অসুস্থ যমজকে না-দেখে মৃত ঘোষণা করার অভিযোগ নিয়ে যুব কংগ্রেস লাগাতার অবস্থান-বিক্ষোভে অভিযুক্ত চিকিৎসক পম্পি ভট্টাচার্যকে দীর্ঘ ছুটিতে পাঠানো হল। বৃহস্পতিবার দুপুরে কোচবিহার হাসপাতালের চিকিৎসক পম্পি দেবীকে এক মাসের ছুটি দেওয়া হয়। ওই সময়ের মধ্যে কোচবিহার জেলার বাইরে যেতে হলে তাঁকে জেলা স্বাস্থ্য দফতরের অনুমতি নিতে হবে। হাসপাতাল সূত্রে খবর, সুপার কল্যাণ দে লিখিত ভাবে ছুটিতে পাঠিয়ে তদন্ত সম্পূর্ণ করে কড়া শাস্তি দেওয়ার আশ্বাস দিলে যুব কংগ্রেস আন্দোলন তোলে। রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত চিকিৎসককে ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে। শোকজের জবাব সন্তোষজনক না হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।” |
আলিপুরদুয়ারের চাপরেরপাড়ের বাসিন্দা মনোরঞ্জন দাসের দুই যমজ ছয়মাসের শিশু কন্যাকে ডায়েরিয়ার চিকিৎসার জন্য কোচবিহারের ওই হাসপাতালে নিয়ে আসেন। সে সময় জরুরি বিভাগে থাকা চিকিৎসক পম্পি দেবী শিশুদের না দেখেই মৃত বলে ঘোষণা করেন বলে অভিযোগ। বাড়ি ফেরার জন্য গাড়িতে উঠে শিশুদের স্যালাইন খোলার সময় তারা কেঁদে ওঠে। তড়িঘড়ি শিশু দুটিকে ভর্তি নেওয়া হয়। আপাতত দুজনেই ওই হাসপাতালে চিকিসাধীন। তাদের শারীরিক অবস্থারও অনেকটা উন্নতি হয়েছে। অঙ্কিতা ও অনিন্দিতার মা নিয়তি দাস বলেন, “বুধবার রাতে শিলিগুড়ি রেফার করার কথা বলেন হাসপাতাল কর্তৃপক্ষ। আর্থিক কারণে তা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছি।’’ কোচবিহারের মুখ্য স্বাস্থ্য আধিকারিক মানিকলাল দাস বলেন, “তদন্তের স্বার্থেই চিকিৎসককে ছুটিতে থাকতে বলা হয়েছে। অনুমতি ছাড়া জেলার বাইরে যেতে নিষেধ করা হয়েছে।” |
কৃষি ও স্বাস্থ্য মেলা
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
গোবর সার দিয়ে তৈরি বেগুন। কেঁচো সার দিয়ে তৈরি ফুলকপি কিংবা বাধা কপি। জৈব মিশ্র সার দিয়ে তৈরি লাউ কিংবা বেগুন। রবিবার এমনই সবজি মিলবে শিলিগুড়ির টিকিয়াপাড়ায় ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি হেলথ অ্যাসোসিয়েশন আয়োজিত জৈব কৃষি ও স্বাস্থ্য মেলায়। উদ্বোধন করবেন এসজেডিএ চেয়ারম্যান তথা বিধায়ক রুদ্রনাথ ভট্টাচার্য। কৃষি দফতর এবং দার্জিলিং জেলা স্বাস্থ্য দফতরের উদ্যোগে দু’দিনের ওই মেলার আয়োজন হয়েছে। |