টুকরো খবর |
বিয়ের আসর থেকে পালাল যুবক, নালিশ
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা |
সহবাসের পরেও বিয়েতে বেঁকে বসায় পুলিশের দ্বারস্থ হয়েছিলেন তরুণী। পরে রাজি হওয়ায় যুবকের বিরুদ্ধে আনা অভিযোগ তিনি তুলেও নেন। কিন্তু বিয়ের দিন ওই যুবক পালিয়ে যাওয়ায় তরুণী ও তাঁর পরিবারের লোকজন বিপাকে পড়েছেন। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের শামুকতলা থানার উত্তর চিকলিগুড়ি গ্রামে। পলাতক যুবক-সহ তিন জনের নামে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে তরুণীর পরিবার। পুলিশ জানায়, অভিযুক্ত যুবকের নাম শঙ্কর দাস। তিনি ভাটিবাড়ির চিলুরঘাট এলাকার বাসিন্দা। পেশায় প্রাথমিক শিক্ষক। তরুণীর বাড়ি শামুকতলা থানা এলাকার চিকলিগুড়ি গ্রামে। মেয়েকে কেমন করে বিয়ে দেবেন তা নিয়ে চিন্তায় পড়েছেন বাড়ির লোকজন। তরুণীর মা বলেন, “মেয়ের সঙ্গে শঙ্করের দেড় বছরের প্রেমের সম্পর্ক। বিয়ের প্রলোভন দিয়ে সহবাসও করেছে। কিন্তু শিক্ষকতার চাকরি পেয়ে বেঁকে বসে। আমরা পুলিশের কাছে অভিযোগ জানাই। এর পরে শঙ্কর রাজি হলে অভিযোগ তুলে নিয়ে ১৭ ফেব্রুয়ারি বিয়ের দিন ঠিক করা হয়।” বিয়ের দিন তরুণীর বাড়িতে সমস্ত প্রস্তুতি নেওয়া হয়। কিন্তু দীর্ঘ সময় পরেও বর আসেনি। সন্দেহ হলে তরুণীর বাড়ির লোকজন খোঁজ নিয়ে জানতে পারেন শঙ্কর ও তাঁর পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়েছে। পুলিশের কাছে অভিযোগ করেন তরুণী। |
প্রতারণার অভিযোগে ধৃত মহিলা, পলাতক স্বামী
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন এক মহিলা। শনিবার দুপুরে বালুরঘাট আদালত চত্বর থেকে ওই মহিলাকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। অন্য অভিযুক্ত ধৃতের স্বামী আদালতের পাঁচিল টপকে পালিয়ে যায়। পুলিশ জানায়, অস্ট্রেলিয়ায় লটারির টিকিটে ৫৫ কোটি টাকা পেয়েছেন বলে অভিযুক্ত স্বামী-স্ত্রী টোপ দিয়ে হিলি ও বালুরঘাটের বেশ কিছু বাসিন্দার কাছে লক্ষাধিক টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ। ধৃতের নাম বেবি দাস। আইসি শান্তনু কোঁয়ার বলেন, “প্রলোভন দেখিয়ে লোকজনের কাছ থেকে টাকা নিয়ে আত্মসাতের অভিযোগে মহিলাকে গ্রেফতার করে মামলা রুজু হয়েছে। পলাতক মহিলার স্বামী অভিযুক্ত মানিক দাসের খোঁজে তল্লাশি চলছে।” এ দিন থানায় বসে শহরের সাহেবকাছারির বাসিন্দা সুজিত সরকার, খাদিমপুরের রবিন দাস, মোক্তার পাড়ার ইভা দত্তরা অভিযোগ করেন, লটারির টাকা আনতে অস্ট্রেলিয়ায় যাতায়াত সহ অন্যান্য খরচ বাবদ তাদের কারও কাছে ১০ হাজার, কারও কাছ থেকে ৫০ হাজার টাকা কয়েক দফায় নেন অভিযুক্ত মানিক দাস। তার বদলে তাদের তিন গুণ, চার গুণ টাকা ফেরতের আশ্বাস দিয়েছিলেন। হিলির বাসুদেবপুরের বাসিন্দা অভিযুক্ত মানিক দাস বর্তমানে কলকাতার বেহালার নাবালিয়া এলাকায় একটি ফ্ল্যাট কিনে সেখানে বাস করেন। প্রতারিতরা এর আগে বেহালা থানাতেও অভিযোগ দায়ের করেছেন। থানায় বসে ধৃত মহিলা বেবিদেবী অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। |
বিধায়কের গাড়িতে হামলা, গ্রেফতার তিন
