ফের জঙ্গিদের নিশানায় লাতেহারের বালুমথ থানা। গত কাল রাতে হঠাৎই এই থানায় হামলা চালায় একদল মাওবাদী জঙ্গি। আক্রমণ করা হয় থানার লাগোয়া সিআরপিএফ শিবিরেও। তবে পুলিশ ও সিআরপিএফ পাল্টা আক্রমণ চালিয়ে জঙ্গিদের হঠিয়ে দেয়। তারা পালিয়ে যায়।
পরে দেখা যায় জঙ্গিদের গুলিতে পঞ্চাশোর্ধ্ব এক গ্রামবাসীর মৃত্যু হয়েছে। মাইন বিস্ফোরণে জঙ্গিরা পঞ্চায়েত সমিতির এক প্রভাবশালী কর্তার বাড়িও উড়িয়ে দিয়েছে। আগুন লাগানো হয়েছে কয়েকটি বাড়িতেও। পুলিশের প্রাথমিক ধারণা, থানা আক্রমণ করে নিরাপত্তা রক্ষীদের ব্যস্ত রেখে গ্রামে হামলাই ছিল জঙ্গিদের মূল উদ্দেশ্য।
লাতেহার জেলার পুলিশ সুপার ক্রান্তি কুমার জানিয়েছেন, জঙ্গিদের গুলিতে নিহত গ্রামবাসীর নাম রামু কান্দু। ল্যান্ডমাইন বিস্ফোরণে
বিধ্বস্ত বাড়ির ধ্বংস্তুপ থেকে বেরিয়ে আসতে গিয়ে জখম হয়েছেন পঞ্চায়েত সমিতির কর্মকর্তা রাজেন্দ্র সাহু। আক্রান্ত হয়েছেন ফুলচাঁদ গঞ্জ নামে বালুমাথের আরও এক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব।
পুলিশ জানায়, এ ছাড়াও জঙ্গিরা আরও কয়েকটি বাড়িতে হামলা চালায়। আগুন লাগায় দুটি বাড়িতে। এই ঘটনার প্রতিবাদে আজ সকালের দিকে ঘণ্টা দেড়েক ৯৯ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে ক্ষুব্ধ গ্রামবাসীরা।
চলতি মাসের গোড়ায় বালুমথ থানার কাছে মাইন বিস্ফোরণ ঘটিয়ে পুলিশর একটি গাড়ি উড়িয়ে দিয়েছিল মাওবাদী জঙ্গিরা। ওই ঘটনায় মৃত্যু হয়েছিল চার জন পুলিশ কর্মীর। গত কাল রাতে থানাতেই হামলা চালাল বেপরোয়া জঙ্গিরা।
লাতেহারের পুলিশ কর্তারা জানিয়েছেন, গত রাতে আচমকাই থানায় চড়াও হয় সশস্ত্র মাওবাদী জঙ্গিদের একটি বাহিনী। ওই দলে ছিল জনা পঞ্চাশেক সশস্ত্র যুবক। জঙ্গিরা দু’ভাগে বিভক্ত হয়ে হামলা চালিয়েছে। পুলিশকে নিষ্ক্রিয় করে রাখার ছক কষে প্রথমে এক দল জঙ্গি বালুমথ থানা লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। থানা থেকে পাল্টা গুলি
চালায় পুলিশ।
এরই মধ্যে জঙ্গিদের অন্য একটি বাহিনী গ্রামে ঢুকে তাণ্ডব শুরু করে। গুলি করে মারে রামু কান্দু নামে পঞ্চশোর্ধ্ব এক ব্যক্তিকে। ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটিয়ে চুরমার করে দেয় পঞ্চায়েত সমিতির কর্তা রাজেন্দ্র সাহুর বাড়ি। পুলিশ জানিয়েছে, গত রাতে বালমুথে আরও কয়েকটি বাড়িতে হামলা চালিয়েছে জঙ্গিরা। আগুন লাগানো হয়েছে দুটি বাড়িতে।
পুলিশ জানিয়েছে, গত কাল রাতে প্রায় একই সময়ে এক দল সশস্ত্র জঙ্গি হানা দেয় গিরিডির দুধানিয়া গ্রামে। সেখানে একটি নির্মাণ সংস্থার সরঞ্জাম এবং পানীয় জলের ট্যাঙ্কার জ্বালিয়ে দেওয়া হয়েছে। |