রেস্তোরাঁ লুঠে ৪ জনের জেল |
বালিগঞ্জ এলাকায় এক নামী রেস্তোরাঁয় সশস্ত্র ডাকাতির ঘটনায় মহম্মদ ইয়াকুব-সহ চার জনকে সাত বছর সশ্রম কারাদণ্ড দিল আলিপুর আদালত। শুক্রবার জেল-হাজত থেকে চার জনকেই ষষ্ঠ ফাস্ট ট্র্যাক কোর্টে তোলা হয়। বিচারক পুলককুমার কুণ্ডু কারাদণ্ডের সঙ্গে পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক মাস কারাবাসের নির্দেশ দেন। সরকারি আইনজীবী শিবনাথ অধিকারী জানান, ২০০৫ সালের ২২ এপ্রিল দুপুরে এক দল সশস্ত্র দুষ্কৃতী গুরুসদয় রোড ও রেনি পার্ক মোড়ে ওই রেস্তোরাঁয় হানা দিয়ে টাকা
লুঠ করে উধাও হয়।
|
বিধাননগর ছাড়াও নবদিগন্ত, হিডকো, নিউ টাউন ও রাজারহাট নিয়ে তৈরি হবে বিধাননগর কর্পোরেশন। এর জন্য এলাকা চিহ্নিত করছে পুর ও নগরোন্নয়ন দফতর। শুক্রবার রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “ওই সব এলাকাকে বিধাননগরের সঙ্গে যুক্ত করতে অনেক সরকারি নিয়ম আছে। সেই কাজ শুরু করতে জেলাশাসককে নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি সম্পূর্ণ করতে দু’বছর লাগবে।” উল্লেখ্য, সম্প্রতি বিধাননগরকে কর্পোরেশনে উন্নীত করার পরিকল্পনার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার জন্য অন্তত পাঁচ লক্ষ জনসংখ্যা জরুরি। যদিও সরকারি সূত্রে খবর, কর্পোরেশন হলেও তার অধীনস্থ জমির চরিত্র বদল না করার সিদ্ধান্তই নিতে চাইছে রাজ্য। অর্থাৎ মিউটেশন সংক্রান্ত কাজ দেখবে ওই এলাকাগুলি যে পুরসভা কিংবা পঞ্চায়েতের মধ্যে আছে, তারাই। কর্পোরেশনকে শুধুমাত্র পুর-পরিষেবার কাজেই ব্যবহার করা হবে বলে খবর।
|
পাসপোর্ট জাল, যুবক পাকড়াও |
অন্যের পাসপোর্টে নিজের ছবি লাগিয়ে কলকাতায় এসে ধরা পড়ে গেলেন চেন্নাইয়ের এক যুবক। তাঁর আসল নাম জন সুরেশ বাবু। কিন্তু শুক্রবার ঢাকা থেকে তিনি যে-পাসপোর্ট নিয়ে কলকাতায় এসে নামেন, তাতে লেখা রয়েছে সর্বজিৎ সিংহের নাম। পাসপোর্টে ছবি ছিল সুরেশের। অভিবাসন অফিসারদের সন্দেহ হওয়ায় সন্ধ্যা পর্যন্ত চলে জিজ্ঞাসাবাদ। সুরেশ রাতে জানান, চণ্ডীগড় থেকে এক দালালের মাধ্যমে তিনি ওই পাসপোর্ট জোগাড় করেছিলেন। সেই পাসপোর্ট নিয়েই মাসখানেক আগে তিনি দিল্লি থেকে ঢাকা যান।
|
ল্যাপটপ ও মোবাইল উদ্ধার, ধৃত ৬ |
চুরি যাওয়া একটি আইফোন-সহ ১০টি মোবাইল এবং ১০টি ল্যাপটপ উদ্ধার করল পুলিশ। বিধাননগর, নিউ টাউন-সহ নানা এলাকা থেকে বিভিন্ন সময়ে সেগুলি চুরি গিয়েছিল। ছ’জন গ্রেফতার হয়েছে। শুক্রবার ধৃতদের আদালতে তোলা হয়। তাদের পুলিশি হাজতে রাখার নির্দেশ দেন বিচারক।
|
যান্ত্রিক গোলযোগে শুক্রবার সন্ধ্যায় প্রায় কুড়ি মিনিট মেট্রো চলাচল বন্ধ থাকে। সন্ধ্যা ৬-৫০ নাগাদ দমদম স্টেশনের ওয়াই-সাইডিং-এ প্রযুক্তিগত ত্রুটির জন্য ডাউন ট্রেন ঘুরে আসতে না পারায় সাময়িক ভাবে ট্রেন চলাচল বন্ধ হয়। সন্ধ্যা ৭-১২তে দমদম থেকে কবি সুভাষগামী ট্রেন চলাচল শুরু হয় বলে জানান মেট্রোর ডেপুটি জেনারেল ম্যানেজার প্রত্যুষ ঘোষ। ওই সময়ে দু’টি ট্রেন বাতিল হয়।
|