তিন মাস পর আজ সন্তানদের সঙ্গে দেখা করার সুযোগ পেলেন নরওয়ের প্রবাসী ভারতীয় দম্পতি অনুরূপ ও সাগরিকা ভট্টাচার্য। মা-বাবা তিন বছরের অভিজ্ঞান ও এক বছরের ঐশ্বর্যার সঠিক পরিচর্যা করছেন না, এই অভিযোগে শিশু দু’টিকে অনুরূপ-সাগরিকার থেকে আলাদা দেয় নরওয়ের শিশু কল্যাণ বিভাগ। সেটা গত বছর মে মাসের কথা। আজ ছেলে-মেয়ের সঙ্গে দেখা করে সাগরিকা বলেন, “আমি চাই, যত তাড়াতাড়ি সম্ভব আমার বাচ্চাদের দায়িত্ব তাদের কাকা অরুণাভাসকে দেওয়া হোক।” আট মাস ধরে সন্তানদের ফেরত পেতে আইনি লড়াই চালাচ্ছেন অনুরূপ ও সাগরিকা। গত মাসে ভারত সরকারের হস্তক্ষেপে নরওয়ের সরকারের সঙ্গে সমঝোতা হয়, শিশুদের তাদের কলকাতা-নিবাসী কাকার কাছে ফেরত দেওয়া হবে। আগামী মার্চেই শেষ হবে পেশায় ভূবিজ্ঞানী অনুরূপ ও তাঁর স্ত্রীর ভিসার মেয়াদ। নরওয়ের শিশু কল্যাণ বিভাগের তরফে বলা হয়, বাচ্চাদের দায়িত্ব তাদের কাকাকে দেওয়ার আগে তারা নিশ্চিত হতে চায় যে তাঁর কাছে বাচ্চাদের অযত্ন হবে না। বাচ্চাদের ফিরিয়ে আনতে তাদের কাকা অরুণাভাস নরওয়ে গিয়েছেন। তাঁর সঙ্গে দেখা করে শিশু কল্যাণ বিভাগের প্রধান বলেন, “ওঁর সঙ্গে আমার ইতিবাচক আলোচনা হয়েছে।
|
তালিবান নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসার ইচ্ছের কথা আগেও জানিয়েছেন তিনি। কিন্তু তা ‘বাস্তবায়িত’ না হওয়ার জন্য শীর্ষ বৈঠকে পাকিস্তানকে দায়ী করে চাঁচাছোলা আক্রমণ করলেন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই। এমনকী গত কালের ওই বৈঠকে কারজাই এতটাই রূঢ় হয়ে ওঠেন, যে বৈঠক বন্ধ করে দেন পাক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। পরে সেই বৈঠকে ছিলেন শুধু দু’দেশের শীর্ষ কর্তারা। পাকিস্তান, আফগানিস্তান ও ইরানের ত্রিপাক্ষিক সম্মেলনের ফাঁকে আফগান প্রেসিডেন্ট এবং তাঁর প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসেছিলেন গিলানি, পাক বিদেশমন্ত্রী হিনা রব্বানি খার-সহ মন্ত্রীরা। ছিলেন সেনাকর্তারাও। তালিবান শীর্ষ নেতাদের তাঁর সঙ্গে কথা বলার জন্য হাজির করার দাবি বৈঠকে তোলেন কারজাই। পাক তালিবান প্রধান মোল্লা মহম্মদ ওমরকে আলোচনার টেবিলে আনার জন্য দীর্ঘদিন ধরেই পাকিস্তানকে চাপ দিচ্ছিলেন তিনি। গত কালের বৈঠকে এ নিয়েই তিনি সুর চড়ান। উত্তাপ বাড়তে বাড়তে এক সময়ে বন্ধই হয়ে যায় বৈঠক।
|
শুক্রবারের নমাজের আগে মসজিদের বাইরে আত্মঘাতী বিস্ফোরণে প্রাণ হারালেন অন্তত ২৫ জন। গুরুতর আহত চল্লিশেরও বেশি। উত্তর-পশ্চিম পাকিস্তানের উপজাতি অধ্যুষিত পারাচিনারে এই বিস্ফোরণের দায় অবশ্য এখনও কোনও জঙ্গি গোষ্ঠী স্বীকার করেনি। প্রত্যক্ষদর্শীরা জানান, ভিড়ে ঠাসা বাজারের মধ্যে একটি মোটরবাইকে বিস্ফোরণ ঘটায় সেটির আরোহী। স্থানীয়রাই আহতদের হাসপাতালে নিয়ে যান। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করছেন স্থানীয় কর্তৃপক্ষ।
|
আল কায়দা নেতা ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর থেকে পাকিস্তানেই থাকতে হচ্ছে তাঁর ইয়েমেনি স্ত্রী আমল আহমেদে-আল সাদা ও পাঁচ সন্তানকে। একটি ব্রিটিশ দৈনিক জানিয়েছে, পাকিস্তানের প্রধান বিচারপতির কাছে সাদার মুক্তির জন্য আবেদন করছেন তাঁর ভাই। |