বন্যা-নিয়ন্ত্রণের অনুষ্ঠানে জোটের বার্তা
ফি-বর্ষায় দুই মেদিনীপুরের মানুষের বানভাসি হওয়ার ছবিটা বদলাবে, এই আশা জাগিয়ে শুক্রবার সূচনা হল কেলেঘাই-কপালেশ্বরী-বাগুই নদীসংস্কার প্রকল্পের। এ দিন পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের জয়চন্দ্রবাড়-কাঁটাখালির অনুষ্ঠানমঞ্চ ঘিরে আবার ‘অন্য আশা’ও দেখছেন রাজনীতির লোকজন। অনেক দিন পরে পাশাপাশি হাসি মুখে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় এবং রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইয়াকে।
সহাস্য এক মঞ্চে প্রণব-মানস-মমতা। শুক্রবার ভগবানপুরের কাঁটাখালিতে
নদী-সংস্কার প্রকল্পের সূচনা অনুষ্ঠানে। ছবি: পার্থপ্রতিম দাস
কংগ্রেস-তৃণমূলের সম্পর্কের ‘টানাপোড়েনের’ আবহে শুক্রবারের অনুষ্ঠানমঞ্চ দীর্ঘ দিন পরে দু’দলের শীর্ষ নেতৃত্বকে ‘একজোট’ হিসেবে হাজির করল বলে মনে করছেন দু’দলের কর্মী-সমর্থকদের একটা বড় অংশ। প্রণববাবু থেকে শুরু করে কেন্দ্রীয় জলসম্পদমন্ত্রী পবন বনশলঢালাও প্রশংসা করেছেন ‘নেত্রী’ ও ‘মুখ্যমন্ত্রী’ মমতার। অনুষ্ঠানস্থলে উপস্থিত জনতার দিকে ইঙ্গিত করে প্রণববাবু যেমন বলেন, “নদী-সংস্কারের বহু দিনের একটা দাবিপূরণ হচ্ছে বলে শুধু নয়, এই জনজোয়ারের পিছনে রয়েছে মমতার আকর্ষণী ক্ষমতাও।”



মমতাময়। উপলক্ষ কেলেঘাই-কপালেশ্বরী সংস্কার প্রকল্পের সূচনা এবং চারটি ট্রেনের যাত্রা
শুরু। কাঁটাখালি ও বাজকুলে ছবি তিনটি তুলেছেন পার্থপ্রতিম দাস ও কৌশিক মিশ্র।
আর মানসবাবু এই প্রকল্পের জন্য কেন্দ্রীয় বাজেটে অর্থ-বরাদ্দের জন্য প্রণববাবুর প্রতি যেমন ‘কৃতজ্ঞতা’ প্রকাশ করেছেন, তেমনই মমতারও ‘প্রয়াসের’ উল্লেখ করেছেন। এই প্রকল্পের জন্য জমি অধিগ্রহণে (১,৬০০ একর জমি লাগবে। তবে দীর্ঘ নদীপথ বরাবর লম্বালম্বি ভাবে) সমস্যা হবে না বলে আশা প্রকাশ করে প্রণববাবু-মানসবাবুরা এ ক্ষেত্রেও মুখ্যমন্ত্রীর ‘উদ্যোগে’ই আস্থা রেখেছেন।
মার্চের গোড়াতেই কাজ পুরোদমে হবে বলে সেচ দফতর আগেই জানিয়েছে। আর মুখ্যমন্ত্রী ২০১৪-র সময়সীমার আগেই কাজ শেষ করার আহ্বান জানিয়েছেন। তাঁর কথায়, “বছরের পর বছর ধরে এই প্রকল্পের কাজ শুরু হবে বলেই শুধু শুনে এসেছেন মানুষ। সত্যি শুরু হলএ বার।”
বাজকুলে রেলের অনুষ্ঠানে।
এই কথার সূত্রেই ৩৪ বছরের বাম-আমলে ‘কাজ না-হওয়ার’ অভিযোগেও এ দিন ফের সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাম-আমলের ‘বিপুল’ দেনার জেরেই উন্নয়নের অনেক পরিকল্পনা রূপায়ণ করা যাচ্ছে না বলেও অভিযোগ মমতার। তবে মুখ্যমন্ত্রী দাবি করেছেন, “আমাদের সরকার উন্নয়নের সব পরিকল্পনাই ধাপে ধাপে রূপায়ণ করবে।” পরে বাজকুলে কয়েকটি ট্রেনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেছেন, “বিগত ৩৪ বছর কাজ করেনি যারা তারাই মাত্র ক’মাসের মধ্যে আমাদের সমালোচনা শুরু করেছে। কুৎসা করছে। পাঁচ বছরেই সব জবাব দেব।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.