টুকরো খবর
শহরে গুলি চালানোর ঘটনায় দুষ্কৃতী অধরাই
মেদিনীপুর শহরে বুধবারের গুলি চালানোর ঘটনায় শুক্রবার পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে পুলিশের একটি দল অবশ্য মেদিনীপুর থেকে ঝাড়খণ্ড গিয়েছে। ঘটনার দু’দিন পরেও দুষ্কৃতীরা অধরাই থেকে যাওয়ায় শহরবাসীর ক্ষোভ বেড়েছে। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগও উঠেছে। পুলিশ অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। মেদিনীপুর কোতোয়ালি থানার আইসি জয়দীপ বন্দ্যোপাধ্যায়ের দাবি, “দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে। বিভিন্ন এলাকায় নজরদারিও বাড়ানো হয়েছে।” গত বুধবার সকালে শহরের কেরানিতলায় গুলি চালানোর ঘটনাটি ঘটে। গুলিবিদ্ধ হয়ে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন প্রদীপ দাস নামে এক ব্যক্তি। তার বাড়ি ঝাড়খণ্ডের আদিত্যপুরে। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, রাধেশ্যাম সিংহ নামে এক ব্যক্তি গুলি ছুড়েছিল। তার বাড়িও ঝাড়খণ্ডে বলেই জানা গিয়েছে। আহত প্রদীপকে জিজ্ঞাসাবাদ করে পুলিশের ধারণা, দু’দল ‘অসাধু’ ব্যবসায়ীর মধ্যে বচসার জেরেই ওই ঘটনা। এর সঙ্গে ছাঁট লোহার কারবারের বিষয়টিও জড়িয়ে রয়েছে। ঘটনার তদন্তে নেমে বৃহস্পতিবারই ঝাড়খণ্ডে যায় পুলিশের একটি দল।

মলিঘাটিতে হবে ফ্লাডসেন্টার
বন্যার সময়ে মানুষকে যাতে সমস্যায় পড়তে না হয়, সে জন্য ফ্লাড-সেন্টার তৈরির পরিকল্পনা অনেক দিনের। পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গাতেও ‘ফ্লাড-সেন্টার’ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। কয়েকটি এলাকাতে তা ইতিমধ্যে তৈরিও হয়েছে বলে প্রশাসনের দাবি। এ বার ডেবরা থানা এলাকার মলিঘাটিতে ফ্লাড-সেন্টার তৈরি করতে উদ্যোগী হয়েছে জেলা প্রশাসন। এর জন্য আনুমানিক ব্যয় ধরা হয়েছে ১০ লক্ষ টাকা। ৯ লক্ষ টাকা দেবে জেলা প্রশাসন। বাকি এক লক্ষ টাকা দিতে হবে ডেবরা পঞ্চায়েত সমিতিকে। যাতে দ্রুত এই কাজ সম্পন্ন করা যায় সে জন্য পদক্ষেপ করা হচ্ছে বলে প্রশাসন জানিয়েছে। দীর্ঘদিন ধরেই মলিঘাটি এলাকায় ‘ফ্লাড সেন্টার’ তৈরির দাবি উঠছিল। জেলা প্রশাসন এ বার ‘ইনোভেশন তহবিল’ থেকে প্রকল্পের অর্থ বরাদ্দ করেছে। জেলা পরিকল্পনা ও উন্নয়ন আধিকারিক প্রণব ঘোষ বলেন, “বন্যা-প্লাবিত মানুষদের রাখা, খাওয়ার ব্যবস্থা করা, সেই সঙ্গে বন্যা-মোকাবিলার বিভিন্ন সরঞ্জাম রাখার জন্যই ফ্লাড-সেন্টার তৈরি করা হচ্ছে।”

স্কুলের ৭৫ বছর
খড়্গপুর শহরের অতুলমণি পলিটেকনিক উচ্চমাধ্যমিক বিদ্যালয় ৭৫ বছরে পদার্পণ করল। এই উপলক্ষে তিন দিন ধরে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে স্কুল-প্রাঙ্গণে। শুক্রবার সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বেরোয়। পরে মূল অনুষ্ঠান শুরু হয়। উদ্বোধন করেন রাজ্যের কারিগরি শিক্ষামন্ত্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন সাংসদ প্রবোধ পণ্ডা-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠান চলবে কাল, রবিবার পর্যন্ত। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি আলোচনা সভা, প্রাক্তনীদের পুনর্মিলন অনুষ্ঠানও রয়েছে।

মহকুমা নাট্য সমন্বয়
খড়্গপুর মহকুমা নাট্য সমন্বয় মঞ্চের উদ্যোগে সম্প্রতি সুভাষপল্লি কালীমন্দির কমিউনিটি হলে আয়োজিত হল আমন্ত্রিত নাটকের আসর। ঝাড়গ্রামের নাট্যদল ‘প্রয়াস’-এর জলস্তর নাটকটি অভিনীত হল।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.