টুকরো খবর |
বছর ঘুরতেই রাস্তা বেহাল, নাকাল যাত্রী |
নিজস্ব সংবাদদাতা • পাঁচলা |
|
ছবি: রমাপ্রসাদ গঙ্গোপাধ্যায়। |
ভারি ট্রাক চলাচল করে না। তবুও মাত্র এক বছরেই বেহাল হয়ে পড়েছে পাঁচলার মানিকপীর থেকে রাজখোলা পর্যন্ত রাস্তাটি। এই রাস্তাটি ২০০৮ সালে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পে তৈরি হয়েছিল। কিন্তু তৈরি হওয়ার পরে মাত্র এক বছরের মধ্যে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। রাস্তাটি তৈরি হয়েছে কানা দামোদর নদীর বাঁধের উপরে। কিন্তু রাস্তার দুই দিকে বাঁধের পাড়ে ধস নেমেছে। এই রাস্তার উপর দিয়ে চলাচল করে ছোট গাড়ি, মোটরবাইক, ইঞ্জিন ভ্যান প্রভৃতি। কিন্তু বেহাল রাস্তার উপর দিয়ে এই সব যানবাহন যাতায়াত করে বেশ ঝুঁকি নিয়ে। গত বর্ষায় রাস্তাটি এতটাই বেহাল হয়ে পড়ে যে, ভ্যান রিকশা ও গাড়ি চালকেরা নিজেদের গাঁটের কড়ি খরচ করে রাস্তার উপরে ইট পাতেন। কিন্তু তাতেও সমস্যা মেটেনি। এই বেহাল রাস্তার উপর দিয়ে গ্রামবাসী এবং স্কুল ছাত্রছাত্রীরা যাতায়াত করতে বেশ অসুবিধায় পড়েন। পাঁচলা পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূলের সুশীল অধিকারী বলেন, “রাস্তাটি তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে এর বিভিন্ন অংশ ধসে পড়তে শুরু করে। রাস্তার হাল খুবই খারাপ। কিন্তু যেহেতু এটি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পে তৈরি হয়েছে তাই জেলা পরিষদকে আমরা বার বার বলেছি রাস্তাটি মেরামত করে দেওয়ার জন্য।” অন্য দিকে জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সিপিএমের আনন্দ চট্টোপাধ্যায় বলেন, “প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পে রাস্তাগুলি মেরামতি ও রক্ষণাবেক্ষণের টাকা আমরা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের কাছে চেয়েছি। কিন্তু টাকা পাইনি।”
|
বাগনানের ব্যাঙ্কে ডাকাতি |
নিজস্ব সংবাদদাতা • বাগনান |
ব্যাঙ্কের ভিতরে ঢুকে গভীর রাতে ৪০ লক্ষ টাকা চুরি করে পালাল দুষ্কৃতীরা। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে হাওড়ার বাগনানের কল্যাণপুরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায়। বৃহস্পতিবার রাত পর্যন্ত চুরির ঘটনার কিনারা করতে পারেনি পুলিশ। মাস দুই আগে বাগনানেই অন্য একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় দিনের বেলা হানা দিয়ে এক দল ডাকাত ৩৭ লক্ষ টাকা নিয়ে চম্পট দেয়। ওই ঘটনাতেও এখনও পর্যম্ত কেউ ধরা পড়েনি। তারও কয়েক দিন আগে বাকসিতে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় ডাকাতি হয়। ওই ঘটনায় অবশ্য পুলিশ গ্রামবাসীদের সহায়তায় কয়েক জন দুষ্কৃতীকে ধরেছিল। এ দিকে, এলাকায় পর পর চুরি, ডাকাতির