টুকরো খবর
কিষেণজি-র মৃত্যু নিয়ে শুনানি শুরু
মাওবাদী শীর্ষনেতা কিষেণজি-র মৃত্যু নিয়ে প্রশাসনিক তদন্তে বৃহস্পতিবার মেদিনীপুর সার্কিট হাউসে পুলিশ-আধা সেনার কর্মী-অফিসারদের বক্তব্য শুনলেন বর্ধমানের ডিভিশনাল কমিশনার কাশীনাথ বেহেরা। শুনানিতে হাজির ছিলেন সিআইএফের আইজি সিদ্ধিনাথ গুপ্ত ও এসপি মনোজ বর্মা, ডিআইজি (মেদিনীপুর রেঞ্জ) বিনীত গোয়েল, পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার প্রবীণ ত্রিপাঠী। গত ২৪ নভেম্বর জামবনির বুড়িশোলে যৌথ বাহিনীর অভিযানে নিহত হন কিষেণজি। সে দিনের অভিযানে অংশ নেওয়া পুলিশ-আধা সেনার আধিকারিক ও কর্মীদেরও বক্তব্য শোনেন কমিশনার। মাওবাদী নেতার মৃত্যুর পরে বিভিন্ন মহল থেকে ‘ভুয়ো সংঘর্ষে’র অভিযোগ তোলা হয়েছিল। প্রশাসনিক সূত্রের খবর, এ দিনের শুনানিতে পুলিশ-আধা সেনার কর্মী-অফিসারেরা ফের গুলির লড়াইয়ের দাবিই করেছেন।

কারারক্ষী বিক্ষোভ মেদিনীপুরে
‘পশ্চিমবঙ্গ কারারক্ষী সমিতি’র বিক্ষোভ। ছবি: রামপ্রসাদ সাউ।
সংশোধনাগারে বিজ্ঞানভিত্তিক ডিউটির রোস্টার চালু করা, মৃত কর্মচারীদের উত্তরাধিকারীর চাকরি, অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ-সহ পাঁচ দফা দাবিতে বৃহস্পতিবার মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারের সামনে অবস্থান-বিক্ষোভ করে আরএসপি প্রভাবিত ‘পশ্চিমবঙ্গ কারারক্ষী সমিতি’। পরে জেল কর্তৃপক্ষের কাছে স্মারকলিপিও দেওয়া হয়। নেতৃত্ব দেন সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অশোককুমার সরকার। এ দিন সকাল থেকেই সংশোধনাগার চত্বরে অবস্থানে বসেন সমিতির কর্মী-সমর্থকেরা। তাঁদের অভিযোগ, কারারক্ষীদের দাবিগুলি নিয়ে কর্তৃপক্ষ পদক্ষেপ করছেন না। সমিতির মেদিনীপুর সার্কেল ইউনিটের সাধারণ সম্পাদক নবীন অধিকারী বলেন, “বর্তমানে বিজ্ঞান এবং সমাজ ব্যবস্থায় বহু উন্নতি হয়েছে। কিন্তু, কারারক্ষীদের ডিউটি ব্যবস্থার আজ পর্যন্ত কোনও উন্নতি হয়নি।” অবস্থানে যোগ দেন আরএসপি’র পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক শক্তি ভট্টাচার্য, সিপিএম প্রভাবিত ‘কারারক্ষী সমিতি পশ্চিমবঙ্গ’র কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য অতুল সাহাও। এ দিকে, সংশোধনাগার চত্বরে সাউন্ডবক্স রেখে এ হেন অবস্থান-বিক্ষোভের তীব্র বিরেধিতা করেছে তৃণমূল প্রভাবিত ‘বঙ্গীয় কারারক্ষী সমিতি’। সমিতির নেতা নিরুপম খাঁড়ার বক্তব্য, “সংশোধাগারের ১৭ জন বন্দিও মাধ্যমিক পরীক্ষা দেবেন। অথচ সাউন্ডবক্স রেখে সভা হল। কর্তৃপক্ষও কোনও পদক্ষেপ করল না। আমরা বিষয়টি জেলা প্রশাসনকে জানিয়েছি।”

