সম্প্রতি এগরায় বিনামূল্যে মহিলাদের জরায়ুমুখ ক্যান্সার-নির্ণয় শিবিরের আয়োজন করা হয়েছিল। কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের সহযোগিতায় ও এগরার একটি ‘ক্যানসার প্রিভেন্টিভ এডুকেশন অ্যান্ড কাউন্সেলিং সেন্টারে’র উদ্যোগে এই শিবির হয়। শিবিরে দু’শো জনের স্বাস্থ্যপরীক্ষা হয় বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। বিদ্যালয়ের ৭৫ বছর। বর্ষপূর্তি উপলক্ষে তিন দিন ব্যাপী উৎসব হল তমলুকের ব্যবত্তারহাট আদর্শ হাইস্কুলে। উৎসবের উদ্বোধন করেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক মহাবিদ্যালয়ের অধ্যক্ষ স্বামী সুপর্ণানন্দ। উৎসব উপলক্ষে আলোচনা, চিত্র প্রদর্শনী, চক্ষু পরীক্ষা শিবির হয়েছিল। |
স্বাস্থ্যপরীক্ষা শিবির আয়োজিত হল পিওর জামবাদ কোলিয়ারি চত্বরে। সেখানে ২৫০ জনের স্বাস্থ্যপরীক্ষা করানো হয়। এছাড়া পাণ্ডবেশ্বরের খোট্টাডিহি উপস্বাস্থ্যকেন্দ্র প্রাঙ্গণে বিনামূল্যে চক্ষুপরীক্ষা শিবির আয়োজিত হয়। |