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
বিধায়কের গাড়িতে হামলার চেষ্টার অভিযোগে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। গত বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ উত্তর দিনাজপুরের চাকুলিয়ার ফরওয়ার্ড ব্লক ইমরান আলি রমজের গাড়িতে ওই হামলার ঘটনা ঘটে। ৭-৮ জনের একটি দুষ্কৃতী দল ৩১ নম্বর জাতীয় সড়কে লাহিল এলাকায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে বিধায়কের গাড়ি দাঁড় করায় বলে অভিযোগ। গাড়িতে সেই সময়ে বিধায়ক ছিলেন না। দুষ্কৃতীরা চালক ও নিরাপত্তা রক্ষীকে হুমকি দেওয়ার পাশাপাশি বিধায়কের প্রাণনাশ করা হবে বলে। চালক কোনও মতে গাড়ি নিয়ে চাকুলিয়ায় পালিয়ে যান। শুক্রবার বিধায়ক ঘটনাটি জানার পরে চাকুলিয়া থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ ওই তিন জনকে গ্রেফতার করে। |
বাবাকে খুনে অভিযুক্ত ছেলে
নিজস্ব সংবাদদাতা • চাঁচল |
জমি নিয়ে বিবাদের জেরে এক প্রৌঢ়কে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে ছেলে, দুই ভাই-সহ ৮ জনের বিরুদ্ধে। মালদহের হরিশ্চন্দ্রপুরের মারাডাঙিতে এ ঘটনাটি ঘটে। গত ৬ ফেব্রুয়ারি ওই মারধরের ঘটনাটি ঘটলেও শুক্রবার রাতে মারা যান ওই প্রৌঢ়। শনিবার সকালে ওই প্রৌঢ়কে পিটিয়ে খুন করা হয়েছে বলে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। পুলিশ জানায়, মৃতের নাম আব্দুল বারেক (৫৭)। বচসার সময় তার প্রথম পক্ষের ছেলে শেখ জালালুদ্দিন, ভাই তসলিম শেখ ও বিশু শেখ-সহ ৮ জন মিলে বেধড়ক পেটায় বলে অভিযোগ। |
যানজটে নয়া বিধি কোচবিহারে
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
যানজটের সমস্যা মেটাতে আগামী পয়লা মার্চ থেকে যানবাহন চলাচলের নয়া বিধি চালু করছে কোচবিহার জেলা প্রশাসন। শনিবার জেলাশাসকের দফতরে পুলিশ, পুরসভা, ব্যবসায়ী সমিতি, বাস মালিক সংগঠন-সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের নিয়ে আয়োজিত বৈঠকে ওই পরিকল্পনা নেওয়া হয়। |
সাইকেল র্যালি
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
জিটিএতে তরাই-ডুয়ার্সের অন্তর্ভূক্তির বিরোধিতায় আদিবাসী বিকাশ পরিষদের সাইকেল র্যালি শনিবার মালবাজার পৌঁছল। ১৩ ফেব্রুয়ারি ওই র্যালি নাগরাকাটা থেকে শুরু হয়ে বানারহাট, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি, নকশালবাড়ি হয়ে শনিবার ওদলাবাড়িতে এসে পৌঁছয়। শনিবার বিকেলে র্যালি পৌঁছয় মালবাজারে। মালবাজারে থেকে রবিবার ফের নাগরাকাটায় গিয়ে র্যালি শেষ হবে বলে পরিষদ সূত্রে জানা গিয়েছে। |
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
নিয়ন্ত্রণ হারিয়ে একটি ছোট গাড়ি সেনাবাহিনীর ক্যাম্পের পাঁচিলে ধাক্কা দেওয়ায় এক জনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ১০টা নাগাদ ঘটনাটি ঘটে ভক্তিনগর থানার শালুগাড়ায়। পুলিশ জানায়, মৃতের নাম মলয় পণ্ডিত (৩০)। তাঁর বাড়ি দক্ষিণ ভরতনগরে। ওই ঘটনায় আরও ৩ জন জখম হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে জখমদের শিলিগুড়ি হাসপাতালে নিয়ে যায়। সেখানেই একজনকে মৃত ঘোষণা করে চিকিৎসক। |
|