মহিলা কলেজে কেরিয়ার কর্মশালা
মেদিনীপুর শহরের রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ের কেরিয়ার কাউন্সেলিং সেলের উদ্যোগে শুরু হল এক কর্মশালা। উদ্বোধন করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ডেভলপমেন্ট অফিসার বিনয় চন্দ্র। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ উদয়চাঁদ পাল, কেরিয়ার কাউন্সেলিং সেলের সঞ্চালক রূপা দাশগুপ্ত প্রমুখ। আজ, শুক্রবার পর্যন্ত এই কর্মশালা চলবে। কলেজ, বিশ্ববিদ্যালয়-স্তরের পড়াশোনা শেষ করে প্রত্যেকেই চাকরির খোঁজে হন্যে হয়ে ওঠেন। তাঁদের মধ্যে আবার অনেকেই বুঝতে পারেন না কী করা উচিত। কারও উচ্চশিক্ষার দিকে ঝোঁক থাকে। কেউ আবার পারিবারিক অবস্থার কথা ভেবে সরকারি, বেসরকারি চাকরির খোঁজ করেন। ছাত্রছাত্রীরা যাতে সঠিক পথ বেছে নিতে পারেন, সে জন্যই এই কর্মশালা। ২০০৬-এ মহিলা মহাবিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ ও অন্যান্য বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের উদ্যোগেই কলেজ পরিচালন সমিতি কেরিয়ার অ্যাডভান্সমেন্ট সেন্টার গড়ে তোলে। সেন্টারের উদ্যোগে নানা সময়ে প্রশিক্ষণ শিবিরও হয়। শুক্রবারের কর্মশালায় একটি ‘কেরিয়ার গাইড’ও প্রকাশ করা হয়। সব মিলিয়ে ২৭০ জন ছাত্রছাত্রী এ বারের কর্মশালায় যোগ দিয়েছেন। বিভিন্ন সংস্থার আধিকারিকেরাও বক্তব্য রাখেন।

ছত্রধরের আর্জি
বন্দিদের মুক্তির দাবিতে সাধারণ মানুষকে সরব হওয়ার আবেদন জানালেন জেলবন্দি জনগণের কমিটির নেতা ছত্রধর মাহাতো। বৃহস্পতিবার সংবাদমাধ্যমের কাছে পাঠানো এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতিগুলির অন্যতম ছিল ‘রাজনৈতিক বন্দিদের মুক্তিদান’। উত্তরবঙ্গের কয়েক জন বন্দি জামিনে মুক্তি পেলেও দক্ষিণবঙ্গের এক জনও মুক্তি পাননি। জঙ্গলমহলে নতুন করে পুলিশি ধরপাকড়, মারধর চলছে। সাধারণ মানুষের উদ্দেশে বিবৃতিতে লেখা রয়েছে, ‘আপনারা বন্দিদের মুক্তির দাবিতে সরব হন’।

অপহৃতা উদ্ধার
এক মহিলাকে অপহরণের অভিযোগ উঠেছিল গত ১৬ ফেব্রুয়ারি। বেলদার দেউলির বাসিন্দা রাজু শ্যামল অভিযোগ করেছিলেন, তাঁর স্ত্রীকে অপহরণ করেছে দুষ্কৃতীরা। পুলিশ তদন্তে নামে। জানতে পারে, মহিলাকে গুজরাতে নিয়ে যাওয়া হয়েছে। ২০ ফেব্রুয়ারি গুজরাতের জামনগর থানা এলাকার মেসপুরের একটি বাড়ি থেকে তাঁকে উদ্ধার করে পুলিশ। শনিবার তাঁকে মেদিনীপুর আদালতে হাজির করা হবে। অপহরণের অভিযোগে সত্যজিৎ পট্টনায়ক নামে এক জনকেও গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সুপার প্রবীণ ত্রিপাঠি জানিয়েছেন, অসৎ উদ্দেশ্যেই মহিলাকে অপহরণ করা হয়েছিল বলে তদন্তে জানা গিয়েছে।

সিসিএলের দল মেদিনীপুর শহরে
সেলিব্রিটি ক্রিকেট লিগের (সিসিএল) দল ‘বেঙ্গল টাইগার্স’ মেদিনীপুর শহরে আসছে আগামী রবিবার। অধ্যাপক প্রশান্তকুমার সান্যাল ক্রিকেট কোচিং ক্যাম্প সভাপতি একাদশের সাথে তাদের প্রীতি-ম্যাচ হবে সে দিন। সংগঠকদের সূত্রে জানা গিয়েছে, টালিগঞ্জের বেশ কয়েক জন তারকা রবিবার শহরের বিশিষ্টদের সঙ্গে ক্রিকেট খেলবেন অরবিন্দ স্টেডিয়ামের মাঠে।

বেঙ্গল টাইগার্স মেদিনীপুরে
সেলিব্রিটি ক্রিকেট লিগের (সিসিএল) দল ‘বেঙ্গল টাইগার্স’ মেদিনীপুর শহরে আসছে আগামী রবিবার। অধ্যাপক প্রশান্তকুমার সান্যাল ক্রিকেট কোচিং ক্যাম্প সভাপতি একাদশের সাথে তাদের প্রীতি-ম্যাচ হবে সে দিন। টালিগঞ্জের বেশ কয়েক জন তারকা রবিবার শহরের বিশিষ্টদের সঙ্গে খেলবেন অরবিন্দ স্টেডিয়ামের মাঠে।

বিক্ষোভ-সমাবেশ
বুধবার খড়্গপুর ডিজেল শেড-এ বিক্ষোভ সমাবেশ করল খড়্গপুর রেলবিভাগের মেন্স ইউনিয়ন। সভায় বক্তাদের মধ্যে ছিলেন গৌতম মুখোপাধ্যায়, অজিত ঘোষাল প্রমুখ।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.