ঘটনায় বাগনানের নাগরিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। কল্যাণপুরে চুরির ঘটনাটি জানাজানি হয় বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা নাগাদ। ব্যাঙ্কের ম্যানেজার এবং কর্মীরা এসে দেখেন কোলাপসেবল দরজার তালা কাটা। এর পরে তাঁরা ভিতরে গিয়ে দেখেন ভল্টটিও গ্যাসকাটার দিয়ে কাটা হয়েছে। ম্যানেজার উত্তম রায় বলেন, “স্কুল শিক্ষকদের বেতন ও পেনশনের টাকা অন্য ব্যাঙ্ক থেকে তুলে এনে বুধবার এই ব্যাঙ্কে এনে রাখা হয়েছিল। ২৮ তারিখে বন্ধের জন্য অনেকে আগে থেকে টাকা তুলে নিতে পারেন। সে কথা ভেবেও বাড়তি টাকা এনে রাখা হয়েছিল। মোট ৪০ লক্ষ টাকা ভল্টে ছিল। সবই চুরি হয়ে গিয়েছে।” চুরির ঘটনার খবর পেয়ে ব্যাঙ্কে আসেন পুলিশের পদস্থ কর্তারা। ঘটনাস্থলে হাজির হয়ে আমতার কংগ্রেস বিধায়ক অসিত মিত্র। ব্যাঙ্কটি তাঁরই বিধানসভা এলাকায় পড়ে। বিধায়ক বলেন, “কয়েক মাসের মধ্যে একই থানা এলাকায় তিনটি ব্যাঙ্কে চুরি, ডাকাতি হল। অথচ কোনওটিরই কিনারা হল না। এ বারে সাধারণ মানুষ আতঙ্কে ভুগতে শুরু করেছেন।” জেলার পুলিশ সুপার (গ্রামীণ) রবীন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, “প্রতিটি ঘটনার তদন্ত চলছে। দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি চলছে।”
|
যান চলাচলের ফাঁসে বিপাকে পরীক্ষার্থীরা |
নিজস্ব সংবাদদাতা • গোঘাট |
বাস চলাচলের সমস্যা দীর্ঘদিনের। প্রশাসনের কাছে বারবার অভিযোগ জানিয়েও কোনও ফল পাওয়া যায়নি। আজ, শুক্রবার শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। গোঘাটের কুমারগঞ্জ অঞ্চলের মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছনোর কোনও বিকল্প ব্যবস্থা নিশ্চিত না হওয়ায় বৃহস্পতিবার বিডিও-র কাছে বিক্ষোভ দেখালেন স্থানীয় মানুষ। কুমারগঞ্জ থেকে আরামবাগ রাস্তার ২১ নম্বর বাস দীর্ঘ সাত মাস ধরে বন্ধ। সকাল ৭টা ৪০ মিনিটে একটি দূরপাল্লার গাড়ি তারকেশ্বরে যায় এবং তা ফেরে সন্ধ্যা সাড়ে ৬টায়। মাঝের বাকি সময় যাতায়াতের জন্য ট্রলি ভ্যান ও ভুটভুটিই ভরসা। কুমারগঞ্জ অঞ্চলের ভুরকুণ্ডা এবং রিয়া উচ্চমাধ্যমিক স্কুল কর্তৃপক্ষও পরীক্ষার্থীদের যাতায়াতের অনিশ্চয়তা নিয়ে উৎকণ্ঠায়। ওই স্কুল দু’টির পরীক্ষা কেন্দ্র পড়ে বেঙ্গাই, গোবিন্দপুর এবং সামন্তখণ্ড হাইস্কুলে। পরীক্ষার্থীদের অভিভাবকেরা সমস্যার সমাধানের জন্য শরণাপন্ন হয়েছেন রাজনৈতিক নেতা-কর্মীদেরও। তৃণমূলের মোহন মণ্ডল জানান, অন্তত দুটো গাড়ির জন্য তিনি বাস মালিকদের জানিয়েছেন। কিন্তু কিছুর আশ্বাস তিনি দিতে পারেননি। অন্য দিকে, বাস মালিক সংগঠনের সম্পাদক বৈদ্যনাথ নন্দীর অভিযোগ, ‘‘ভুটভুটির দৌরাত্ম্যে আমরা দুটো বাস তুলে নিতে বাধ্য হয়েছি। প্রায় ২০-২২ টি ভুটভুটি চলায় আমাদের খদ্দেরও