বাসের মতো ট্যাক্সিতেও টিকিট চালু করতে চলেছে রাজ্য সরকার। সেই টিকিটে গাড়ির নম্বর লেখা থাকবে। থাকবে তারিখ আর সময় লেখার জায়গাও। কেউ ট্যাক্সিতে উঠলেই চালক সেই টিকিট পূরণ করে আরোহীর হাতে দিয়ে দেবেন। এতে কারও জিনিসপত্র হারিয়ে গেলে খুঁজে বার করা সহজ হবে বলে শুক্রবার মহাকরণে মন্তব্য করেন পরিবহণমন্ত্রী মদন মিত্র। পরিবহণ দফতরের এক কর্তা জানান, রাজ্য সরকার ট্যাক্সিতে প্রিন্টার-সহ ইলেকট্রনিক মিটার লাগানো বাধ্যতামূলক করলেও খুব কম ট্যাক্সি-মালিকই সেই নির্দেশ মেনেছেন। এর ফলে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ রয়েই গিয়েছে। ওই পরিবহণকর্তার বক্তব্য, যাঁরা প্রিন্টার লাগিয়েছেন তাঁরাও অনেক সময় কাগজ নেই কিংবা যন্ত্র খারাপ বলে আরোহীকে ভাড়ার স্লিপ দিচ্ছেন না। সব ট্যাক্সিতে প্রিন্টার-সহ ইলেকট্রনিক মিটার না-লাগানো পর্যন্ত হাতে লেখা টিকিট দিতে হবে আরোহীকে। তা হলে ট্যাক্সিচালকের বিরুদ্ধে অভিযোগ উঠলে অফিসারেরা তা তদন্ত করে দেখতে পারবেন। আজ, শনিবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ট্যাক্সি-মালিক ও কমীদের সঙ্গে আলোচনায় এ কথা জানাবেন মদনবাবু। তাঁর দাবি, বাসে বিশেষ পরীক্ষা ব্যবস্থা চালু করায় এবং নানা ভাবে নজরদারি বাড়ানোয় পরিবহণ নিগমগুলিতে দৈনিক ৫০ হাজার থেকে দু’লক্ষ টাকা আয় বেড়েছে। |