বর্ধমানে ক্রিকেট
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
আন্তঃকলেজ ক্রিকেটে ইউনিভার্সিটি ইন্সটিটিউট অফ টেকনোলজি ১০৯ রানে হারিয়েছে অ্যামেক্স কলেজকে। প্রথমে টেকনোলজি করে ৩১ ওভারে ১৫৪-৬। দলের রাহুল সিংহ করেন ২৪ রান। কিন্তু ১০.৩ ওভারে ৪৫ রানেই গুটিয়ে যায় অ্যামেক্সের ইনিংস। টেকনোলজির পবিত্র সরকার ৪ রানে ৩ উইকেট দখল করেন। এর আগে গুসকরা কলেজ, রবীন্দ্র মহাবিদ্যালয়কে ৪ উইকেটে হারিয়ে দেয়। গুসকরার রাজেশ রায় ৪৫ রান করেন। ওই কলেজের বিশ্বজিৎ বিশ্বাস ২০ রানে ৫ উইকেট দখল করেন।
|
আন্তঃকলেজ ভলি
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
মোহনবাগান মাঠে শুক্রবার থেকে শুরু হয়েছে আন্তঃকলেজ ভলিবল। প্রথম ম্যাচে বর্ধমান রাজ কলেজ ২৫-১৮, ২৫-১৫ পয়েন্টে হারিয়েছে দুর্গাপুর মাইকেল মধুসূদন কলেজকে। রায়নার শ্যামসুন্দর কলেজ ২৫-১২, ১৩-২৫ ও ১৭-২৫ পয়েন্টে হারে সিউড়ি বিদ্যাসাগর কলেজের কাছে।
|
দেবগ্রামের হার
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
মুনস্টারের পরিচালনায় কাটোয়া কলেজ মাঠে বুধবার থেকে একটি ক্রিকেট প্রতিযোগিতা শুরু হয়েছে। শুক্রবার দু’টি ক্রিকেট ম্যাচ আয়োজন করা হয়েছিল। প্রথম ম্যাচে মুর্শিদাবাদের ইসলামপুর হারিয়ে দেয় নদিয়ার দেবগ্রামকে। দ্বিতীয় ম্যাচে বর্ধমান রাজনন্দিনী ক্লাবের কাছে হেরে যায় দুর্গাপুর। ক্লাবের কর্তা কৌশিক গড়াই জানান, “রবিবার ফাইনাল হবে।”
|
জয়ী তরুণ দল
নিজস্ব সংবাদদাতা • বারাবনি |
বাঘাযতীন ওয়েলফেয়ার অর্গানাইজেশন আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় শুক্রবারের খেলায় বিজয়ী হল বজবজ তরুণ দল। লোয়ার কেসিয়া ফুটবল মাঠের খেলায় তারা মেমারি ফুটবল অ্যাকাডেমিকে ৩-২ গোলে হারায়। ম্যাচের সেরা হন বিজয়ী দলের সুরজিৎ কাঁঠাল। |