কম। স্থানীয় মানুষ বা রাজনৈতিক নেতা কেউই বিষয়টিতে হস্তক্ষেপ না করায় মহকুমা শাসকের কাছে বাস তুলে নেওয়ার বিষয়টি লিখিত ভাবে জানানো হয়েছে।” গোঘাট-২ বিডিও অনির্বাণ সোম জানান, “বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।” মহকুমাশাসক অরিন্দম নিয়োগী বলেন, “জেলা দফতরকে জানানো হয়েছে। তাঁরাই বিষয়টি দেখে ব্যবস্থা নেবেন।” জেলাশাসক শ্রীপ্রিয়া রঙ্গরাজন অবশ্য ‘আশ্বস্ত’ করে বলেন, “আরামবাগ মহকুমা-সহ জেলার যে সব রুটে বাস চলাচল নিয়ে অসুবিধা আছে সেগুলিতে অতিরিক্ত পরিবহণের ব্যবস্থা করা হচ্ছে। পরীক্ষার্থীদের কোনও অসুবিধা হবে না।”
|
ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই চুঁচুড়ায় |
নিজস্ব সংবাদদাতা • চুঁচুড়া |
এক ব্যবসায়ীকে মারধর করে তাঁর মোটরবাইক ছিনিয়ে নিয়ে পালাল দুষ্কৃতীরা। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে হুগলির ব্যান্ডেলের দেবানন্দপুরে। অধীর ভৌমিক নামে ওই ব্যবসায়ীকে গুরুতর জখম অবস্থায় ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। চুঁচুড়া থানায় লিখিত অভিযোগ হয়েছে। পুলিশ তদন্তে নেমেছে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর) অশেষ বিশ্বাস বলেন, “দুষ্কৃতীদের ধরার চেষ্টা হচ্ছে।” পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অধীরবাবুর বাড়ি ব্যান্ডেলের চন্দনপুরে। তাঁর একটি ট্রাক আছে। ডেকরেটারের ব্যবসাও আছে। ব্যবসার কাজ সেরে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা নাগাদ তিনি বাইক নিয়ে বাড়িতে ফিরছিলেন। অভিযোগ, বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে দেবানন্দপুরের একটি আমবাগানের মাঝের রাস্তা দিয়ে যাওয়ার সময় পাঁচ দুষ্কৃতী দড়ি ফেলে তাঁর পথ আগলায়। ভোজালি, লোহার রড দেখিয়ে ওই ব্যবসায়ীর কাছ থেকে টাকা চায় তারা। তিনি তা দিতে অস্বীকার করলে দুষ্কৃতীরা তাঁর উপর চড়াও হয়। বাধা দিলে দুষ্কৃতীদের সঙ্গে তাঁর ধস্তাধস্তি হয়। তখনই রড দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। অধীরবাবুর চিৎকার কানে যেতে কিছুটা দূর থেকে রাত পাহারাদারেরা ছুটে আসেন। অধীরবাবুর বাইক নিয়ে পালায় দুষ্কৃতীরা বৃহস্পতিবার হাসপাতালের বিছানায় শুয়ে অধীরবাবু বলেন, “এক জন ভোজালি দিয়ে মারতে গিয়েছিল। আমি তার হাত ধরে নিই। তাতে ভোজালিটি পড়ে যাওয়ায় প্রাণে বেঁচে গিয়েছি।” চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর বাঁ পায়ের হাড় তিন টুকরো হয়ে গিয়েছে। হাতের চেটোতে ভোজালির আঘাতের ক্ষতচিহ্ন রয়েছে। পায়ে অস্ত্রোপচার প্রয়োজন।
|
খানাকুলে ওয়েবসাইট চালু হল ৩টি পঞ্চায়েতের |
নিজস্ব সংবাদদাতা • খানাকুল |
