বিহারে ভাগলপুর জেলার বীরবাল্লা গ্রামে অভিযান চালিয়ে ৪৮টি পরিযায়ী পাখি উদ্ধার করলেন বন বিভাগের কর্মীরা। গোপন সূত্রে খবর পেয়ে বন দফতর ও জেলা প্রশাসনের যৌথ একটি দল অভিযান চালায় ওই গ্রামে। উদ্ধার করা পাখিগুলির প্রায় সব ক’টিই বন্যপ্রাণী আইনে শিকার করা নিষিদ্ধ। ৪৮টি পরিযায়ী পাখি উদ্ধার করা ছাড়াও গ্রাম থেকে ধরা হয়েছে ৬ চোরাশিকারিকে।
|
পথপশুদের নিরাপত্তা-আশ্রয়দান, সেবা, চিকিৎসার জন্য আট বছর ধরে কাজ করে চলেছে দেবশ্রী রায় ফাউন্ডেশন।
বিশিষ্ট চিত্রকরদের আঁকা ছবি নিলাম করে সংগৃহীত অর্থে অচিরেই শুরু হবে প্রতিষ্ঠানের নিজস্ব ভবন
গড়ার কাজ। সল্ট লেকের সিটি সেন্টারে আগামী ৩ মার্চ বিকেল ৪টেয় শুরু হবে নিলাম। অনুষ্ঠানে
বিশেষ অতিথি থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রেস ক্লাবে অন লাইন নিলামের উদ্বোধনী
অনুষ্ঠানে দেবশ্রী রায়। শনিবার বিশ্বনাথ বণিকের তোলা ছবি। |