টুকরো খবর
আন্তর্জাতিক পুরস্কার ভারতীয়ের
বিজ্ঞানে বিশেষ অবদানের জন্য ‘গুনেরাস সাসটেনিবিলিটি পুরস্কার’ পাচ্ছেন ভারতীয় বংশোদ্ভুত বিজ্ঞানী কামাল বাওয়া। ১৭ এপ্রিল রয়্যাল নরওয়েজিয়ান সোসাইটি অফ সায়েন্স অ্যান্ড লেটারস-এর তরফে বাওয়াকে এই পুরস্কার দেওয়া হবে। এ বছরই প্রথম এই পুরস্কার দিচ্ছে তারা। প্রতি দু’বছর অন্তর এই পুরস্কার দেওয়া হবে। সোসাইটির তরফে দাবি করা হয়েছে, বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য কাজের জন্য যত পুরস্কার দেওয়া হয় এই পুরস্কার গুরুত্ব ও মর্যাদায় তাদের থেকে কোনও অংশে কম হবে না। বস্টনের ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয়ে জীববিজ্ঞানের অধ্যাপক বাওয়া রেনফরেস্ট অঞ্চলের বাস্তুতন্ত্র সংক্রান্ত গবেষণার জন্য বিখ্যাত। ভারতের পশ্চিমঘাট পর্বতমালা, হিমালয়ের তরাই অঞ্চল এবং মধ্য আমেরিকায় বহু নতুন গোত্রের প্রাণীর অস্তিত্ব আবিষ্কারের সঙ্গে তিনি যুক্ত। বাওয়া বেঙ্গালুরুতে ‘অশোক ট্রাস্ট ফর রিসার্চ ইন ইকোলজি’-র প্রতিষ্ঠাতা।

আমেরিকায় হামলার ছক, ধৃত মরক্কোবাসী
মার্কিন কংগ্রেসের ভবনে আত্মঘাতী হামলা চালানোর চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে এফবিআই। আমিন আল খলিফি নামে মরক্কোর ওই নাগরিক এক ছদ্মবেশী মার্কিন গোয়েন্দা অফিসারের হয়ে কাজ করছিল বলে অভিযোগ। তাই কংগ্রেসের ভবন ক্যাপিটলের কোনও ক্ষতির সম্ভাবনা ছিল না। শুক্রবার গ্রেফতারির পরেই আদালতে হাজির করা হয় মরক্কোর নাগরিক খলিফিকে। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই জানিয়েছে, ২০১১ সালে গোপন সূত্রে খলিফির কথা জানতে পারে তারা। জঙ্গি সংগঠনে যোগ দিতে চেয়েছিল সে। পরে তার সঙ্গে পরিচয় হয় ইউসুফ নামে এক ব্যক্তির। খলিফি ইউসুফকে জঙ্গি মনে করলেও আসলে তিনি ছিলেন ছদ্মবেশী এফবিআই অফিসার।

শোকমিছিলে গুলি
রাষ্ট্রপুঞ্জের প্রস্তাব অগ্রাহ্য করেই আজও একটানা বোমাবর্ষণ চলল হোমস-সহ সিরিয়ার বিভিন্ন শহরে। শুক্রবার সেনার গুলিতে নিহত তিন বিক্ষোভকারীর দেহ নিয়ে আজ মিছিল বার হয় দামাস্কাসে। মিছিলে অংশ নেন প্রায় ১৫ হাজার বিক্ষোভকারী। তাঁদের উপর গুলি, কাঁদানে গ্যাস ছোড়ে সেনা। সিরিয়ায় হিংসা বন্ধ করার আবেদন জানিয়ে আজ আসাদের সঙ্গে দেখা করেন চিনা উপ-বিদেশমন্ত্রী জাই জুন।

আত্মঘাতী হানা পাকিস্তানে, হত ২৫
নমাজের আগে মসজিদের বাইরে আত্মঘাতী বিস্ফোরণে প্রাণ হারালেন অন্তত ২৫ জন। গুরুতর আহত চল্লিশেরও বেশি। উত্তর-পশ্চিম পাকিস্তানের উপজাতি অধ্যুষিত পারাচিনারে এই বিস্ফোরণের দায় অবশ্য এখনও কোনও জঙ্গি গোষ্ঠী স্বীকার করেনি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.