আগামী ২১ ফেব্রুয়ারি বনগাঁয় ভাষা দিবসের অনুষ্ঠানের অনুমতি ‘প্রত্যাহার’ করে নেওয়ায় রাজ্য প্রশাসনের বিরুদ্ধে সরব হল সিপিএম। প্রতি বছর পেট্রাপোল ও বেনাপোল সীমান্তে ‘গঙ্গা-পদ্মা ভাষা মৈত্রী দিবসে’র অনুষ্ঠান হয়। সিপিএমের রাজ্যসভার সাংসদ শ্যামল চক্রবর্তী শনিবার অভিযোগ করেছেন, এ বারের অনুষ্ঠানের জন্য অনুমতি দিয়েও তা প্রত্যাহার করা হয়েছে। অনুষ্ঠানে মাইক বাজানো চলবে না বলে জানানো হয়েছে। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের উপস্থিতিতে ওই সময়েই বনগাঁ পুরসভার একটি অনুষ্ঠান রয়েছে। পেট্রাপোলের অনুষ্ঠানে শ্যামলবাবু এবং প্রাক্তন সাংসদ অমিতাভ নন্দীর যাওয়ার কথা ছিল। মাইক বাজানোর অনুমতি না-থাকলেও তাঁরা ওই দিন পেট্রাপোলে যেতে চান। গত কয়েক বছর পেট্রাপোলে ২১ তারিখের অনুষ্ঠানটি করে ‘গঙ্গা-পদ্মা ভাষা মৈত্রী সমিতি’ নামে একটি সংস্থা। বনগাঁর মহকুমাশাসক সঞ্জয় মুখোপাধ্যায় এ দিন জানান, ওই সংস্থাটিকে অনুমতি দেওয়ার পরে স্থানীয় বিধায়ক ও পুরসভার কাছ থেকে তাঁরা খবর পান, রাজ্যই এ বার ভাষা দিবসের অনুষ্ঠান করবে। রাজ্য সরকার বনগাঁর পুরসভা ও পঞ্চায়েত সমিতির মাধ্যমে অনুষ্ঠানটি করছে।
|
বোনের শ্লীলতাহানির চেষ্টার প্রতিবাদ করতে গিয়ে প্রহৃত হয়েছিলেন দাদা। বুধবার রাতে কাঁকিনাড়া স্টেশনের ওই ঘটনায় অভিযুক্ত দু’জনকে শনিবার ধরল জগদ্দল থানার পুলিশ। ধৃতদের নাম রোহিত গোণ্ড ও গোরানাথ নাগ। টিআই প্যারেডে মূল অভিযুক্ত রোহিতকে শনাক্ত করেছেন ওই দাদা ও বোন। অন্য এক অভিযুক্তের পরিচয়ও জানতে পেরেছে পুলিশ। তার খোঁজেও তল্লাশি চলছে। ব্যারাকপুরের পুলিশ কমিশনার সঞ্জয় মুখোপাধ্যায়ের বক্তব্য, “তিন দিনের মধ্যেই মূল অভিযুক্তকে ধরা হয়েছে।” অন্য দিকে, ওই ঘটনায় কাঁকিনাড়া ও নৈহাটি স্টেশনে কর্তব্যরত রেল পুলিশের তিন কর্মীকে ‘গাফিলতি’র অভিযোগে সাসপেন্ড করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন শিয়ালদহের রেল পুলিশ সুপার তাপসরঞ্জন ঘোষ।
|
আগ্নেয়াস্ত্র-সহ দু’জনকে গ্রেফতার করল টিটাগড় থানার পুলিশ। গত সোমবার ব্যারাকপুরের আনন্দপুরীর মাঠপাড়া এলাকায় বোমাবাজির ঘটনায় অভিযুক্ত তারা। শনিবার ভোরে টিটাগড় বাজার এলাকা থেকে ওই বোমাবাজিতে অভিযুক্ত হান্নান মোল্লা ও সুকুর আলিকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, হান্নানের থেকে একটি ওয়ান শটার পিস্তল মিলেছে। এ দিন খড়দহে একটি বাড়ি থেকে দু’টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় বলেও পুলিশ সূত্রে খবর।
|
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি অনুযায়ী রায়চক থেকে বারাসত হয়ে বনগাঁ পর্যন্ত ১২৫ কিলোমিটার দীর্ঘ ‘উড়াল-পথ’ তৈরির সম্ভাব্যতা নিয়ে সমীক্ষা শুরু করল একটি বেসরকারি পেশাদার সংস্থা। রাজ্য সরকারের এক মুখপাত্র জানান সমীক্ষা ইতিবাচক হলে সরকারি-বেসরকারি অংশীদারিতে ওই প্রকল্প রূপায়ণ করা হবে। তিনি বলেন, উড়াল-পথ তৈরি হলে তার জন্য কোনও জমি অধিগ্রহণ করতে হবে না। কাউকে উচ্ছেদ করতে হবে না।
|
জেঠার নির্মীয়মাণ বাড়ির কার্নিশ মাথায় ভেঙে পড়ায় মৃত্যু হল চতুর্থ শ্রেণির ছাত্রীর। শনিবার সকালে হাবরার বাণীপুরে পল্লবী দাস (১০) নামে ওই ছাত্রী বাড়ি থেকে বেরোতেই দুর্ঘটনা ঘটে। হাবরা স্টেট জেনারেলে নিয়ে যাওয়া হলে তাকে ‘মৃত’ ঘোষণা করা হয়। |