টুকরো খবর
টিএমসিপি জিতে গেল দুই কলেজে
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেলঘরিয়ার ভৈরব গাঙ্গুলি কলেজ এবং শিয়ালদহের সুরেন্দ্রনাথ (সান্ধ্য) কলেজের ছাত্র সংসদ দখল করল তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি)। দু’টি কলেজেরই ছাত্র সংসদ এত দিন এসএফআইয়ের ছিল। রাজ্যে শাসক পরিবর্তনের পরে এ বছরই প্রথম ‘তাৎপর্যপূর্ণ ভাবে’ এসএফআই ওই কলেজ দু’টিতে এক জনও প্রার্থী দিতে পারেনি। দু’টিতেই বিনা লড়াইয়ে জিতেছে টিএমসিপি। ভৈরব গাঙ্গুলি কলেজে ৪৮টি আসনের সব ক’টিতেই টিএমসিপি জিতেছে। গত বছর কিন্তু সব ক’টি আসনেই এসএফআই জিতেছিল। তবে সে বার টিএমসিপি লড়ে হেরেছিল। প্রসঙ্গত, কিছু দিন আগেই ওই কলেজের পরিচালন সমিতির চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন কামারহাটির তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী মদন মিত্র। সুরেন্দ্রনাথ (সান্ধ্য) কলেজের ছাত্র সংসদের ১২০টি আসনের মধ্যে ১০৮টি পেয়েছে টিএমসিপি। বাকি ১২টিতে কোনও ছাত্র সংগঠনই প্রার্থী দেয়নি। দুই কলেজেরই ভোটের এই ফলাফলের কারণ ব্যাখ্যায় এসএফআইয়ের রাজ্য নেতা সুব্রত নাইয়া বলেন, “রায়গঞ্জ-মাজদিয়ার মতো যেখানে যেখানে গণতান্ত্রিক পরিবেশ ছিল, সেখানে জিতেছি। এই কলেজগুলিতে তৃণমূলের হুমকি-সন্ত্রাসের জন্যই মনোনয়ন জমা দেওয়া যায়নি।” পক্ষান্তরে টিএমসিপির রাজ্য সভাপতি শঙ্কুদেব পণ্ডার ব্যাখ্যা, “সিপিএমের প্রতি অনাস্থা আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি গভীর আস্থায় এই কলেজগুলিতে পড়ুয়ারা এসএফআইয়ের থেকে মুখ ফিরিয়েছে।”

মিল্ক কলোনির প্রোমোটার নিখোঁজ, রহস্য
বেলগাছিয়ার এক প্রোমোটার শুক্রবার দুপুর থেকে নিখোঁজ। নাম স্বপন সাহা। মোবাইলেও তাঁর সঙ্গে যোগাযোগ করতে না পেরে তাঁর পরিবার শুক্রবার বেশি রাতে উল্টোডাঙা থানায় ডায়েরি করেছে। পুলিশ সূত্রে খবর, বছর আটচল্লিশের স্বপনবাবু কলকাতা পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের ৬৪/২৩এ বেলগাছিয়া রোডের (মিল্ক কলোনি) বাসিন্দা। প্রতি দিন সকাল ১০টা নাগাদ বাড়ি থেকের বেরোন স্বপনবাবু। ঘণ্টা খানেক পরে কাজের জায়গায় পৌঁছে বাড়িতে ফোন করেন। শুক্রবারও তা-ই করেছিলেন তিনি। কিন্তু রোজ তিনি বেলা দেড়টার মধ্যে বাড়িতে ফিরলেও শুক্রবার তা করেননি। মোবাইলও বন্ধ থাকায় খোঁজ-খবর শুরু করেন তাঁর পরিবার। রাতে স্বপনবাবুর ছেলে বাবু সাহা থানায় নিখোঁজ ডায়েরি করেন। পুলিশ তাঁদের বাড়িতে গিয়ে পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করেছে। ৩ নম্বর ওয়ার্ডের উপদেষ্টা কমিটির যুগ্ম আহ্বায়ক সলিল চট্টোপাধ্যায় বলেন, “স্বপন শান্তশিষ্ট, স্বভাবের। পাড়ায় সকলের সঙ্গে মেলামেশা করত, এমন নয়।” তবে স্বপনবাবুর নিখোঁজের পিছনে নির্দিষ্ট কোনও সূত্র শনিবার রাত পর্যন্ত পায়নি পুলিশ।