আরামবাগ মহকুমায় এই প্রথম কোনও গ্রাম পঞ্চায়েত স্তরেও নিজস্ব ওয়েবসাইট খোলা হল। বৃহস্পতিবার খানাকুল ১ ব্লকের পোল-২, ঘোষপুর এবং তাঁতিশোলে ওয়েবসাইটের উদ্বোধন করেন আরামবাগের মহকুমাশাসক অরিন্দম নিয়োগী। পোল-২ পঞ্চায়েতের উদ্বোধন হয় আগে। তারপরে মহকুমাশাসক বলেন, “যে পঞ্চায়েতে দীর্ঘ দিন কাজই হচ্ছিল না, সেখানে এখন কাজ কেমন হচ্ছে, তা মানুষ দেখুন। এই বার্তা পৌঁছে দিতেই এই পঞ্চায়েতটিকে বেছে নেওয়া হয়েছে।” মার্চ মাসের মধ্যেই মহকুমার সব পঞ্চায়েতে ওয়েবসাইট খোলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি। প্রথম পর্যায়ের ওয়েবসাইটটি তিনটি হল, www.pole2panchayat.in, www.ghoshpurgp.in এবং www.tantisalgp.org। আরামবাগ মহকুমার ৬টি ব্লকের ওয়েবসাইট অবশ্য আগেই খোলা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। পঞ্চায়েত-স্তরে ওয়েবসাইট খোলার ব্যাপারে বিশেষ তৎপর হয়েছিলেন খানাকুল ১ বিডিও সুপ্রভাত চট্টোপাধ্যায়। তিনি জানান, এই ওয়েবসাইট থেকে সংশ্লিষ্ট পঞ্চায়েতের ভোটার তালিকা, বিভিন্ন ভাতা-সংক্রান্ত তথ্য, একশো দিনের কাজের প্রকল্পের খুঁটিনাটি-সহ সমস্ত প্রকল্পের যাবতীয় তথ্য পাওয়া যাবে।
|
তারকেশ্বরে নতুন মঠাধীশ |
নিজস্ব সংবাদদাতা • তারকেশ্বর |
তারকেশ্বর মন্দির এবং মঠের নতুন মঠাধীশ হয়েছেন দণ্ডীস্বামী সুরেশ্বর আশ্রম। তিনি দণ্ডীস্বামী ঋষিকেশ আশ্রমের স্থলাভিষিক্ত হলেন। তারকেশ্বরে নতুন মঠাধীশের ‘জন্মদিন’ পালনের একটি রীতি আছে। এখন সেখানে শিবরাত্রী উৎসব চলছে। তার মধ্যেই বুধবার নতুন মঠাধীশের ‘জন্মদিন’ পালন করলে ভক্তেরা। ওই দিন তাঁকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা নগর পরিক্রমা করে। তারকেশ্বরের শ’য়ে শ’য়ে আমজনতা ওই শোভাযাত্রায় সামিল হন। কয়েক হাজার মানুষকে ভোগ খাওয়ানো হয় বলে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন।
|
তারকেশ্বরে কেপমারি |
নিজস্ব সংবাদদাতা • তারকেশ্বর |
এক প্রৌঢ়ের সাইকেল থেকে টাকা-ভর্তি ব্যাগ হাতিয়ে নিয়ে পালাল কেপমারেরা। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে তারকেশ্বরের পদ্মপুকুরে। তারকেশ্বরের বালিগোড়ী ২ পঞ্চায়েতের নন্দনবাটির বাসিন্দা চৌধুরী মণ্ডল অভিযোগ করেন, তাঁর ৩০ হাজার টাকা হাতিয়ে নিয়ে পালায় দুষ্কৃতীরা। বুধবার দুপুর সাড়ে ১২টা নাগাদ তিনি তারকেশ্বরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে টাকা তোলেন। টাকা একটি ব্যাগে ভরে সেটি সাইকেলের হ্যান্ডেলে ঝুলিয়ে বাড়ি ফিরছিলেন। হঠাৎই সাইকেলের পিছনের চাকা আটকে যাওয়ায় ওই প্রৌঢ় নেমে দেখেন, চাকায় সুতো জড়ানো। কাছের একটি দোকানে গিয়ে ব্লেড নিয়ে ওই সুতো কাটছিলেন তিনি। ইতিমধ্যে সকলের নজর এড়িয়ে দুষ্কৃতীরা ব্যাগটি নিয়ে পালায়। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। |
|