কালো গরুর দুধ সাদা হয় কেন?

আমি বাড়ির সবচেয়ে মোটাসোটা বুদ্ধিমান টিকটিকিকে তিনটে প্রশ্ন
১. কোন পোকা ধরতে বেশি বুদ্ধি লাগে?
২. সবচেয়ে স্বাদু পোকার নাম কী?
৩. দুটো ঠান্ডা রক্তের প্রাণীর নাম বলো?

তৃতীয় শ্রেণি, ডি এ ভি পাবলিক স্কুল, মুরারই, বীরভূম

আন্টিকে প্রশ্ন
১. শূন্যস্থান পূরণ করো ডামডি (অ্যালিস যখন আজব দেশে)
২. ওয়ান্ডারল্যান্ডের ঠিকানা লেখো।
৩. ছবি এঁকে চিহ্নিত করো বাতাস বইছে।
৪. সমার্থক শব্দ লেখো পেঁজাতুলো, বুড়োআংলা

চতুর্থ শ্রেণি, বোলপুর কিশলয় স্কুল, বীরভূম

পরীক্ষার্থী ক্লাসটিচার প্রশ্নগুলির উত্তর দাও
১. ঘোড়ার ডিম খেতে কেমন?
২. বেড়াল কেন মাছ খেতে ভালবাসে?
৩. ফুল কেন ফুলের মতো দেখতে হয়?
৪. কালো গরুর দুধ সাদা হয় কেন?
৫. তোমার প্রশ্নগুলো কেন অত কঠিন হয়?

নবম শ্রেণি, নিউটাউন গার্লস হাইস্কুল, কোচবিহার

পুষি ‘গুত্তিয়ের’ জন্য প্রশ্ন
১. প্রশ্নের উত্তর দাও
ক) বাড়ি থেকে দূরে কোনও জায়গায় রেখে দিয়ে আসা হলেও তুমি কী ভাবে ঠিক খুঁজে খুঁজে বাড়ির ঠিকানা বের করতে পারো?
খ) মাছের গন্ধ পেলে তুমি এত উত্তজিত হয়ে পড়ো কেন?

২. কারণ বিশ্লেষণ করো

ক) আমি পেট পুরে মাছভাত খেলেও ইঁদুর ও আরশোলা জাতীয় প্রাণী ও পোকামাকড় দেখলে স্থির থাকতে পারি না, কারণ...
খ) পোকামাকড় খাওয়ার আগে তাদেরকে উল্টে পাল্টে ফেলে বিব্রত করা আমার বিশেষ অভ্যাস, কারণ...
গ) আমার প্রিয় মানুষটির পায়ে পায়ে ঘুরতে এবং তার কোলে চড়ে বসে এক ঘুম দিতে আমার অসাধারণ লাগে, কারণ...

৩. নীচের ঠিক শব্দ নির্বাচন করে শূন্যস্থান পূরণ করো

ক) ঠিকমতো ট্রেনিং (বিশেষ শিক্ষা) পেলে আমি প্রাতঃক্রিয়া করি।
(যেখানে সেখানে/নির্দিষ্ট জায়গায়)
খ) আমি বিভিন্ন সুরে ‘মিঁয়াঞ মিঁয়াঞ’ শব্দে আমার প্রকাশ করি।
(মনের ভাব/গান)
গ) পড়াশোনা করা আমার ধাতে সয় না। আমি বেশি সময় কাটাই।
(গানবাজনায়/খেলাধূলায়
(বিঃ দ্রঃ ভুল বানান ও বিশ্রী থাবার লেখার জন্য ২ নম্বর কাটা হবে)

চতুর্থ শ্রেণি, চিলড্রেন্স ফাউন্ডেশন স্কুল। গোপালপুর, বজবজ ট্রাঙ্ক রোড

কুকুরকে প্রশ্ন
কুকুর ভাই, বলো না কী করে তুমি কোনও পড়াশোনা না করে কী সুন্দর গার্ডের কাজ পেয়ে যাও? এবং কত সুখে ও আদরে থাকো?
ছবি: ওঙ্কারনাথ ভট্টাচার্য
ভগবানকে প্রশ্ন
ভগবান, তুমি কী নিয়ে কত দূর পর্যন্ত পড়াশোনা করে এত বুদ্ধি আর অসীম ক্ষমতা করেছ? আমিও পড়ে তোমার মতো ক্ষমতা করতে চাই।

দিদিমণিকে প্রশ্ন
দিদিমণি, বলো তো কী পড়লে আমি তোমাকে পড়াতে পারব? আর পড়া না পারলে শাস্তি দেব তোমাকে?

মা-বাবাকে প্রশ্ন
বলো তো পরীক্ষায় কিছু কম নম্বর পেয়েও কী করে বড় কিছু করা যায় বা হওয়া যায়?

ষষ্ঠ শ্রেণি, আলি বহুমুখী রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়

ভগবানকে প্রশ্ন
১. আচ্ছা ভগবান, তোমার ছোটবেলা নেই কেন?
২. তোমার কি ছেলেবেলা পেতে ইচ্ছে করে না?
৩. ভগবান, আমরা সাধারণত অঙ্ক-ইংরেজিকে ভয় পাই। তোমাকে যদি একটা বাদ দিতে হয়, কোনটা বাদ দেবে?
৪. কেন?
৫. তুমি তো সর্বজ্ঞ। তোমাকে যদি ক্রিকেট খেলার আম্পায়ার করা হয়, নিখুঁত বিচার করতে পারবে?

সপ্তম শ্রেণি, কৃষ্ণনগর রাষ্ট্রীয় উচ্চ বালিকা বিদ্যালয়, নদিয়া

মাকে প্রশ্ন
১. হিন্দুকুশ পর্বত পেরিয়ে আসার সময় আলেকজান্ডারের কোন ঘোড়ার পা মচকে গিয়েছিল?

পঞ্চম শ্রেণি, পাঠভবন

জিনিয়াস জিন্দাবাদ


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.