একটুর জন্য চোখ বেঁচে গেল ওয়াইএমসিএ-র তরুণ ক্রিকেটার রবীন্দ্র সিংহের। একই সঙ্গে মাঠে চোট লাগা ক্রিকেটারের চিকিৎসার জন্য উপযুক্ত পরিকাঠামো সিএবি-র আছে কি না, সেই প্রশ্নও উঠে গেল।
বৃহস্পতিবার ওয়াইএমসিএ মাঠে দ্বিতীয় ডিভিশন ম্যাচে ব্যাট করতে গিয়ে চোখে বল লাগে ওয়াইএমসিএ-র রবীন্দ্রের। মাঠেই যন্ত্রণায় লুটিয়ে পড়েন তিনি। কোনও রকমে বাইকে চাপিয়ে তাঁকে টিমমেটরা নিয়ে আসেন সিএবি-র মেডিক্যাল ইউনিটে। সেখানে তাঁকে বেশ কিছুক্ষণ বসিয়ে রাখা হয় বলে অভিযোগ। সিএবি-র মেডিক্যাল ইউনিটের ডাক্তাররা চিকিৎসা করলেও তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করতে হয়। সিএবি থেকে আহত রবীন্দ্রকে এসএসকেএমে নিয়ে যাওয়া হয় বাইকে করে। অ্যাম্বুলেন্স থাকা সত্ত্বেও কেন তা ব্যবহার করা হল না সেই নিয়ে প্রশ্ন উঠেছে। সিএবি-র যুগ্ম-সচিব সুজন মুখোপাধ্যায় সাফাই দিচ্ছেন, “ক্লাবের তরফে আবেদন না করলে আমরা কী ভাবে অ্যাম্বুলেন্স দেব? আর আমি যত দূর জানি, ছেলেটির চোট গুরুতর কিছু ছিল না।” এর আগে এই রঞ্জি মরসুমেই মাঠে চোট পাওয়া রোহন বন্দ্যোপাধ্যায়কে স্ট্রেচারের বদলে চেয়ারে বসিয়ে মাঠের বাইরে আনা নিয়ে বিতর্ক বেধেছিল সিএবি-তে। ফের নতুন করে অ্যাম্বুলেন্স বিতর্ক।
|
অন্য ভূমিকায় ওডাফা। উপলক্ষ্য, পথ নিরাপত্তা সপ্তাহ। -নিজস্ব চিত্র |
সামনেই কলকাতা লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ। ইস্টবেঙ্গল-মোহনবাগান দুই ক্লাবই জিততে চায় শেষ ম্যাচ দু’টি। অথচ দু’দলেরই অনুশীলন এখনও জমল না। ট্রেভর মর্গ্যান অস্ট্রেলিয়া থেকে ফিরে ইস্টবেঙ্গল মাঠে নেমেছেন বুধবার। আর অন্য মাঠে সুব্রত ভট্টাচার্যের প্র্যাক্টিসে বৃহস্পতিবার যোগ দিলেন হোসে ব্যারেটো এবং ওডাফা ওকোলি। ওডাফা পুরোদমে অনুশীলন শুরু করলেও ব্যারেটো বল না ছুঁয়ে শুধু স্ট্রেচিং করলেন। আর অনুশীলন শেষেই দৌড়লেন হাসপাতাল। চেক-আগের জন্য। মোহনবাগানের এ দিনের অনুশীলন বলতে ছিল চার জনের টিম করে ছোট মাঠে ফুটবল। হাল্কা প্র্যাক্টিস ছিল মর্গ্যানের কোচিংয়েও। অধিনায়ক সঞ্জু প্রধানের চিন্তা রক্ষণ। “ওপারা-সুনীল ছাড়া কেউ নেই।”
|
এক দিনের ক্রিকেটে রিকি পন্টিংহীন অস্ট্রেলীয় যুগ শুরু হতে চলেছে আগামিকাল, শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ দিয়ে। আর তার ২৪ ঘণ্টা আগে অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক জানিয়ে দিলেন, প্রাক্তন অধিনায়কের বাদ পড়ার পিছনে তাঁর ভূমিকা রয়েছে। মাইকেল ক্লার্ক এ দিন বলেছেন, “আমিও নির্বাচক প্যানেলের একশো শতাংশ অংশ। অধিনায়কের কাজের মধ্যেই পড়ে এটা। এটা মানতে কষ্ট হচ্ছে যে গ্রেট রিকি পন্টিং দলের হয়ে আর এক দিনের ম্যাচে মাঠে নামবে না, কিন্তু ঘটনা হল, আমরা সবাই মিলে সেই সিদ্ধান্তটাই নিয়েছিলাম।” পন্টিংকে দল থেকে বাদ দেওয়ার পিছনে পুরনো ব্যাখ্যাটাই আবার দিয়েছেন ক্লার্ক। বলেছেন, “আমরা প্যানেলে ২০১৫ বিশ্বকাপ নিয়ে আলোচনা করেছিলাম। সে সময় কারা খেলতে পারে, দল নির্বাচনে সে ব্যাপারটা প্রাধান্য পেয়েছিল।” তবে অস্ট্রেলীয় অধিনায়কের আশা, এর জন্য তাঁর সঙ্গে পন্টিংয়ের বন্ধুত্ব নষ্ট হবে না।
|
অপ্রত্যাশিত ভাবে বাসেল ১-০ হারিয়ে দিল বায়ার্ন মিউনিখকে। সেই সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগে ফের অঘটন ঘটাল সুইৎজারল্যান্ডের ক্লাবটি। ইন্টার মিলানও ০-১ হারল ফ্রান্সের মার্সেইয়ের কাছে। দুই প্রাক্তন চ্যাম্পিয়নই হারল ম্যাচের শেষ দিকের গোলে। ঘরের মাঠে বাসেল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে হারিয়ে ছিটকে দিয়েছিল চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ লিগ থেকেই। এ বার সেই মাঠে শেষ বাঁশি বাজার মিনিট চারেক আগে ভ্যালেন্টিন স্টোকারের গোলে হারলেন রিবেরি-গোমেজরা। তা ছাড়া দু’বার পোস্টেও মারেন বাসেলের ফুটবলাররা। উল্টো দিকে রিবেরিও দু’বার সুযোগ পেয়েছিলেন গোলের। ক্লদিও রানিয়েরির ইন্টার আবার গোল খেল ইনজুরি টাইমের একেবারে শেষে। দিদিয়ের দেশঁ-এর টিম আন্দ্রে আয়েউয়ের গোলে এগিয়ে থেকেই মিলানে অ্যাওয়ে ম্যাচ খেলতে যাবে।
|
এ বারের দলীপ জয়ী পূর্বাঞ্চল দলকে সিএবি সংবর্ধনা দিচ্ছে মার্চের শেষ সপ্তাহে।
|
• বেহালা আর্য বিদ্যামন্দির (প্রাথমিক) বার্ষিক ক্রীড়া বৃহস্পতিবার ইসলামিয়া মাঠে অনুষ্ঠিত হয়। পুরষ্কার দেন যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস এবং মেয়র পরিষদ দেবাশিস কুমার।
• উত্তরপাড়া নেতাজী ব্রিগেড ক্লাবের বার্ষিক মিলন উৎসবে আগামী রবিবার থাকবেন তনুময় বসু, সুজিত চক্রবর্তী।
|
বিটিটিএ-এর উদ্যোগে সর্ব কালের সেরা টেবিল টেনিস তারকা ভিক্টর বার্নার শতবর্ষ পালন হল এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে। |