সল্টলেকে ছিনতাই
ফের সল্টলেকে ছিনতাইয়ের ঘটনা ঘটল। শনিবার দুপুর আড়াইটে নাগাদ এফডি ব্লকের বাসিন্দা এক মহিলা বিজি ব্লকে তাঁর আত্মীয়ের বাড়ি থেকে রিক্সা করে বাড়ি ফিরছিলেন। তখনই মোটরবাইকে দু’জন এসে চলন্ত অবস্থায় ওই মহিলার গলা থেকে সোনার হার ছিনতাই করে চম্পট দেয়। পরে বিধাননগর (পূর্ব) থানায় ছিনতাইয়ের অভিযোগ দায়ের করা হয়। সল্টলেকে নতুন পুলিশ কমিশনারেট তৈরির পর এ দিন পর্যন্ত তিনটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এর আগে কমিশনারেট তৈরির কিছুদিনের মধ্যেই সুইমিং পুলের কাছে এবং এইচবি ব্লকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল। এ দিন যাঁর গলা থেকে হার ছিনতাই হয় তাঁর ভাই রাজেন্দ্র কুমার কমিশনারেটের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন।

নয়া ঊর্দু স্কুল
রাজারহাট-নারায়ণপুরের পশ্চিম বেরাবেরিতে ঊর্দু স্কুলের দাবি ছিল দীর্ঘদিন। শনিবার স্কুলটির উদ্বোধন করলেন প্রাক্তন মন্ত্রী আবদুস সাত্তার। রাজ্য সরকারের অনুমোদনও মিলেছে মাহমুদ বাখত বাখতেয়ারি (রহঃ) মেমোরিয়াল স্কুলের। রাজারহাট-গোপালপুর পুরসভার চেয়ারম্যান তাপস চট্টোপাধ্যায় বলেন, “পুরসভা ও এলাকার বিশিষ্ট জনের অর্থ সাহায্যে প্রায় এক কোটি টাকায় নতুন করে দোতলা স্কুলটি তৈরি হয়েছে।” ১৮টি ঘরে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করবে সাড়ে তিনশো ছাত্রছাত্রী।

স্মরণ
—নিজস্ব চিত্র
‘পিক ফিফটিন’ যে বিশ্বের উচ্চতম পর্বতশৃঙ্গ তা নির্ধারণে উল্লেখযোগ্য অবদান ছিল সে আমলের বিশিষ্ট বাঙালি গণিতজ্ঞ রাধানাথ শিকদারের। সেই শৃঙ্গ পরে ‘এভারেস্ট’ নামে খ্যাত হলেও রাধানাথের অবদানের তেমন স্বীকৃতি মেলেনি। শনিবার কলকাতা জাতীয় গ্রন্থাগারে এক অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ মাউন্টেনিয়ারিং ও অ্যাডভেঞ্চার স্পোর্টস ফাউন্ডেশনের উদ্যোগে জন্মের দ্বিশতবার্ষিকীতে যথাযোগ্য মর্যাদায় স্মরণ করা হল এই বিশিষ্ট গণিতজ্ঞ ও বিজ্ঞানীকে। স্মারক বক্তৃতায় রাধানাথকে শ্রদ্ধা জানালেন কাংসুং ফেস ধরে এভারেস্টে ওঠা ব্রিটিশ পর্বতারোহী স্টিফেন ভেনাব্লস।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.