রিয়াং সমস্যা মেটাতে বৈঠক চিদম্বরমের |
নিজস্ব সংবাদদাতা • আগরতলা |
ত্রিপুরায় থেকে যে কোনও ভাবেই রিয়াং বা ব্রু জনগোষ্ঠীর সমস্যা বিষয়ে আলোচনা সম্ভব নয়, ত্রিপুরা সফরে এসে এ কথা স্পষ্ট করে জানিয়ে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম। মিজোরামে ফিরে গেলেই তাঁদের সমস্যা সমাধানে কেন্দ্রীয় সরকার উপযুক্ত ব্যবস্থা নেবে, এ কথা বলে কাঞ্চনপুর বৈঠকে উপস্থিত রিয়াং প্রতিনিধিদের তিনি আশ্বস্ত করেন। ত্রিপুরার কাঞ্চনপুর শিবিরে আশ্রিত রিয়াং জনগোষ্ঠীর মানুষদের দাবিদাওয়া প্রসঙ্গে চিদম্বরম বলেন, ‘‘যা যা দরকার সব কিছুরউ ব্যবস্থা হবে। কিন্তু সেটা মিজোরামে ফিরলেই হবে। ত্রিপুরায় নয়।”
স্বরাষ্ট্রমন্ত্রী আগরতলা থেকে সরাসরি হেলিকপ্টারে আজ কাঞ্চনপুরে পৌঁছন বেলা ১টা নাগাদ। উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরার জেলাশাসক প্রশান্ত কুমার, উনকোটির জেলাশাসক সৌম্যা গুপ্ত। এ ছাড়াও হাজির ছিলেন রাজ্য পুলিশের আইজি, ডিআইজি-সহ শীর্ষ কর্তারা। |
রিয়াং নেতাদের সঙ্গে বৈঠকের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম।
শনিবার ত্রিপুরার কাঞ্চনপুরে উমাশঙ্কর রায়চৌধুরীর তোলা ছবি। |
পরে জেলাশাসক প্রশান্ত কুমার জানান, কাঞ্চনপুরের কমিউনিটি হলে রিয়াং নেতাদের সঙ্গে চিদম্বরমের বৈঠক হয়। রিয়াং জনগোষ্ঠীর প্রায় ১০০ জনের একটি প্রতিনিধি দল বৈঠকে উপস্থিত ছিলেন। আজকের বৈঠকে রিয়াং নেতাদের মধ্যে ছিলেন সূর্যমণি রিয়াং, বিনয় রিয়াং, ব্রুনো মেসা প্রমুখ। শিবিরের এক নেতা বলেন, তাঁদের দাবিগুলির মধ্যে অন্যতম হল, রিয়াং শিবিরের সদস্যরা বিনা শর্তে মিজোরামে ফিরে গিয়ে আত্মমর্যাদা-সহ নিরাপদে বসবাস করতে চান।
চিদম্বরম আজ অবশ্য কাঞ্চনপুরের রিয়াং শিবির ঘুরে দেখেননি। প্রসঙ্গত, প্রায় ১৪-১৫ বছর আগে জাতিগত সংঘর্ষের কারণে মিজোরাম থেকে উৎখাত হয়ে রিয়াং জনগোষ্ঠীর প্রায় ৩৫ হাজার মানুষ উত্তর ত্রিপুরার কাঞ্চনপুরে এসে আশ্রয় নেন। গত বছর কয়েকশো রিয়াং পরিবার স্বভূমিতে ফিরে গেলেও এখনও কাঞ্চনপুরের ৬-৭টি শিবিরে বসবাস করছেন প্রায় ৩৬ হাজার রিয়াং। |