জঙ্গলমহলের জন্য কেন্দ্রের দ্বারস্থ রাজ্য
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
জঙ্গলমহলের ২৩টি ব্লকের জন্য দীর্ঘমেয়াদে যাতে চাল-গম পাওয়া যায়, তার জন্য কেন্দ্রের দ্বারস্থ হল রাজ্য সরকার। শনিবার মধ্যমগ্রামে একটি অনুষ্ঠানে উপস্থিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমের কাছে রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এ বিষয়ে আবেদন জানান। জঙ্গলমহলের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রতি মাসে ৮ হাজার মেট্রিক টন চাল এবং সাড়ে ৩ হাজার মেট্রিক টন গম পাঠানোর আর্জি জানান খাদ্যমন্ত্রী। তাঁর দাবি, “স্বরাষ্ট্রমন্ত্রী আবেদনটি গুরুত্ব দিয়ে বিবেচনার আশ্বাস দিয়েছেন।” এই সাহায্য চাওয়ার পিছনে রাজ্য সরকারের যুক্তি, মাওবাদী উপদ্রুত এলাকায় শান্তি ফিরলে নানা সাহায্য করা হবে বলে আশ্বাস দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ইতিমধ্যে জঙ্গলমহলে শান্তি ফিরেছে। তা ছাড়া, ওড়িশা এবং ঝাড়খণ্ডের মাও উপদ্রুত এলাকায় কেন্দ্র সাহায্য করছে। তবে, কেন্দ্রীয় সাহায্য না মিললেও জঙ্গলমহলে চাল-গম দেওয়া বন্ধ হবে না বলে জানান খাদ্যমন্ত্রী। তিনি বলেন, “সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে জঙ্গলমহলে ২৩টি-সহ গোটা রাজ্যে ২০০০ রেশনের ‘ডিলারশিপ’ দেওয়া হবে।” |
কলেজ শিক্ষকদের অবসরের বয়স নিয়ে ভাবছেন মমতা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
শ্রীশিক্ষায়তন কলেজের প্রাক্তনী সভায় মুখ্যমন্ত্রী। —নিজস্ব চিত্র |
কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের অবসরের বয়সের ঊর্ধ্বসীমা বাড়ানোর বিষয়টি সরকারের ভাবনায় রয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে যে হেতু বিষয়টির আর্থিক দিকও রয়েছে, তাই সরকারকে অগ্রপশ্চাৎ বিবেচনা করতে হচ্ছে। শনিবার শ্রী শিক্ষায়তন কলেজের একটি অনুষ্ঠানে এ কথা জানান মুখ্যমন্ত্রী। ২০০৬ সালে কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নতুন বেতন হার চালু করেছে ইউজিসি। ২০০৯ সালের ১ এপ্রিল থেকে বর্ধিত হারে বেতন পাচ্ছেন শিক্ষক-শিক্ষিকারা। আগের ৩৯ মাসের বকেয়া বেতনের ২০ শতাংশ রাজ্যের ও ৮০ শতাংশ কেন্দ্রীয় সরকারের দেওয়া কথা। রাজ্যের বকেয়ার কিছু অংশ পেলেও কেন্দ্রীয় অর্থের কিছুই পাননি শিক্ষকেরা। কেন্দ্রের শর্ত হল, ওই অর্থ পেতে হলে শিক্ষকদের অবসরের বয়স ৬০ বছর থেকে বাড়িয়ে ৬৫ বছর করতে হবে। অবসরের বয়স বাড়ানোর জন্য ইতিমধ্যেই আন্দোলন শুরু করেছে বিভিন্ন শিক্ষক সংগঠন। শনিবার ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, “অধ্যক্ষাকে জিজ্ঞাসা করেছিলাম, আমার কাছে তাঁরা কী চান? ওঁরা শিক্ষকদের অবসরের বয়সসীমা বাড়ানোর জন্য অনুরোধ করেছেন। সরকার এটি বিবেচনা করছে। তবে অর্থের সমস্যা রয়েছে। বাজারের অবস্থা ভাল নয়। তাই সব দিক খতিয়ে দেখা হচ্ছে।” |