জমি ফেলে রাখলে নোটিস শিল্প সংস্থাকে
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
শিল্প গড়ার জন্য জমি নিয়েও দীর্ঘ দিন ধরে ফেলে রেখেছে, এমন সংস্থাগুলিকে নির্দিষ্ট সময়ের মধ্যে জমি ব্যবহারের আবেদন জানালেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। রাজ্যে শিল্পোন্নয়নের লক্ষ্যে তৈরি টাস্ক ফোর্সের বৈঠক উপলক্ষে শনিবার হলদিয়ায় এসেছিলেন শিল্পমন্ত্রী। এখানে জমি নিয়ে ফেলে রাখা সংস্থাগুলিকে অবলিম্বে নোটিস দেওয়ার জন্য হলদিয়া উন্নয়ন পর্ষদকে (এইচডিএ) এ দিন নির্দেশ দেন মন্ত্রী। হলদিয়ার এমন ২৫টি সংস্থাকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে এবং তাদের অবিলম্বে নোটিস দিয়ে ১৫ দিনের মধ্যে জবাব চাওয়া হবে বলে এইচডিএ সূত্রে জানানো হয়েছে। হলদিয়ার একাধিক কারখানায় সাম্প্রতিক সময়ে নানা কারণে উৎপাদন ব্যাহত হওয়া প্রসঙ্গেও এইচডিএ-কে উদ্যোগী হয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দেন পার্থবাবু। নয়াচরে ‘ইউনিভার্সাল সাকসেস’-এর ‘পরিবেশ-বান্ধব’ প্রকল্প নিয়ে আশাবাদী শিল্পমন্ত্রী জানিয়েছেন, ওই প্রকল্পে ইকো-পার্ক, মৎস্যজীবীদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র ও বিদ্যুৎ প্রকল্প গড়ে উঠবে। প্রায় ২০ হাজার মানুষের কর্মসংস্থান হবে। হলদিয়ায় তথ্যপ্রযুক্তি পার্ক গড়ে তোলা হবে বলেও জানিয়েছেন মন্ত্রী।
|
বিক্রয় কর ছাড়ের জন্য ভুয়ো বিল রুখতে ব্যবস্থা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বিক্রয় কর ছাড় পাওয়ার জন্য ভুয়ো বিল তৈরি রুখতে এ বার বিশেষ ব্যবস্থা নিচ্ছে রাজ্যের বাণিজ্যিক কর দফতর। নতুন ব্যবস্থায় কেবল জরিমানাই বাড়ানো হয়নি, ওই ধরনের ভুয়ো লেনদেনের ক্ষেত্রে ক্রেতা এবং বিক্রেতা উভয়কেই জরিমানা দিতে হবে। সম্প্রতি বেঙ্গল চেম্বার আয়োজিত বাণিজ্যিক কর সংক্রান্ত সভায় বিভাগের সিনিয়র জয়েন্ট কমিশনার রাজশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, “যে সব বিক্রেতা ভুয়ো বিল দিয়ে বিক্রয় কর ছাড় পেতে সাহায্য করবেন, তাঁদের জরিমানা বাবদ ওই দাবি করা করের পরিমাণ ছাড়াও তার উপর অতিরিক্ত ১৫০% টাকা দিতে হবে। ক্রেতাদের ক্ষেত্রে তা হবে ৫০%।” এ দিকে চলতি অর্থবর্ষের ১২ জানুয়ারি পর্যন্ত রাজ্যে গত বছরের ওই সময়ের থেকে ২০% বেশি বিক্রয় কর আদায় হয়েছে বলে জানান রাজ্যের বাণিজ্যিক কর বিভাগের কমিশনার বিনোদ কুমার। করের পরিমাণ ১১,৮০০ কোটি টাকা।
|
কলকাতায় শুরু হল তিন দিনের আন্তর্জাতিক চর্ম-পণ্যের মেলা। রাজ্যের সহায়তায় শুধুমাত্র বাণিজ্যিক সংস্থাগুলির মধ্যে আদানপ্রদানের জন্য এর আয়োজন করেছে ইন্ডিয়া ট্রেড প্রোমোশন অর্গা-নাইজেশন। এখানে দেশের প্রায় ৪৬টি সংস্থা অংশগ্রহণ করেছে। তাদের মধ্যে যোগাযোগ বাড়াতে আলোচনা সভারও আয়োজন করা হয়েছে। আগামী কাল পর্যন্ত এটি চলবে মিলন মেলা প্রাঙ্গণে।
|
স্মার্টফোনের বাজারে নতুন জায়গা করতে ডুয়াল সিম ফোন আনল স্যামসাং। ৬০% বাজার দখলের লক্ষ্যে সংস্থা এগোচ্ছে বলে জানান স্যামসাং ইন্ডিয়ার মোবাইল বিভাগের প্রধান রঞ্জিত যাদব। সব মিলিয়ে বাজারে এখন ১২টি স্মার্টফোন আছে সংস্থার। স্মার্টফোন ছাড়াও তরুণ প্রজন্মের জন্য সোশ্যাল নেটওর্য়াকিং-সংক্রান্ত সুবিধাযুক্ত ফোন বাজারে ছেড়েছে সংস্থা।
|
বাজারে ডাইনামিক বন্ড ফান্ড আনল আইডিবিআই মিউচুয়াল ফান্ড। এটি ঋণপত্র নির্ভর ওপেন এন্ডেড মিউচুয়াল ফান্ড। সংস্থা জানিয়েছে, ন্যূনতম লগ্নি ৫,০০০ টাকা। আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় পর্যায়ে বন্ড কেনাবেচা শুরু হবে বলে জানিয়েছে সংস্থা। |