চিত্রকলা ও ভাস্কর্য ২...
সমন্বয় ঘটেছে শক্তি ও সুষমার
শুক্লা চৌধুরী তাঁর ছবি নিয়ে একাদশতম একক প্রদর্শনী করলেন সম্প্রতি অ্যাকাডেমিতে। তিনি শান্তিনিকেতন ও পুণে বিশ্ববিদ্যালয় থেকে চিত্রকলায় স্নাতক। প্রদর্শনীর শিরোনাম ‘ফিনিক্স প্যারাডাইস’। ক্যানভাসের উপর অ্যাক্রিলিকে আঁকা তাঁর ছবিগুলি মূলত নিসর্গভিত্তিক। এর মধ্যে ফুলের ছবিগুলি তাঁর সফল কাজের দৃষ্টান্ত। ‘ম্যাজেস্টিক’, ‘এক্সট্যাসি’, ‘দ্য ফার্স্ট নেকটার’, ‘ওয়ান ইজ গ্রেট’ ইত্যাদি ছবিতে তিনি ফুল এঁকেছেন। সেই ফুল যেন বিস্ফোরিত হয়ে সমগ্র প্রকৃতিতে পরিব্যাপ্ত হয়ে যাচ্ছে। এই অভিব্যক্তিবাদী প্রক্রিয়ায় শিল্পী নিজস্ব এক আঙ্গিক তৈরি করেছেন, যার ভিতর শক্তি ও সুষমার সমন্বয় ঘটেছে।


প্রদর্শনী

চলছে

চিত্রকূট: অশোক চক্রবর্তী আজ শেষ।

হ্যারিংটন ম্যানশন: চিত্রভানু মজুমদার কাল শেষ।

গগনেন্দ্র প্রদর্শশালা: অভিজিৎ চক্রবর্তী কাল শেষ।

অ্যাকাডেমি: দিবাকর চক্রবর্তী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত। সমীর কুণ্ডু ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

কেমোল্ড: মৌমিতা, রুমকি, শিল্পী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত।

আকৃতি: শেখর রায় ২৯ পর্যন্ত।

দি আই উইদিন:
শুভাপ্রসন্ন ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.