ইরানে বন্দি ছেলের কাছে মার্কিন মা |
সিআইএ-র চরবৃত্তির অভিযোগে ইরানে বন্দি এক প্রাক্তন মার্কিন নৌ-সেনার সঙ্গে দেখা করলেন তাঁর মা। মার্কিন দৈনিক জানিয়েছে, আমিরকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে। আমেরিকা ও ইরানের দ্বৈত নাগরিকত্ব আছে আমিরের। কিন্তু আমিরের মাকে বারবার দেখা করতে দেওয়ায় আশার আলো দেখছেন মার্কিন কর্তৃপক্ষ। ওয়াকিবহাল মহলের মতে, ইরান হয়তো আমিরের শাস্তি লাঘবের জন্য আলোচনায় বসতে পারে।
|
সিরিয়ায় নিহত দুই সাংবাদিক |
হোমস শহরে সিরিয়ার সেনার হামলায় প্রাণ হারালেন দুই সাংবাদিক। তাঁরা হলেন মারি কলভিন ও রেমি ওচলিক। মারি একটি ব্রিটিশ দৈনিকের সাংবাদিক। ওচলিক ফরাসি চিত্রসাংবাদিক। হোমস শহরে একটি বাড়িতে তাঁরা থাকছিলেন। বুধবার সেনার হামলার উড়ে যায় বাড়িটি। তাতেই প্রাণ হারান ওই দু’জন। ঘটনায় আরও দুই চিত্রসাংবাদিক আহত হয়েছেন।
|
ফের পুলিশের জেরার সামনে পড়তে হল প্রাক্তন আইএমএফ প্রধান দমিনিক স্ত্রাউস কানকে। নিউ ইয়র্কের হোটেলে ধর্ষণের চেষ্টার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সম্প্রতি যৌন ব্যবসার সূত্রে প্যারিস থেকে দুই ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের সঙ্গে কানের যোগাযোগ ছিল বলে জানা গিয়েছে। সেই মামলায় তাই কানকে ফের জেরা করছে ফরাসি পুলিশ।
|
বিধ্বংসী ট্রেন দুর্ঘটনায় ৪৯ জনের মৃত্যু হল আর্জেন্তিনায়। জখম অন্তত ৬০০ জন। দুর্ঘটনাটি ঘটেছে রাজধানী বুয়েনস এয়ার্সের প্রান্তিক স্টেশনে। বুধবার সকালে প্ল্যাটফর্মের শেষ প্রান্তে না থেমে যাত্রী বোঝাই একটি ট্রেন সজোরে গিয়ে ধাক্কা মারে বাফারে। ইঞ্জিন ও পিছনের কামরাগুলি দুমড়েমুচড়ে যায়। |