স আনোয়ার শাহ রোড এবং গড়িয়াহাট রোডের মোড়। যোধপুর পার্ক পলিটেকনিক এবং আচার্য প্রফুল্লচন্দ্র রায় পলিটেকনিকের পড়ুয়ারা যৌথ ভাবে ওই অবরোধে সামিল হয়েছিলেন। কারিগরি শিক্ষামন্ত্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায় বলেন, “সরকারি পলিটেকনিকগুলিতে এত দিন বদলির নিয়ম ছিল না। দীর্ঘদিন একই জায়গায় থেকে অনেকেরই মৌরসি পাট্টা গড়ে উঠেছে। তা ভাঙতেই এখন বদলির রীতি চালু হয়েছে। যাঁরা বদলি হতে চান না, তাঁরাই গোলমাল করছেন। আসলে একটা নাড়া খেয়েই এখন গণ্ডগোল বাধাচ্ছেন এঁরা। কেউ কেউ আবার ছাত্রছাত্রীদের এগিয়ে দিয়ে গোলমাল করছেন বলেও শুনেছি।”
|
মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আজ |
এ বছরের মাধ্যমিক পরীক্ষা আজ, শুক্রবার শুরু হচ্ছে। আজ প্রথম ভাষার পরীক্ষা। এ বার মাধ্যমিক হবে শুধু দশম শ্রেণির পাঠ্যক্রমের ভিত্তিতে। পরীক্ষার মার্কশিটে ফিরছে মোট নম্বরও। যদিও মোট নম্বর কষার ক্ষেত্রে অতিরিক্ত বিষয়ের (অ্যাডিশনাল) নম্বর যোগ হবে না বলে জানিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি চৈতালি দত্ত। মাধ্যমিকে এ বার পরীক্ষার্থীর সংখ্যা ১০ লক্ষ ১৬ হাজার ৮১। পর্ষদ-সভাপতি জানান, পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র চার লক্ষ ৯০ হাজার ৫৭৪ এবং ছাত্রী পাঁচ লক্ষ ২৫ হাজার ৫০৭ জন। পরীক্ষা সংক্রান্ত যাবতীয় প্রশ্নের উত্তর দিতে কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমের টেলিফোন নম্বরগুলি হল ০৩৩-২৩৫৯২২৭৭ এবং ০৩৩-২৩৫৯২২৭৮। সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এই দু’টি নম্বরে ফোন করা যাবে।
|
বাম ও তৃণমূল ছাত্র সংঘর্ষে স্থগিত ভোট |
ছাত্র সংসদের নির্বাচনকে কেন্দ্র করে এ বার এসএফআই ও তৃণমূল ছাত্র পরিষদের সংঘর্ষ হল মগরাহাট ও দুর্গাপুর কলেজে। এসএফআইয়ের দাবি, দু’টি কলেজেই তাদের সমর্থকদের কলেজে ঢুকতে বাধা দিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। তৃণমূল দুই ক্ষেত্রেই অভিযোগ অস্বীকার করেছে। দুর্গাপুর কলেজে ৮৩টি আসনের মধ্যে ৬৮টিতে মনোনয়ন তুলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে টিএমসিপি। মগরাহাট কলেজে অবশ্য সংঘর্ষের ফলে ছাত্র সংসদের নির্বাচনই এই দিন স্থগিত হয়ে গিয়েছে। সংঘর্ষে দু’পক্ষের ১০ জন জখম হয়েছেন। প্রতিবাদে মগরাহাটে রেল অবরোধও করেন এসএফআইয়ের সমর্থকেরা।
|
স্কুলে আপস-বদলি নিয়ে বিজ্ঞপ্তি |
সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের আপস-বদলি নিয়ে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করেছে স্কুলশিক্ষা দফতর। স্কুলশিক্ষা সচিব বিক্রম সেন জানান, একই ধরনের পদে (সংরক্ষিত বা অসংরক্ষিত) এবং এক বিষয়ের শিক্ষক ও শিক্ষিকারা আপস-বদলির আবেদন জানাতে পারবেন। ছাত্রীদের স্কুলে শিক্ষক বদলি চলবে না। স্কুল সার্ভিস কমিশন মারফত বা স্কুলশিক্ষা দফতরের ওয়েবসাইটে নাম নথিভুক্ত করে আবেদন জানানো যাবে। কমিশন, স্কুল পরিদর্শক ও স্কুলের প্রতিনিধিরা বৈঠকে বদলির চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। |